Ajker Patrika

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১৭: ৫০
অভিযুক্ত প্রমোদ ঝা। ছবি: সংগৃহীত
অভিযুক্ত প্রমোদ ঝা। ছবি: সংগৃহীত

বিচ্ছেদের ১০ বছর সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়িটি উদ্ধার করেছে ভারতের পুলিশ। আনুমানিক ৫৫ বছর বয়সী প্রমোদ ঝাকে ধরতে অভিযান চলছে। এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, গতকাল বুধবার রাত আনুমানিক ১২টার দিকে দক্ষিণ দিল্লির নেব সরাই এলাকায় ঘটনাটি ঘটে।

ঘটনার কয়েক ঘণ্টা পর প্রতিবেশীরা কিরণের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। ভোর ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।

সিসিটিভি ফুটেজের দৃশ্য তুলে ধরে এক কর্মকর্তা বলেন, রাত ১২টা ৫০ মিনিট নাগাদ প্রমোদ ঝাকে কিরণের বাসা থেকে বের হতে দেখা যায়। মনে হচ্ছিল যে, সে অপরাধ করে পালাচ্ছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বিহারের বাসিন্দা প্রমোদের স্ত্রী পেশায় স্বাস্থ্যকর্মী ছিলেন। ১০ বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়। তখন থেকে তাঁরা আলাদা থাকতেন। গত ১ আগস্ট বিহারের মুঙ্গেরের জামালপুরের চিড়িয়াবাদ গ্রাম থেকে দিল্লিতে আসেন প্রমোদ।

পুলিশ জানায়, ছেলে দুর্গেশ ঝা, পুত্রবধূ কমল ঝা এবং নাতনির সঙ্গে নিয়ে কিরণ দিল্লিতে থাকতেন। বিহারের দ্বারভাঙ্গায় একটি মাইক্রো ফাইন্যান্স কোম্পানিতে কাজ করেন দুর্গেশ। খুনের সময় তিনি দিল্লিতে ছিলেন না।

ফরেনসিক বিশেষজ্ঞদের দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে বেশ কয়েকটি দলে বিভক্ত হয়ে পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের রেলওয়ে ও বাস স্টেশনগুলোতে ছড়িয়ে দেওয়া হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘হত্যার পেছনের উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। বিস্তারিত জানতে তদন্ত চলছে।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত