Ajker Patrika

চিকেন পক্স হলে

ডা. শাহেদ সাব্বির আহমেদ
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১২: ৩৯
চিকেন পক্স হলে

‘চিকেন পক্স’কে বাংলায় বলা হয় জলবসন্ত। শীতের শুরুর সময়টাতে বেশ দেখা যায় এই রোগ। এর জাতভাই গুটিবসন্ত বা স্মল পক্সের মতো এটা প্রাণঘাতী নয়, তবে বেশ ভোগায়। যেকোনো বয়সের মানুষের চিকেন পক্স হতে পারে। তবে কম বয়সীদের তুলনায় বড়দের ভোগান্তিটা একটু বেশি হতে পারে এই ছোঁয়াচে রোগে। ঘরে একজনের হলে সবারই হওয়ার ঝুঁকি থাকে। এই রোগে শরীরে চুলকানি তীব্র আকার ধারণ করতে পারে। জ্বালাপোড়া হতে পারে।

যা করবেন

  • চিকেন পক্স ছোঁয়াচে রোগ, তাই ছোঁয়া এড়িয়ে থাকতে হবে।
  • মশারি ব্যবহার করুন। মশার কামড়ে চুলকানির জন্য নখের আঘাতে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের ঝুঁকি রয়েছে।
  • প্রচুর তরল খাবার ও পানি খেতে হবে। তবে যেসব খাবারে আক্রান্ত ব্যক্তির এলার্জি রয়েছে, সেসব পরিহার করতে হবে। নইলে চুলকানির মাত্রা তীব্র হয়ে উঠবে।
  • নিয়মিত পরিষ্কার পানি ও সামান্য আয়োডিন মিশ্রিত পানি দিয়ে গোসল করতে পারেন। কুসুম গরম পানি স্বস্তি দেবে। তবে শরীর মোছার জন্য তোয়ালে বা গামছা দিয়ে জোরে ঘষা যাবে না। ধীরে ধীরে পুরো শরীর মুছতে হবে।
  • স্কুলগামী শিশুদের সুস্থ না হওয়া পর্যন্ত স্কুলে যাওয়াও বন্ধ রাখতে হবে।
  • চিকেন পক্সের ভাইরাস স্নায়ুতন্ত্রে আশ্রয় নিয়ে থেকে যেতে পারে। পরে আবার সক্রিয় হয়ে ‘সিঙ্গেলস’ নামের রোগ হিসেবে প্রকাশিত হতে পারে। রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হওয়ার কারণে অনেক সময় এমনটা হয়। তবে চিকেন পক্স সাধারণত তেমন কোনো জটিলতা তৈরি করে না।

চিকিৎসা 
চিকেন পক্সের মূল চিকিৎসা বিশ্রাম এবং প্রচুর তরল খাবার খাওয়া। সুনির্দিষ্ট ভাইরাসনাশী ওষুধ রোগের ব্যাপ্তি কমায়; বিশেষ করে শিশুরা বেশি উপকৃত হয়। চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন-জাতীয় ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া যেতে পারে। ত্বকে ব্যবহারের জন্য কিছু ওষুধ আছে, যা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে। ভিটামিন সি-সমৃদ্ধ খাবার অনেকটাই স্বস্তি দেবে। 

চিকেন পক্সের জন্য ত্বকে কালো বা সাদা দাগ হতে পারে। এটা অস্বস্তির কারণ হলেও দাগগুলো নিজে থেকেই অনেক হালকা হয়ে যায়। আর চিকিৎসার মাধ্যমে অনেকাংশে দূর করা যায়। 

লেখক: আবাসিক মেডিকেল অফিসার, রংপুর

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত