নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্জ্য অব্যবস্থাপনা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে নগরের পরিবেশ, নগরবাসীর স্বাস্থ্য, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫ সাল নাগাদ দেশের শহরাঞ্চলে প্রতিদিন ৪৭ হাজার টন বর্জ্য সৃষ্টি হবে। গতকাল বুধবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সভায় এই তথ্য উপস্থাপন করে গ্রামবাংলা উন্নয়ন কমিটি।
বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর কঠিন বর্জ্যের শতকরা ৬০ ভাগ উৎপাদিত হয় শাকসবজি ও ফলমূল থেকে। বাকি ৪০ ভাগ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও হাসপাতাল-ক্লিনিকসহ বড়-ছোট শিল্পকারখানা থেকে।
পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বিশ্বে প্রতিবছর ৪৩৮ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদন হয়, যার মধ্যে প্রায় ২৩ মিলিয়ন টন প্লাস্টিক সাগরে মিশছে। নদীতে বর্জ্য ফেলার কারণে দেশের ২৯টি প্রধান নদ-নদীতে দূষণ মাত্রা ছড়িয়েছে। বিআইডব্লিউটিএ-এর জরিপ অনুযায়ী, প্লাস্টিক প্যাকেজিং তৈরিতে ৩ হাজার ৩৭৭ রকমের কেমিক্যাল ব্যবহার হয়, যার ১৪৮টি মারাত্মক ক্ষতিকর। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েস্ট কনসার্নের ২০১৪ সালের একটি জরিপ অনুযায়ী, দেশে প্রতিদিন প্রায় ৭৩ হাজার টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে মিশছে। পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) একটি পরিসংখ্যান বলছে, ঢাকায় প্রতিদিন প্রায় ১ কোটি ৪০ লাখ পলিথিন ব্যাগ জমা হচ্ছে। গ্রাম উন্নয়ন কমিটির তথ্যমতে, ঢাকা শহরে হাসপাতালে প্রতিদিন প্রায় ৫০ টন বর্জ্য তৈরি হয়। কিন্তু এর মাত্র আট টন সংগ্রহ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার কারণে প্রতিবছর ৮ থেকে ১৬ মিলিয়ন হেপাটাইটিস ‘বি’ ও ২ দশমিক ৩ থেকে ৪ দশমিক ৭ মিলিয়ন হেপাটাইটিস ‘সি’ এবং ৮০ হাজার থেকে এক লাখ ৬০ হাজার জন এইচআইভি ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। পাঁচ বছরের কম বয়সী ৪ মিলিয়ন শিশুসহ প্রায় ৫ দশমিক ২ মিলিয়ন মানুষ প্রতিবছর বর্জ্যসম্পর্কিত রোগে মারা যায়।
বিটিআরসির তথ্যমতে, দেশে ১১ দশমিক ৬৫ কোটি মোবাইল ফোন ব্যবহার হচ্ছে, যার ওজন ১১২৫ টন। ই-বর্জ্যের সঙ্গে সম্পর্কিত হাজার ধরনের বিভিন্ন রাসায়নিক পদার্থ শরীরে ও পরিবেশে কী ধরনের প্রভাব ফেলছে তার অধিকাংশই এখনো অজানা। গ্রামবাংলা উন্নয়ন কমিটির ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ রসুল বলেন, ‘সব বর্জ্য নিয়ে কথা হলেও দেশে সবচেয়ে মারাত্মক যে ওয়েস্টটি আসছে তা হচ্ছে নিউক্লিয়ার ওয়েস্ট। আমাদের এটা নিয়ে ভাবতে হবে।’
বাংলাদেশ এনভায়রনমেন্টাল লইয়ার্স অ্যাসোসিয়েশনের কো-অর্ডিনেটর রেহমুনা নুরাইন বলেন, একটা ল্যান্ডফিল ১৫-২০ বছরের মধ্যে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু ঢাকা শহরের ল্যান্ডফিলগুলো ঠিক কত বছর আগের তা জানা যায়নি।
বর্জ্য অব্যবস্থাপনা মানুষের স্বাস্থ্য ও পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে নগরের পরিবেশ, নগরবাসীর স্বাস্থ্য, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫ সাল নাগাদ দেশের শহরাঞ্চলে প্রতিদিন ৪৭ হাজার টন বর্জ্য সৃষ্টি হবে। গতকাল বুধবার সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সভায় এই তথ্য উপস্থাপন করে গ্রামবাংলা উন্নয়ন কমিটি।
বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর কঠিন বর্জ্যের শতকরা ৬০ ভাগ উৎপাদিত হয় শাকসবজি ও ফলমূল থেকে। বাকি ৪০ ভাগ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও হাসপাতাল-ক্লিনিকসহ বড়-ছোট শিল্পকারখানা থেকে।
পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বিশ্বে প্রতিবছর ৪৩৮ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদন হয়, যার মধ্যে প্রায় ২৩ মিলিয়ন টন প্লাস্টিক সাগরে মিশছে। নদীতে বর্জ্য ফেলার কারণে দেশের ২৯টি প্রধান নদ-নদীতে দূষণ মাত্রা ছড়িয়েছে। বিআইডব্লিউটিএ-এর জরিপ অনুযায়ী, প্লাস্টিক প্যাকেজিং তৈরিতে ৩ হাজার ৩৭৭ রকমের কেমিক্যাল ব্যবহার হয়, যার ১৪৮টি মারাত্মক ক্ষতিকর। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েস্ট কনসার্নের ২০১৪ সালের একটি জরিপ অনুযায়ী, দেশে প্রতিদিন প্রায় ৭৩ হাজার টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে মিশছে। পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) একটি পরিসংখ্যান বলছে, ঢাকায় প্রতিদিন প্রায় ১ কোটি ৪০ লাখ পলিথিন ব্যাগ জমা হচ্ছে। গ্রাম উন্নয়ন কমিটির তথ্যমতে, ঢাকা শহরে হাসপাতালে প্রতিদিন প্রায় ৫০ টন বর্জ্য তৈরি হয়। কিন্তু এর মাত্র আট টন সংগ্রহ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনার কারণে প্রতিবছর ৮ থেকে ১৬ মিলিয়ন হেপাটাইটিস ‘বি’ ও ২ দশমিক ৩ থেকে ৪ দশমিক ৭ মিলিয়ন হেপাটাইটিস ‘সি’ এবং ৮০ হাজার থেকে এক লাখ ৬০ হাজার জন এইচআইভি ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। পাঁচ বছরের কম বয়সী ৪ মিলিয়ন শিশুসহ প্রায় ৫ দশমিক ২ মিলিয়ন মানুষ প্রতিবছর বর্জ্যসম্পর্কিত রোগে মারা যায়।
বিটিআরসির তথ্যমতে, দেশে ১১ দশমিক ৬৫ কোটি মোবাইল ফোন ব্যবহার হচ্ছে, যার ওজন ১১২৫ টন। ই-বর্জ্যের সঙ্গে সম্পর্কিত হাজার ধরনের বিভিন্ন রাসায়নিক পদার্থ শরীরে ও পরিবেশে কী ধরনের প্রভাব ফেলছে তার অধিকাংশই এখনো অজানা। গ্রামবাংলা উন্নয়ন কমিটির ভাইস চেয়ারম্যান ইমতিয়াজ রসুল বলেন, ‘সব বর্জ্য নিয়ে কথা হলেও দেশে সবচেয়ে মারাত্মক যে ওয়েস্টটি আসছে তা হচ্ছে নিউক্লিয়ার ওয়েস্ট। আমাদের এটা নিয়ে ভাবতে হবে।’
বাংলাদেশ এনভায়রনমেন্টাল লইয়ার্স অ্যাসোসিয়েশনের কো-অর্ডিনেটর রেহমুনা নুরাইন বলেন, একটা ল্যান্ডফিল ১৫-২০ বছরের মধ্যে বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু ঢাকা শহরের ল্যান্ডফিলগুলো ঠিক কত বছর আগের তা জানা যায়নি।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৮ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪