Ajker Patrika

পৌরসভার সড়কে খানাখন্দ, ভোগান্তি

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৩৮
পৌরসভার সড়কে খানাখন্দ, ভোগান্তি

স্বরূপকাঠি পৌরসভার কয়েক কিলোমিটার সড়কের অবস্থা চরম বেহাল। খানাখন্দে একাকার হয়ে গেছে রাস্তাগুলো। সামান্য বৃষ্টিতেও হেঁটে চলাচল করা যায় না রাস্তাগুলো দিয়ে।

খানাখন্দে জমে থাকা পানি–কাদায় পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। যদিও পৌরসভা কর্তৃপক্ষ বেশ কিছু সড়কের কাজ করেছে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

বেহাল সড়কগুলো হলো–ভূইয়াবাড়ী স্ট্যান্ড সড়ক, খোদ পৌরসভার সামনের রাস্তা, ৭ নম্বর ওয়ার্ডের থানা সড়ক, ৩ নম্বর ওয়ার্ডের মাটিয়া মসজিদের রাস্তা থেকে আমির হাজী বাড়ি সড়ক।

এসব সড়কে যানবাহন নিয়ে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে থানা সড়ক ও ভূইয়াবাড়ী স্ট্যান্ড সড়কে হেঁটেও চলাচল করা যায় না। এসব রাস্তায় বৃষ্টির পানি খানাখন্দের মধ্যে জমে থাকছে। এসব রাস্তায় যানবাহনে চড়লে ঝাঁকুনিতে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যেতে পারে।

নেছারাবাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসেন জানান, পৌরসভার ভেতরের রাস্তাগুলো একটু ভেঙে গেছে। কোনো কোনো জায়গায় পানি জমায় মানুষের একটু সমস্যা হচ্ছে। তবে এসব রাস্তার একটি সড়ক বিভাগের। এ ব্যাপারে সড়ক বিভাগের সঙ্গে কথা বলা হয়েছে।

স্বরূপকাঠির পৌরমেয়র গোলাম কবির বলেন, ‘সবগুলো রাস্তা সড়ক ও জনপথ বিভাগের। রাস্তাগুলো মেরামতের জন্য বারবার সড়ক বিভাগে তাগাদা দিয়ে যাচ্ছি। আমি এ ব্যাপারে জেলা সমন্বয় সভায় কথাও বলেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত