আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া
নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পশুখাদ্যের দাম। এতে করে আয়-ব্যয়ের হিসাব মেলাতে না পেরে গঙ্গাচড়ার খামারিরা ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তা করছেন। ইতিমধ্যে অনেকে খামার থেকে গরু বিক্রি করে দিয়েছেন।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গঙ্গাচড়ায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৬৮৫ গরুর খামার রয়েছে।
খামারিরা বলছেন, তাঁরা ভেবেছিলেন সামনের কোরবানির ঈদে গরু বিক্রি করে মোটামুটি ভালো লাভ করা যাবে। কিন্তু এখন লাভ তো দূরের কথা, উল্টো কপালে লোকসানের চিন্তার ভাঁজ পড়েছে।
কোলকোন্দ ইউনিয়নের ভাই ভাই মোড়ের খামারি জাহিদুল ইসলাম লেবু জানান, তাঁর খামারে ফ্রিজিয়ান জাতের ছয়টি গাভি ছিল। এগুলোকে খাওয়াতে প্রতি মাসে তাঁর খরচ হতো ৩৫ হাজার টাকা। অন্যদিকে দুধ বিক্রি করে প্রতি মাসে পেতেন ৪০ হাজার টাকা। গত মাসে খাওয়ানোর পেছনে খরচ হয়েছে সব মিলিয়ে ৫৫ হাজার টাকা। অর্থাৎ তিনি এক মাসে লোকসান গুনছেন ১৫ হাজার টাকার মতো। এমন অবস্থায় পড়ে তিনি গাভিগুলো বিক্রি করতে বাধ্য হয়েছেন।
কথা হয় একই এলাকার খামারি শফিকুল ইসলাম বাবলুর সঙ্গে। তিনি বলেন, ‘আমার খামারে ছোট-বড় মিলিয়ে ২১টি গরু রয়েছে। ভেবেছিলাম এবার কোরবানির ঈদে গরুগুলো বিক্রি করব, কিন্তু খাবারের দামের কারণে ঈদের আগেই বিক্রি করতে হচ্ছে।’
গজঘণ্টা ইউনিয়নের রওশানুল ইসলামের খামারে বর্তমানে সাতটি গরু রয়েছে। তিনি বলেন, ‘গত বছর করোনা মহামারির কারণে বিক্রি করতে না পারায় এবার ঈদে বিক্রি করব বলে রেখে দিয়েছিলাম। তবে খাবারের দামের কারণে কিছুদিন আগে একটি গরু এলাকায় জবাই করে বিক্রি করেছি। সেই দিন আমার একটি গরুতে লস হয়েছে ১ লাখ ২০ হাজার টাকার মতো। যে হারে খাদ্যের দাম বাড়ছে, কী করব ভেবে পাচ্ছি না।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গ্রামে যাঁরা খামারি রয়েছেন, তাঁরা বেশির ভাগই শিক্ষিত বেকার যুবক। তাঁরা চাকরির পেছনে না ছুটে গরু, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষসহ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত হয়েছেন। এখন হঠাৎ করে এভাবে যদি পশুখাদ্যের দাম বৃদ্ধির কারণে খামারগুলো বন্ধ হয়ে যায়, তাহলে গ্রামে বেকারত্বের সংখ্যা বাড়বে। সরকারের উচিত খামারিদের পশুখাদ্যের ওপর ভর্তুকি দেওয়া।
গতকাল মঙ্গলবার উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন ধরনের পশুখাদ্যের দাম দুই থেকে তিন গুণ বেড়েছে।
গঙ্গাচড়া বাজারের ব্যবসায়ী মিন্টু মিয়া জানান, তাঁরা কিছুদিন আগে যে ফিডের বস্তা ৭০০ টাকায় বিক্রি করেছেন তা এখন ২ হাজার ১০০ টাকায় দাঁড়িয়েছে। এ ছাড়া প্রতি বস্তা ভুসির দাম ১ হাজার ১০০ থেকে ২ হাজার ১০০ টাকা, খুদ ৭০০ থেকে ১ হাজার টাকা ও ধানের কুঁড়া ৩০০ থেকে ৭০০ টাকায় পৌঁছেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জোবাইদুল কবীর বলেন, ‘আমরা খামারিদের পরামর্শ দিচ্ছি, যাতে তাঁরা দানাদার খাবার না খাইয়ে গরুকে উন্নত জাতের ঘাস চাষ এবং সাইলেস তৈরি করে খাওয়ায়। তাহলে গরু পালনে অনেক খরচ কমে আসবে, তাঁরা লাভবান হবেন।’
নিত্যপ্রয়োজনীয় পণ্য মূল্যের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পশুখাদ্যের দাম। এতে করে আয়-ব্যয়ের হিসাব মেলাতে না পেরে গঙ্গাচড়ার খামারিরা ব্যবসা গুটিয়ে নেওয়ার চিন্তা করছেন। ইতিমধ্যে অনেকে খামার থেকে গরু বিক্রি করে দিয়েছেন।
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গঙ্গাচড়ায় ছোট-বড় মিলিয়ে প্রায় ৬৮৫ গরুর খামার রয়েছে।
খামারিরা বলছেন, তাঁরা ভেবেছিলেন সামনের কোরবানির ঈদে গরু বিক্রি করে মোটামুটি ভালো লাভ করা যাবে। কিন্তু এখন লাভ তো দূরের কথা, উল্টো কপালে লোকসানের চিন্তার ভাঁজ পড়েছে।
কোলকোন্দ ইউনিয়নের ভাই ভাই মোড়ের খামারি জাহিদুল ইসলাম লেবু জানান, তাঁর খামারে ফ্রিজিয়ান জাতের ছয়টি গাভি ছিল। এগুলোকে খাওয়াতে প্রতি মাসে তাঁর খরচ হতো ৩৫ হাজার টাকা। অন্যদিকে দুধ বিক্রি করে প্রতি মাসে পেতেন ৪০ হাজার টাকা। গত মাসে খাওয়ানোর পেছনে খরচ হয়েছে সব মিলিয়ে ৫৫ হাজার টাকা। অর্থাৎ তিনি এক মাসে লোকসান গুনছেন ১৫ হাজার টাকার মতো। এমন অবস্থায় পড়ে তিনি গাভিগুলো বিক্রি করতে বাধ্য হয়েছেন।
কথা হয় একই এলাকার খামারি শফিকুল ইসলাম বাবলুর সঙ্গে। তিনি বলেন, ‘আমার খামারে ছোট-বড় মিলিয়ে ২১টি গরু রয়েছে। ভেবেছিলাম এবার কোরবানির ঈদে গরুগুলো বিক্রি করব, কিন্তু খাবারের দামের কারণে ঈদের আগেই বিক্রি করতে হচ্ছে।’
গজঘণ্টা ইউনিয়নের রওশানুল ইসলামের খামারে বর্তমানে সাতটি গরু রয়েছে। তিনি বলেন, ‘গত বছর করোনা মহামারির কারণে বিক্রি করতে না পারায় এবার ঈদে বিক্রি করব বলে রেখে দিয়েছিলাম। তবে খাবারের দামের কারণে কিছুদিন আগে একটি গরু এলাকায় জবাই করে বিক্রি করেছি। সেই দিন আমার একটি গরুতে লস হয়েছে ১ লাখ ২০ হাজার টাকার মতো। যে হারে খাদ্যের দাম বাড়ছে, কী করব ভেবে পাচ্ছি না।’
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গ্রামে যাঁরা খামারি রয়েছেন, তাঁরা বেশির ভাগই শিক্ষিত বেকার যুবক। তাঁরা চাকরির পেছনে না ছুটে গরু, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষসহ বিভিন্ন পেশার সঙ্গে জড়িত হয়েছেন। এখন হঠাৎ করে এভাবে যদি পশুখাদ্যের দাম বৃদ্ধির কারণে খামারগুলো বন্ধ হয়ে যায়, তাহলে গ্রামে বেকারত্বের সংখ্যা বাড়বে। সরকারের উচিত খামারিদের পশুখাদ্যের ওপর ভর্তুকি দেওয়া।
গতকাল মঙ্গলবার উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বিভিন্ন ধরনের পশুখাদ্যের দাম দুই থেকে তিন গুণ বেড়েছে।
গঙ্গাচড়া বাজারের ব্যবসায়ী মিন্টু মিয়া জানান, তাঁরা কিছুদিন আগে যে ফিডের বস্তা ৭০০ টাকায় বিক্রি করেছেন তা এখন ২ হাজার ১০০ টাকায় দাঁড়িয়েছে। এ ছাড়া প্রতি বস্তা ভুসির দাম ১ হাজার ১০০ থেকে ২ হাজার ১০০ টাকা, খুদ ৭০০ থেকে ১ হাজার টাকা ও ধানের কুঁড়া ৩০০ থেকে ৭০০ টাকায় পৌঁছেছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জোবাইদুল কবীর বলেন, ‘আমরা খামারিদের পরামর্শ দিচ্ছি, যাতে তাঁরা দানাদার খাবার না খাইয়ে গরুকে উন্নত জাতের ঘাস চাষ এবং সাইলেস তৈরি করে খাওয়ায়। তাহলে গরু পালনে অনেক খরচ কমে আসবে, তাঁরা লাভবান হবেন।’
সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে’ বইয়ের হরফুন মৌলা বা সকল কাজের কাজী আবদুর রহমানের বলা একটি বাক্য—‘ইনহাস্ত ওয়াতানাম’—‘এই আমার জন্মভূমি’। সে কথা বলার সময় আফগানি আবদুর রহমানের চোখেমুখে যে অম্লান দ্যুতি ছড়িয়ে পড়েছিল, সে কথা দিব্যি অনুভব করে নেওয়া যায়...
১৭ ঘণ্টা আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৮ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪