Ajker Patrika

ত্রাণ নিয়ে ভাসানচরে জাতিসংঘ প্রতিনিধিদল

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৪: ২৮
ত্রাণ নিয়ে ভাসানচরে  জাতিসংঘ প্রতিনিধিদল

রোহিঙ্গাদের মানবিক সহায়তার অংশ হিসেবে দ্বিতীয় ধাপের ত্রাণ নিয়ে ভাসানচর পৌঁছেছে জাতিসংঘ প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁরা নৌ-বাহিনীর একটি জাহাজযোগে ভাসানচর পৌঁছায়। এর আগে সকালে ত্রাণের মালামাল নিয়ে তাঁরা চট্টগ্রাম থেকে রওনা দেন।

জানা যায়, গত ১৭ নভেম্বর প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) রোহিঙ্গাদের জন্য ভাসানচরে দুটি জাহাজভর্তি ত্রাণ পাঠান।

এদিকে শুরুতে রোহিঙ্গাদের কক্সবাজার থেকে স্থানান্তরের বিরোধিতা করেছিল জাতিসংঘ। সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিনিধি দল ভাসানচর ঘুরে গিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। পরে তাঁরা ভাসানচরে অবস্থান করা রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার ব্যাপারে সম্মতির কথা জানান। সে মোতাবেক গত ৯ অক্টোবর বাংলাদেশ সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও করে ইউএনএইচসিআর।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গতকাল বিকেলে জাতিসংঘ প্রতিনিধিদলসহ জাহাজটি ভাসানচর পৌঁছায়। প্রতিনিধি দলের সঙ্গে জাতিসংঘের উচ্চপদস্থ ১৩ জন কর্মকর্তা ছিলেন। এ ত্রাণসামগ্রীর মধ্যে নন ফুড আইটেম বেশি ছিল। এর মধ্যে শিশুদের খেলনা, গৃহস্থালিতে ব্যবহারের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। রাতে এই সব মালামাল ভাসানচরে ওয়্যারহাউসে রাখা হবে বলে তিনি জানান।

কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দৌজা বলেন, স্বেচ্ছায় ভাসানচরে আসতে ইচ্ছুক এমন রোহিঙ্গাদের নিয়ে গত বছরের ৪ ডিসেম্বর আনুষ্ঠানিক হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। বর্তমানে ভাসানচরে ১৮ হাজার ৭২৬ জন রোহিঙ্গা অবস্থান করছেন।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সেলিম হোসেন বলেন, সরকারের নিজস্ব অর্থায়নে ইতিমধ্যে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে ভাসানচরে ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে। যেখানে এক লাখের বেশি মানুষের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত