Ajker Patrika

চট্টগ্রামে অবশেষে আত্মবিশ্বাসের জ্বালানি পেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
চট্টগ্রামে অবশেষে আত্মবিশ্বাসের জ্বালানি পেয়েছে বাংলাদেশ

এক বছর পর ওয়ানডেতে ৪ উইকেট পেলেন শরিফুল ইসলাম। প্রথম দুই ওয়ানডেতে একাদশে জায়গা না পাওয়া এই বাঁহাতি পেসারের দুর্দান্ত বোলিংয়েই গতকাল আফগানিস্তানের বিপক্ষে সান্ত্বনার জয় পেল বাংলাদেশ।

সিরিজের আগেই অবশ্য ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সব খেলোয়াড়কেই দেখা হবে। তামিমের স্থলাভিষিক্ত হিসেবে দলের সঙ্গে পরে যোগ দেওয়া রনি তালুকদার ছাড়া সবাইকে খেলিয়েছেন হাথুরু।

সিরিজ হারের পর ধবলধোলাইয়ের শঙ্কা নিয়ে শেষ ম্যাচ খেলতে নামা বাংলাদেশ একাদশে তিন পরিবর্তন এনে সান্ত্বনার জয় অন্তত মিলল। আর সুযোগ পেয়ে শরীফুল করলেন বাজিমাত। এই বাঁহাতি পেসার ৯ ওভারে মাত্র ২১ রান দিয়ে শিকার করেছেন ৪ উইকেট। ক্যারিয়ারসেরা বোলিংয়ের সৌজন্য ম্যাচসেরাও হয়েছেন তিনি।

দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে ছিটকে যান ইবাদত হোসেন। মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদকে শেষ ম্যাচে দেওয়া হয় বিশ্রাম। তাতেই প্রথম দুই ওয়ানডেতে জায়গা না পাওয়া শরীফুলের জ্বলে ওঠার মঞ্চটা তৈরি হয়। সর্বশেষ ২০২২ সালের ১০ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেট পেয়েছিলেন তিনি।

অবশেষে একাদশে সুযোগ পাওয়া নিজেকে প্রমাণের একটা তাগিদই কি অনুভব করছিলেন শরীফুল? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাঁহাতি পেসার অবশ্য বললেন, তাঁর মধ্যে এমন কিছু কাজ করেনি, ‘জেদ ছিল না। অনুশীলনে যেমন চেষ্টা করি, তেমন ম্যাচেও করার চেষ্টা করছিলাম। বডি ল্যাঙ্গুয়েজ এমনিতেই চলে আসে, যতই ভাবি শান্ত থাকতে হবে, এটা মাঠে হয় না, আক্রমণাত্মক ভাব চলে আসে।’

একাদশে সুযোগ পাওয়া-না পাওয়াটা বড় করে দেখতে চান না শরীফুল। বললেন, ‘আমরা পেসাররা পরিবারের মতো। এখান থেকে কোচের সবার ওপর বিশ্বাস আছে। অদল-বদল করে খেলাচ্ছে, যেন যার যখন সুযোগ আসবে ভালো করতে প্রস্তুত থাকে।’

প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশে ব্যাটিং-বোলিং হতাশই করেছে। নানা ঘটনার ঘনঘটায় গুমোট এক পরিবেশও ছিল ড্রেসিংরুমে। টিম মিটিংয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা তৈরি করেছেন হাথুরু। সে পরিকল্পনা অনুযায়ী, মাঠে সেটি বাস্তবায়ন করার কথাই বললেন শরীফুল, ‘আমরা মিটিংয়ে আলোচনা করছিলাম, (আগের দুই ম্যাচে) আমরা যে মানের বোলার ওই রকম কিছু হয়নি। পরের ম্যাচে (শেষ ওয়ানডে) যেন আগের মতো ফিরে আসতে পারি সেই চেষ্টা করেছিলাম। চেষ্টা করেছি, আমরা যে রকম দল, শেষ ম্যাচটায় যেন ওভাবে ফিরতে পারি।’

আগামী শুক্র ও রোববার সিলেটে হবে টি-টোয়েন্টি সিরিজের লড়াই। ওয়ানডের আপৎকালীন অধিনায়ক লিটন দাস অবশ্য মনে করছেন, শেষ ওয়ানডের জয় টি-টোয়েন্টি সিরিজের জন্য তাঁদের আত্মবিশ্বাসী করে তুলবে, ‘টি-টোয়েন্টি সিরিজের আগে এই জয় খেলোয়াড়দের সহায়তা করবে। শরীফুল ও তাসকিন নতুন বলের ভালো ব্যবহার করেছেন, স্পিনাররাও ভালো বোলিং করেছেন। পুরো কৃতিত্ব বোলারদের। টি-টোয়েন্টিতেও পারফরম্যান্স ধরে রাখার ব্যাপারে নিশ্চিতভাবেই আত্মবিশ্বাসী।’

 শরীফুলের সুযোগ ছিল ৫ উইকেট নেওয়ার। সেটি না হওয়ায় তাঁর কোনো আফসোস নেই, ‘চেষ্টা ছিল (৫ উইকেটের)। ওই ওভারে জোরাজুরি করলে চোটে পড়ার আশঙ্কা ছিল। ভুল হলে বাউন্ডারি হতো। আমি চিন্তা করছি দলের ভালো বোলার যদি এখন বল করে তাহলে রান কম হতে পারে। ক্র্যাম্প করায় বাইরে গিয়ে বিশ্রাম নিয়েছি।’ 

আফগান কোচের আফসোস
বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের প্রথম ওয়ানডে সিরিজ জয়ে বড় অবদান জোনাথন ট্রটের কিন্তু তাতেও যেন তৃপ্ত নন তিনি। প্রথম দুই ম্যাচের জয়ের পর গতকাল শেষ ওয়ানডেতে ৭ উইকেটে হেরেছে আফগানিস্তান। ম্যাচ শেষে শিষ্যদের ওপর তোপ দাগলেন ট্রট, ‘ছেলেরা ভালো করেনি শেষ ম্যাচে। তারা বাজে শট খেলেছে। মানসিকতা আজ (গতকাল) ঠিক ছিল না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত