Ajker Patrika

ডেঙ্গুতে আরও এক মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪ জন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ঢাকা ডেঙ্গু ওয়ার্ডে রোগীরা। ছবি: হাসান রাজা
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ঢাকা ডেঙ্গু ওয়ার্ডে রোগীরা। ছবি: হাসান রাজা

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে আরও ৩৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। আর মারা গেছে চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগী।

আজ শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে আজ শনিবার পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ হাজার ৭৮৯ জন ডেঙ্গু রোগী। আর তাদের মধ্যে ৬২ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ মৃত ব্যক্তি (৬০) ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর বাড়ি বরগুনায়।

নতুন রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৬১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৮, রাজধানীর হাসপাতালগুলোতে ৬৫, রাজধানীর বাইরে ঢাকা বিভাগে ৫৮, ময়মনসিংহে (সিটি করপোরেশন বাদে) ৬, খুলনায় ৯ এবং রাজশাহীতে ৫৭ জন ভর্তি হয়।

বর্তমানে সারা দেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ২৩৯ জন। বাকি রোগীরা চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

সরকারের তথ্য বলছে, চলতি মাসে ৬ হাজার ৪৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। আর জুনে ভর্তি হয়েছিল ৫ হাজার ৯৫১ জন। এ ছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১ এবং মে মাসে ১ হাজার ৭৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি মাসে ২০ জন চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ বছরের জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩ এবং জুনে ১৯ জন মারা যায়। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত