Ajker Patrika

মেট্রোরেলের ৭৪ ভাগ কাজ শেষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৪: ০২
মেট্রোরেলের ৭৪ ভাগ কাজ শেষ

চলতি বছরেই দেশের প্রথম মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রী পরিবহনের জন্য চালু করবে সরকার। ফলে প্রকল্পের কাজ চলছে পুরোদমে। গত বছরের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৭৪ দশমিক ৪ শতাংশ। প্রকল্পের আর মাত্র ২৬ শতাংশ কাজ বাকি আছে। গতকাল শুক্রবার মেট্রোরেলের প্রকল্পের মাসিক অগ্রগতির প্রতিবেদন থেকে এমনটি জানা গেছে।

অগ্রগতির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম উড়াল মেট্রোরেলের ২০ দশমিক ১০ কিলোমিটার ভায়াডাক্টের (উড়ালপথ) মধ্যে ১৯ দশমিক ৭০ কিলোমিটার ভায়াডাক্ট নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মোট ১৬টি মেট্রোরেল স্টেশনের মধ্যে ১২টি মেট্রোরেল স্টেশনের কনকোর্স ছাদ ও প্ল্যাটফর্ম নির্মাণকাজ শেষ হয়েছে। এদিকে ২৪ সেট মেট্রো ট্রেনের মধ্যে ১০ সেট মেট্রো ট্রেন দেশে এসেছে। গত বছরের ১২ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখা হয়েছে।

এদিকে পুরা প্রকল্পের কাজে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক ৭৩ কিলোমিটার অংশে। এ অংশে ৯০ দশমিক শূন্য ৮ শতাংশ কাজ শেষ হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, নির্দিষ্ট সময়ে প্রকল্পের কাজ শেষ করা হবে। করোনায় স্বাস্থ্যবিধি মেনেই প্রকল্পের কাজ হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত