Ajker Patrika

বোরো চাষে লাভের আশা

বাবুগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১১: ৫৬
বোরো চাষে লাভের আশা

বাবুগঞ্জ উপজেলায় বিস্তীর্ণ জমিতে বোরো ধানের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে ফসল ঘরে তুলে লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন কৃষক।

সরকারি সহযোগিতায় মাঠে মাঠে বোরো ব্লক তৈরি করে ধান চাষ হয়েছে উপজেলায়। তা ছাড়া কৃষকদের প্রচেষ্টায় বিভিন্ন এলাকায় ব্লকে বোরো ধানের আবাদ লক্ষণীয়ভাবে বেড়েছে।

বাবুগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর কৃষকেরা ২ হাজার হেক্টর জমিতে বোরো ধান আবাদ করেছেন।

চলতি বোরো মৌসুমে উপজেলার ৬টি ইউনিয়নে লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ৩ ০০ হেক্টরে কিন্তু আবাদ হয়েছে ৩ হাজার ২০১ হেক্টর জমিতে।

এবার বাবুগঞ্জ উপজেলায় বোরো ধানের ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৯৩০ মেট্রিক টন। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে দেহেরগতি গ্রামের কৃষক শাহজাহান জানান, ধান গাছে সময়মতো পানি পাওয়ায় এখন গাছ সবুজ হয়ে উঠেছে। কোনো কোনো খেতে ধানের শিষ বের হয়েছে। বড় ঝড় বা শিলা বৃষ্টি না হলে বোরো ধানের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।

বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, ৩ হাজার ৬০০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ এবং ৭০০ কৃষককে সার ও বীজ দেওয়া হয়েছে। বেশি ফলনের জন্য পরিমিত সার ব্যবহার, পানি সেচ এবং সার্বিক পরিচর্যায় কৃষকদের সচেষ্ট হতে পরামর্শ দিয়ে আসছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত