শিহাব আহমেদ
সিনেমা কিংবা বিজ্ঞাপনে অনেক সময় তারকাদের হয়ে অন্য কেউ কণ্ঠ দিয়ে থাকেন। তাঁরা ডাবিংশিল্পী। কণ্ঠ দিয়েই অভিনয় করেন তাঁরা। বাংলা ভাষায় প্রচারিত বিদেশি সিরিয়ালে তো ডাবিংশিল্পীরাই প্রধান ভরসা। এই তালিকায় রয়েছেন দীপক সুমন, আনোয়ার শাহী, তনিমা আহমেদ, ইভান সাইর, শর্মীমালা, সাইমন তারিক, মেরিনা আফরোজ, ফিরোজ আলম প্রমুখ। সম্প্রতি ওটিটির কল্যাণে জনপ্রিয় তারকারাও নাম লেখাচ্ছেন ডাবিংশিল্পী হিসেবে। তাঁদের নিয়ে প্রতিবেদনটি লিখেছেন শিহাব আহমেদ
তাসনিয়া ফারিণ
ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ কণ্ঠ দিয়েছেন বাংলা ভাষায় প্রচারিত কোরিয়ান সিরিজ ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’র জন্য। তিনি কণ্ঠ মিলিয়েছেন কোরিয়ান অভিনেত্রী জুন জি-হিউনের চরিত্রের সঙ্গে। প্রথমবার ডাবিংশিল্পী হিসেবে কাজ করা প্রসঙ্গে ফারিণ বলেন, ‘ভয়েস অ্যাক্টর হিসেবে প্রথমবার কাজ করলাম। এত দিন তো অনেক কিছুই করেছি। কিন্তু ভয়েস অ্যাক্টিংটা করা হয়নি। তাই নতুন চ্যালেঞ্জ হিসেবেই এটা করা। আমার কাছে বেশ ভালো লেগেছে।’
রওনক হাসান
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘মেহমেদ’-এ প্রথমবার কণ্ঠ অভিনেতা হিসেবে কাজ করেছেন রওনক হাসান। এই সিরিজের সুলতান মেহমেদ চরিত্রে বাংলায় কণ্ঠ মিলিয়েছেন তিনি। কঠিন মনে হলেও কাজটি উপভোগ করেছেন রওনক। তিনি বলেন, ‘ভীষণ কঠিন কাজ! এ যেন হাত-পা বেঁধে অভিনয় করা। অন্য একটি ভাষায় অন্য একজন অভিনেতার অভিনয়কে মার্চ করে আমাকে কণ্ঠ দিয়ে অভিনয় করতে হয়েছে। তবুও কাজটা করে খুব আনন্দ পেয়েছি।’
ইয়াশ রোহান
হলিউডের জনপ্রিয় দুই চরিত্র টিনটিন ও স্পাইডার চরিত্রে বাংলায় কণ্ঠ দিয়েছেন ইয়াশ রোহান। কণ্ঠাভিনয় প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, ‘ডাবিংয়ের কাজটা সহজ বিষয় নয়। তবে যাঁরা নিয়মিত এ কাজটি করেন, তাঁদের জন্য হয়তো সহজ। বিষয়টি আমার জন্য খুব উচ্ছ্বাসের এবং উপভোগ্য বটে। আমার বেশ ভালো লেগেছে।’
আবদুন নূর সজল
কোরিয়ান সিরিজ ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’-তে কণ্ঠ অভিনেতা হিসেবে কাজ করেছেন আবদুন নূর সজল। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি মিন-হো’র অভিনীত চরিত্রে কণ্ঠ মিলিয়েছেন তিনি। সজল বলেন, ‘দক্ষিণ কোরিয়ান এই সিরিজে লি মিন-হো’র কণ্ঠ দেওয়া নতুন এক অভিজ্ঞতা। তাঁর চরিত্রে ভয়েজ দিতে পেরে ভালোই লাগছে। আশা রাখছি, বাংলায় ডাব করা সিরিজটি সবার কাছে উপভোগ্য হবে।’ এই সিরিজের বাংলা নাম দেওয়া হয়েছে ‘জলপরী’। প্রকাশ করবে বায়স্কোপ।
জাকিয়া বারী মম
হলিউডের ভৌতিক সিনেমা ‘রেসিডেন্ট এভিল’-এর বাংলা ডাবিং ভার্সনে অ্যালিস চরিত্রে কণ্ঠ দিয়েছেন মম। এবারই প্রথম ডাবিংশিল্পী হিসেবে কাজ করলেন তিনি। নতুন এই অভিজ্ঞতায় উচ্ছ্বসিত মম। তিনি বলেন, ‘জীবনের প্রথম পেশাগত ডাব করা! এর আগে নিজের চরিত্রে ডাব করেছি। কিন্তু অন্য একটা চরিত্রে, তার মতো করে, তার আবেগ ধারণ করে, চোখের চাহনি, শরীরের ভাষা বুঝে ডাব করাটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।’ শুধু কণ্ঠ দিলেও চরিত্রটি নিজের মধ্যে ধারণ করতে হয়েছে বলে জানান এই অভিনেত্রী। ‘রেসিডেন্ট এভিল’-এর বাংলা ডাবিং ভার্সনটি পরিচালনা করছেন খালিদ হাসান অভি। শিগগিরই এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বায়স্কোপে।
সিনেমা কিংবা বিজ্ঞাপনে অনেক সময় তারকাদের হয়ে অন্য কেউ কণ্ঠ দিয়ে থাকেন। তাঁরা ডাবিংশিল্পী। কণ্ঠ দিয়েই অভিনয় করেন তাঁরা। বাংলা ভাষায় প্রচারিত বিদেশি সিরিয়ালে তো ডাবিংশিল্পীরাই প্রধান ভরসা। এই তালিকায় রয়েছেন দীপক সুমন, আনোয়ার শাহী, তনিমা আহমেদ, ইভান সাইর, শর্মীমালা, সাইমন তারিক, মেরিনা আফরোজ, ফিরোজ আলম প্রমুখ। সম্প্রতি ওটিটির কল্যাণে জনপ্রিয় তারকারাও নাম লেখাচ্ছেন ডাবিংশিল্পী হিসেবে। তাঁদের নিয়ে প্রতিবেদনটি লিখেছেন শিহাব আহমেদ
তাসনিয়া ফারিণ
ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিণ কণ্ঠ দিয়েছেন বাংলা ভাষায় প্রচারিত কোরিয়ান সিরিজ ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’র জন্য। তিনি কণ্ঠ মিলিয়েছেন কোরিয়ান অভিনেত্রী জুন জি-হিউনের চরিত্রের সঙ্গে। প্রথমবার ডাবিংশিল্পী হিসেবে কাজ করা প্রসঙ্গে ফারিণ বলেন, ‘ভয়েস অ্যাক্টর হিসেবে প্রথমবার কাজ করলাম। এত দিন তো অনেক কিছুই করেছি। কিন্তু ভয়েস অ্যাক্টিংটা করা হয়নি। তাই নতুন চ্যালেঞ্জ হিসেবেই এটা করা। আমার কাছে বেশ ভালো লেগেছে।’
রওনক হাসান
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘মেহমেদ’-এ প্রথমবার কণ্ঠ অভিনেতা হিসেবে কাজ করেছেন রওনক হাসান। এই সিরিজের সুলতান মেহমেদ চরিত্রে বাংলায় কণ্ঠ মিলিয়েছেন তিনি। কঠিন মনে হলেও কাজটি উপভোগ করেছেন রওনক। তিনি বলেন, ‘ভীষণ কঠিন কাজ! এ যেন হাত-পা বেঁধে অভিনয় করা। অন্য একটি ভাষায় অন্য একজন অভিনেতার অভিনয়কে মার্চ করে আমাকে কণ্ঠ দিয়ে অভিনয় করতে হয়েছে। তবুও কাজটা করে খুব আনন্দ পেয়েছি।’
ইয়াশ রোহান
হলিউডের জনপ্রিয় দুই চরিত্র টিনটিন ও স্পাইডার চরিত্রে বাংলায় কণ্ঠ দিয়েছেন ইয়াশ রোহান। কণ্ঠাভিনয় প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, ‘ডাবিংয়ের কাজটা সহজ বিষয় নয়। তবে যাঁরা নিয়মিত এ কাজটি করেন, তাঁদের জন্য হয়তো সহজ। বিষয়টি আমার জন্য খুব উচ্ছ্বাসের এবং উপভোগ্য বটে। আমার বেশ ভালো লেগেছে।’
আবদুন নূর সজল
কোরিয়ান সিরিজ ‘লিজেন্ড অব দ্য ব্লু সি’-তে কণ্ঠ অভিনেতা হিসেবে কাজ করেছেন আবদুন নূর সজল। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি মিন-হো’র অভিনীত চরিত্রে কণ্ঠ মিলিয়েছেন তিনি। সজল বলেন, ‘দক্ষিণ কোরিয়ান এই সিরিজে লি মিন-হো’র কণ্ঠ দেওয়া নতুন এক অভিজ্ঞতা। তাঁর চরিত্রে ভয়েজ দিতে পেরে ভালোই লাগছে। আশা রাখছি, বাংলায় ডাব করা সিরিজটি সবার কাছে উপভোগ্য হবে।’ এই সিরিজের বাংলা নাম দেওয়া হয়েছে ‘জলপরী’। প্রকাশ করবে বায়স্কোপ।
জাকিয়া বারী মম
হলিউডের ভৌতিক সিনেমা ‘রেসিডেন্ট এভিল’-এর বাংলা ডাবিং ভার্সনে অ্যালিস চরিত্রে কণ্ঠ দিয়েছেন মম। এবারই প্রথম ডাবিংশিল্পী হিসেবে কাজ করলেন তিনি। নতুন এই অভিজ্ঞতায় উচ্ছ্বসিত মম। তিনি বলেন, ‘জীবনের প্রথম পেশাগত ডাব করা! এর আগে নিজের চরিত্রে ডাব করেছি। কিন্তু অন্য একটা চরিত্রে, তার মতো করে, তার আবেগ ধারণ করে, চোখের চাহনি, শরীরের ভাষা বুঝে ডাব করাটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল।’ শুধু কণ্ঠ দিলেও চরিত্রটি নিজের মধ্যে ধারণ করতে হয়েছে বলে জানান এই অভিনেত্রী। ‘রেসিডেন্ট এভিল’-এর বাংলা ডাবিং ভার্সনটি পরিচালনা করছেন খালিদ হাসান অভি। শিগগিরই এটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বায়স্কোপে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫