Ajker Patrika

‘নেতা-কর্মীদের আরও সংগঠিত হতে হবে’

চুয়াডাঙ্গা প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৬: ২৬
‘নেতা-কর্মীদের আরও সংগঠিত হতে হবে’

চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আসাদুল হক বিশ্বাস বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন পূরণে নিরন্তর কাজ করে চলেছেন। বাংলাদেশের এই উন্নয়ন ধরে রাখতে হলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে। এ জন্য দলীয় নেতা-কর্মীদের আরও বেশি সুসংগঠিত করতে হবে।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা উপলক্ষে শনিবার সন্ধ্যায় প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চুয়াডাঙ্গা কলেজ রোডের বিশ্বাস টাওয়ারে এ সভা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক, সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম শফি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত