Ajker Patrika

বগুড়ায় প্রেম নিয়ে দ্বন্দ্বে খুন মিরাজ

বগুড়া প্রতিনিধি
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ১০
বগুড়ায় প্রেম নিয়ে দ্বন্দ্বে খুন মিরাজ

বগুড়ায় ত্রিভুজ প্রেমের কারণে গত মঙ্গলবার বিকেলে ছুরিকাঘাতে প্রাণ যায় মিরাজের (২০)। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে মঙ্গলবার রাতে সদর ও সোনাতলা উপজেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি জব্দ করা হয়।

গ্রেপ্তার তিনজনের মধ্যে একজন ১৬ বছর বয়সী কিশোর। সে সোনাতলার বাসিন্দা। তার সঙ্গেই মিরাজের প্রেমবিষয়ক দ্বন্দ্ব ছিল। তাকে গ্রেপ্তারের সময় একটি রক্তমাখা জ্যাকেটও জব্দ করা হয়। হত্যাকাণ্ডের সময় এই জ্যাকেট পরে ছিল ওই কিশোর।

বাকি দুজন হলেন তারেক রহমান (১৮) এবং মিঠুন (২৮)। তারেক সোনাতলার নওদাবগা বুড়িতলা গ্রামের এবং মিঠুন সদর উপজেলার চকদুর্গা এলাকার বাসিন্দা।

মিরাজ ও তাঁর সহযোগী নাজমুল মঙ্গলবার বিকেলে শহরের সূত্রাপুর এলাকার অ্যাডওয়ার্ড (পৌর) পার্কের ভেতর ছুরিকাঘাতের শিকার হন। নাজমুল প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছেন।

পেশায় অটোরিকশা মেকানিক মিরাজ সদরের বৃন্দাবনপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি শহরের দুই নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ছিলেন।

মিরাজের ভাই আতাউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার রাতে সদর থানায় মামলা করেন। এতে তিন থেকে চারজনকে অজ্ঞাত আসামি করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মিরাজ ও ওই কিশোরের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। বিষয়টি মীমাংসার জন্য কিশোরের কথা অনুযায়ী মিরাজ তাঁর সহযোগী নাজমুলকে নিয়ে অ্যাডওয়ার্ড পার্কে যান। সেখানে একপর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় কিশোরের সহযোগী মিঠুন ছুরি দিয়ে মিরাজ ও নাজমুলকে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে গেলে চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন। তাঁর পাঁজরে দুটি ছুরিকাঘাত করা হয়।

এসপি সুদীপ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ ঘটনায় অন্য কোনো কারণ আছে কি না তা জানতে আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত