পোলট্রির বর্জ্যে দূষিত হচ্ছে খালের পানি। ইতিমধ্যে দুর্গন্ধে নষ্ট হয়ে গেছে এলাকার পরিবেশ। নষ্ট হয়ে গেছে অর্ধশত বিঘা জমির উর্বরতা শক্তি। খালের পানি দূষণের কারণে বন্ধ হয়ে গেছে ৬০০ বিঘা জমিতে বোরো ধান চাষ। এমন অভিযোগ উঠেছে প্যারাগন পোলট্রি ফার্মের বিরুদ্ধে।
পরিবেশদূষণের এমন ভয়াবহ ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের বাউনী গ্রামে। গতকাল শনিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদল সরেজমিনে এলাকাবাসীর অভিযোগের তদন্ত করে। বারবার এলাকাবাসীর অভিযোগের তদন্ত করা হলেও অজ্ঞাত কারণে নেওয়া হয় না ব্যবস্থা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফার্মের দূষিত পানি ও বিষাক্ত বর্জ্য কোনো প্রকার পরিশোধন না করেই ফেলা হচ্ছে খালে। ফলে পারুলী নদীর শাখা বাউনী গ্রামের শেড়ার খালের পানি সম্পূর্ণভাবে দূষিত হয়ে গেছে। মরে গেছে খালের মাছ, পোকামাকড় ও জলজ প্রাণী।
৮-১০ বছর আগে মুরগি পালনের নাম করে ওই ফার্মের যাত্রা শুরু হয়। ক্রমেই এলাকাবাসীর কাছে কর্তৃপক্ষের আসল রূপ প্রকাশিত হতে থাকে। ফার্মের আকার সম্প্রসারণ করে শুরু করা হয় মৃত মুরগি পোড়ানো ও মুরগির বর্জ্য থেকে জৈব সার উৎপাদন। মুরগি পোড়ানোর জন্য ব্যবহার করা হয় না কোনো চিমনি। এলাকাবাসীর অভিযোগ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে উন্মুক্তভাবে মুরগি পোড়ানোর কারণে দূষিত ধোঁয়া ও দুর্গন্ধে আশপাশের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
স্থানীয় কৃষক আব্দুল হালিম জানান, ফার্মের বর্জ্য ও দূষিত পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেন নেই। দূষিত পানি ধানের জমির ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে প্রায় অর্ধশত বিঘা জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে। এসব জমিতে ধান রোপণ করলে শুধু ধানের গাছ হয়। ধানের শিষ বের হলেও তাতে কোনো চাল হয় না।
ভুক্তভোগী কৃষক হেলাল জানান, দীর্ঘ দিন ধরে এ ফার্মের দূষণের শিকার হচ্ছেন তাঁরা। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো প্রতিকার হয়নি। ফার্মের বর্জ্য ও দূষিত পানি ফেলা হয় শেড়ার খালে। খালের পানিতে সেচ দিয়ে বাউনী, চাওবন, ডুয়াইবাড়ি গ্রামের কৃষকেরা প্রায় ৬০০ বিঘা জমিতে বোরো ধান চাষ করতেন। খালের পানি দূষিত হয়ে যাওয়ায় এখন ওই জমিতে ধান চাষ বন্ধ রয়েছে।
স্থানীয়রা আরও জানান, দূষণের কারণে ওই খালের পানি কোনো পশু-পাখি পান করে না। ভুলে কোনো গরু-ছাগল খালের পানি পান করলে অসুস্থ হয়ে পড়ে।
এ বিষয়ে প্যারাগন পোলট্রি এগ্রো ফার্মের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান এলাকাবাসীর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ফার্মের বর্জ্য ও পানি সরাসরি খালে ফেলা হয় না। ফার্মের ভেতরে পুকুর রয়েছে। ওই পুকুরে পানি ফেলা হয়। কিছু পানি লিকেজ দিয়ে বের হয়ে খালে পড়ে। পানিতে নিয়মিত ওষুধ ও চুন দেওয়া হয়। জৈবসার উৎপাদনের কারণে কিছু গন্ধ হয়। আধুনিক উন্নত প্রযুক্তি ব্যবহার করে এ সমস্যার সমাধান করা হবে।’
গত শনিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের উপপরিচালক সৈয়দ আহামদ কবিরের নেতৃত্বে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মমিন ভূঁইয়াসহ কর্মকর্তারা সরেজমিনে এলাকাবাসীর অভিযোগ তদন্ত করেন।
তদন্ত শেষে উপপরিচালক সৈয়দ আহামদ কবির জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করা হয়েছে। কিছু অসংগতি রয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।
পোলট্রির বর্জ্যে দূষিত হচ্ছে খালের পানি। ইতিমধ্যে দুর্গন্ধে নষ্ট হয়ে গেছে এলাকার পরিবেশ। নষ্ট হয়ে গেছে অর্ধশত বিঘা জমির উর্বরতা শক্তি। খালের পানি দূষণের কারণে বন্ধ হয়ে গেছে ৬০০ বিঘা জমিতে বোরো ধান চাষ। এমন অভিযোগ উঠেছে প্যারাগন পোলট্রি ফার্মের বিরুদ্ধে।
পরিবেশদূষণের এমন ভয়াবহ ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের বাউনী গ্রামে। গতকাল শনিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিদল সরেজমিনে এলাকাবাসীর অভিযোগের তদন্ত করে। বারবার এলাকাবাসীর অভিযোগের তদন্ত করা হলেও অজ্ঞাত কারণে নেওয়া হয় না ব্যবস্থা। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন এলাকার মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফার্মের দূষিত পানি ও বিষাক্ত বর্জ্য কোনো প্রকার পরিশোধন না করেই ফেলা হচ্ছে খালে। ফলে পারুলী নদীর শাখা বাউনী গ্রামের শেড়ার খালের পানি সম্পূর্ণভাবে দূষিত হয়ে গেছে। মরে গেছে খালের মাছ, পোকামাকড় ও জলজ প্রাণী।
৮-১০ বছর আগে মুরগি পালনের নাম করে ওই ফার্মের যাত্রা শুরু হয়। ক্রমেই এলাকাবাসীর কাছে কর্তৃপক্ষের আসল রূপ প্রকাশিত হতে থাকে। ফার্মের আকার সম্প্রসারণ করে শুরু করা হয় মৃত মুরগি পোড়ানো ও মুরগির বর্জ্য থেকে জৈব সার উৎপাদন। মুরগি পোড়ানোর জন্য ব্যবহার করা হয় না কোনো চিমনি। এলাকাবাসীর অভিযোগ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে উন্মুক্তভাবে মুরগি পোড়ানোর কারণে দূষিত ধোঁয়া ও দুর্গন্ধে আশপাশের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।
স্থানীয় কৃষক আব্দুল হালিম জানান, ফার্মের বর্জ্য ও দূষিত পানি নিষ্কাশনের জন্য কোনো ড্রেন নেই। দূষিত পানি ধানের জমির ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে প্রায় অর্ধশত বিঘা জমির উর্বরতা নষ্ট হয়ে গেছে। এসব জমিতে ধান রোপণ করলে শুধু ধানের গাছ হয়। ধানের শিষ বের হলেও তাতে কোনো চাল হয় না।
ভুক্তভোগী কৃষক হেলাল জানান, দীর্ঘ দিন ধরে এ ফার্মের দূষণের শিকার হচ্ছেন তাঁরা। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো প্রতিকার হয়নি। ফার্মের বর্জ্য ও দূষিত পানি ফেলা হয় শেড়ার খালে। খালের পানিতে সেচ দিয়ে বাউনী, চাওবন, ডুয়াইবাড়ি গ্রামের কৃষকেরা প্রায় ৬০০ বিঘা জমিতে বোরো ধান চাষ করতেন। খালের পানি দূষিত হয়ে যাওয়ায় এখন ওই জমিতে ধান চাষ বন্ধ রয়েছে।
স্থানীয়রা আরও জানান, দূষণের কারণে ওই খালের পানি কোনো পশু-পাখি পান করে না। ভুলে কোনো গরু-ছাগল খালের পানি পান করলে অসুস্থ হয়ে পড়ে।
এ বিষয়ে প্যারাগন পোলট্রি এগ্রো ফার্মের ব্যবস্থাপক মো. আসাদুজ্জামান এলাকাবাসীর অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ফার্মের বর্জ্য ও পানি সরাসরি খালে ফেলা হয় না। ফার্মের ভেতরে পুকুর রয়েছে। ওই পুকুরে পানি ফেলা হয়। কিছু পানি লিকেজ দিয়ে বের হয়ে খালে পড়ে। পানিতে নিয়মিত ওষুধ ও চুন দেওয়া হয়। জৈবসার উৎপাদনের কারণে কিছু গন্ধ হয়। আধুনিক উন্নত প্রযুক্তি ব্যবহার করে এ সমস্যার সমাধান করা হবে।’
গত শনিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের উপপরিচালক সৈয়দ আহামদ কবিরের নেতৃত্বে গাজীপুর পরিবেশ অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মমিন ভূঁইয়াসহ কর্মকর্তারা সরেজমিনে এলাকাবাসীর অভিযোগ তদন্ত করেন।
তদন্ত শেষে উপপরিচালক সৈয়দ আহামদ কবির জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করা হয়েছে। কিছু অসংগতি রয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫