চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে শব্দ দূষণ কমাতে একজন প্রার্থী প্রচার মাইক বন্ধ এবং অন্যজন প্রচারণা সীমিত করার ঘোষণা দিয়েছেন। উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদ (ইউপি) স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব ও কাকারার মোহাম্মদ ইসমত-ই ইলাহী এই ঘোষণা দেন।
প্রচার মাইক বন্ধ ও প্রচারণার সময় কমানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ভোটাররা। অনেকে ফেসবুকে এই উদ্যোগের প্রশংসা করেছেন। তৃতীয় ধাপে চকরিয়া উপজেলায় ১০ ইউপিতে নির্বাচন হবে আগামী ২৮ নভেম্বর।
সাহারবিলের ভোটার মো. শাহজাহান বাপ্পু বলেন, ‘এসএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের পড়াশোনার স্বার্থে মাইক ব্যবহার না করাই, এই উদ্যোগকে স্বাগত জানাই আমরা। এটি ভালো উদ্যোগ। মাইক বাজিয়ে প্রচারণা চালানো এমনিই অস্বস্তিকর। পরীক্ষার্থীদের শব্দ দূষণ থেকে রক্ষা করে তিনি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
কাকারার বাসিন্দা আকতার মারুফ বলেন, এসএসসি পরীক্ষা তাই প্রার্থী প্রচারণায় মাইক বন্ধ রেখেছে। এতে পরীক্ষার্থী ও অভিভাবকেরা খুশি।
মোহাম্মদ ইসমত-ই ইলাহী বলেন, ‘করোনার কারণে শিক্ষার্থীরা অনেকটা মনে ভীতি নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রচার মাইক বাজানোর ফলে শব্দ দূষণের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। তাই চলমান এসএসসি পরীক্ষা পর্যন্ত আমি অন্তত প্রচার মাইক বাজিয়ে প্রচারণা চালাব না। তবে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পোস্টার টাঙানোর কার্যক্রম চলমান রয়েছে।’
অপর প্রার্থী আবু তৈয়ব বলেন, ‘এখন এসএসসি পরীক্ষা চলছে। আমরা যাঁরা ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছি, সবাই উচ্চস্বরে মাইক বাজিয়ে প্রচারণা চালাচ্ছি। নির্বাচনী বিধিমতে বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার চালানোর বিধান রয়েছে। নির্বাচন যেহেতু উৎসবমুখর পরিবেশে হয়, সেহেতু সবাই উচ্চস্বরে আনন্দ-উল্লাস করে প্রচারণা চালায়। আমি মনে করেছি, এসএসসি পরীক্ষার সময় প্রচারণায় দুই ঘণ্টা সময় কমিয়ে প্রচারণা চালাব। অন্য প্রার্থীদেরও এই উদ্যোগ নেওয়ার অনুরোধ করছি।’
কক্সবাজারের চকরিয়ায় চলমান এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা উপলক্ষে শব্দ দূষণ কমাতে একজন প্রার্থী প্রচার মাইক বন্ধ এবং অন্যজন প্রচারণা সীমিত করার ঘোষণা দিয়েছেন। উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদ (ইউপি) স্বতন্ত্র প্রার্থী আবু তৈয়ব ও কাকারার মোহাম্মদ ইসমত-ই ইলাহী এই ঘোষণা দেন।
প্রচার মাইক বন্ধ ও প্রচারণার সময় কমানোর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ভোটাররা। অনেকে ফেসবুকে এই উদ্যোগের প্রশংসা করেছেন। তৃতীয় ধাপে চকরিয়া উপজেলায় ১০ ইউপিতে নির্বাচন হবে আগামী ২৮ নভেম্বর।
সাহারবিলের ভোটার মো. শাহজাহান বাপ্পু বলেন, ‘এসএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থীদের পড়াশোনার স্বার্থে মাইক ব্যবহার না করাই, এই উদ্যোগকে স্বাগত জানাই আমরা। এটি ভালো উদ্যোগ। মাইক বাজিয়ে প্রচারণা চালানো এমনিই অস্বস্তিকর। পরীক্ষার্থীদের শব্দ দূষণ থেকে রক্ষা করে তিনি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।’
কাকারার বাসিন্দা আকতার মারুফ বলেন, এসএসসি পরীক্ষা তাই প্রার্থী প্রচারণায় মাইক বন্ধ রেখেছে। এতে পরীক্ষার্থী ও অভিভাবকেরা খুশি।
মোহাম্মদ ইসমত-ই ইলাহী বলেন, ‘করোনার কারণে শিক্ষার্থীরা অনেকটা মনে ভীতি নিয়ে পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রচার মাইক বাজানোর ফলে শব্দ দূষণের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। তাই চলমান এসএসসি পরীক্ষা পর্যন্ত আমি অন্তত প্রচার মাইক বাজিয়ে প্রচারণা চালাব না। তবে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পোস্টার টাঙানোর কার্যক্রম চলমান রয়েছে।’
অপর প্রার্থী আবু তৈয়ব বলেন, ‘এখন এসএসসি পরীক্ষা চলছে। আমরা যাঁরা ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছি, সবাই উচ্চস্বরে মাইক বাজিয়ে প্রচারণা চালাচ্ছি। নির্বাচনী বিধিমতে বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার চালানোর বিধান রয়েছে। নির্বাচন যেহেতু উৎসবমুখর পরিবেশে হয়, সেহেতু সবাই উচ্চস্বরে আনন্দ-উল্লাস করে প্রচারণা চালায়। আমি মনে করেছি, এসএসসি পরীক্ষার সময় প্রচারণায় দুই ঘণ্টা সময় কমিয়ে প্রচারণা চালাব। অন্য প্রার্থীদেরও এই উদ্যোগ নেওয়ার অনুরোধ করছি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫