Ajker Patrika

ঝিনাই নদীতে বালু উত্তোলন প্রতিবাদ করলে হুমকি

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫: ১৮
ঝিনাই নদীতে বালু উত্তোলন প্রতিবাদ করলে হুমকি

জামালপুরের মেলান্দহ উপজেলার চরপলিশা ঝিনাই নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগ পাওয়া গেছে। ফলে নদী-তীরবর্তী ফসলি জমি ভাঙনের মুখে পড়ছে।

বালু ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রভাবশালী হওয়ায় স্থানীয় লোকজন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দিতেও সাহস পাচ্ছেন না। বালু উত্তোলন অব্যাহত থাকলে যে কোনো সময় ফসলি জমি ভাঙনের মুখে পরতে পারে বলে আশঙ্কা ভুক্তভোগীদের।

তবে উপজেলা প্রশাসন বলছে, বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলার চরপলিশা ঝিনাই সেতুর পাশে ঝিনাই নদী থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে জিয়া নামে এক ব্যক্তি। তিনি আওয়ামী লীগের নাম ভাঙিয়ে বালু উত্তোলন করছে বলে জানান স্থানীয়রা।

একাধিক ভুক্তভোগী অভিযোগ করেন, ‘নদী থেকে যেভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে, এভাবে বালু তোলা অব্যাহত থাকলে জমি নদীতে ভেঙে যাবে। ক্ষমতার প্রভাব দেখিয়ে কিছু লোক বালু উত্তোলন করছে। কেউ প্রতিবাদ করতে গেলে তারা নানা হুমকি-ধমকি দেয়।

এলাকাবাসীর দাবি, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হোক।

তা না হলে তাদের ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কখনোই বন্ধ হবে না। বালু উত্তোলন বন্ধ না করলে ফসলি জমি নদীতে ভেঙে যাবে। বালু ব্যবসায়ী জিয়া বলেন, ‘প্রশাসনের সঙ্গে কথা বলে এখান থেকে বালু উত্তোলন করা হচ্ছে। আমাদের জমি থেকে বালু উত্তোলন করছি।

কাউকে কোনো কিছু বলতে হবে না। ড্রেজার দিয়ে বালু উত্তোলন করবই, পারলে ঠেকান। আওয়ামী লীগের নেতা পরিচয় দেওয়া জিয়া উপজেলার চরপলিশা গ্রামের টগু মন্ডলের ছেলে।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়টি আমার জানা নেই। বালু উত্তোলন বন্ধ করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত