Ajker Patrika

রাস্তা সংস্কারে অনিয়ম বাধার মুখে কাজ বন্ধ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
রাস্তা সংস্কারে অনিয়ম বাধার মুখে কাজ বন্ধ

নীলফামারীর ডিমলায় আঞ্চলিক সড়ক প্রশস্তকরণ ও মেরামতকাজে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সংস্কারকাজের প্রথম অংশে মাটিকাটা শেষ করে প্রথম স্তরে ইট বসাতে বালু দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। অত্যন্ত নিম্নমানের ইট দেওয়ার ফলে কাজ শেষ হওয়ার আগেই সামান্য বৃষ্টিতে সড়ক দেবে ও ধসে যাচ্ছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার জমদ্দিস চৌপথি থেকে ভাটিয়ার চৌপথি পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক সংস্কারে ১ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজ বাস্তবায়নের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান রেজু রওনক এন্টারপ্রাইজ। মেয়াদ গত ৩০ জুন শেষ হলেও এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে ৩০ শতাংশ কাজ।

এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই সড়কে এখানে ইট বসানোর কাজ শেষ না হতেই একাধিক স্থানে দেবে গেছে। এ জন্য তাঁরা গত রোববার বিকেলে কাজ বন্ধ করে দিয়েছেন।

শুকান দিঘি এলাকার রথিনাথ বলেন, ‘সড়কের পাশে পুকুর ধারে নিম্নমানের ইট দিয়ে সুরক্ষা দেয়াল নির্মাণ করা হচ্ছে। প্রতিবাদ করলে ঠিকাদারের লোকজন গালিগালাজ করে হুমকি দেন।’

তবে কাজ দেখভালের দায়িত্বে থাকা ঠিকাদারের ছোট ভাই আবদুল্লাহ বলেন, ‘ইটভাটা আমাদের না জানিয়ে এসব নিম্নমানের ইট পাঠিয়েছে। আমরা কাজ বন্ধ করে দিয়েছি। ভালো ইট এনে তারপর কাজ শুরু করব।’

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম বলেন, ‘নিম্নমানের ইট সরিয়ে নিতে ঠিকাদারকে নির্দেশনা দিয়েছি। সড়কের কাজ এখনো শেষ হয়নি। বৃষ্টির পানি একদিকে প্রবাহিত হওয়ায় সড়কের কিছু জায়গায় মাটি সরে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ধসে যাওয়া ও দেবে যাওয়া অংশ পুনরায় ভরাট করে কাজ করবে। রাস্তার কাজ মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত