Ajker Patrika

হাতিয়ায় মাদকসহ গ্রেপ্তার ১

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৯: ২৮
হাতিয়ায় মাদকসহ গ্রেপ্তার ১

নোয়াখালীর হাতিয়ায় ৩৮টি ইয়াবাসহ মো. আলী আশরাফ (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। গত শুক্রবার রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষীদিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। তিনি ওই গ্রামের বাসিন্দা।

কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম ইফতেখারুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান কোস্টগার্ডের একটি দল অভিযান পরিচালনা করে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লেঙ্গার বাজার এলাকা থেকে আশরাফকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ৩৮ ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায়। রাতে তাঁকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়। তাঁর বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করে।

এ ব্যাপারে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার আশরাফের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত