Ajker Patrika

চেয়ারম্যানকে সোনার নৌকা দিলেন সাংসদ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৫: ২৭
চেয়ারম্যানকে সোনার নৌকা দিলেন সাংসদ

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাগুরার মহম্মদপুরের বিজয়ী বাবুখালী ইউপি চেয়ারম্যান মীর মো. সাজ্জাদ আলীকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় ওই বিজয়ী প্রার্থীকে সোনার তৈরি নৌকা উপহার দেন মাগুরা-২ আসনের সাংসদ ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার।

গত বুধবার সন্ধ্যায় বাবুখালী ইউনিয়নের ডুমুরশিয়া ডিসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এই নৌকা উপহার দেওয়া হয়।

উপজেলার ১ নম্বর ইউনিয়নে নৌকা প্রতীকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মীর মো. সাজ্জাদ আলীর সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর হাতে উপহারের নৌকাটি তুলে দেন সাংসদ।

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে বাবুখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুস সামদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. বেবি নাজনীন, চুড়ারগাতী পিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু শ্রীকান্ত বিশ্বাস, বাবুখালী আফতাব উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রতন আলী খান, বঙ্গবন্ধু সৈনিক লীগ মাগুরা জেলা শাখার সহ সভাপতি শেখ মো. রাজিবুল ইসলাম (রাজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আজিজুল ইসলাম, কৃষক লীগের বাবুখালী ইউনিয়ন কমিটির সভাপতি মো. সালাউদ্দিনসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নৌকা প্রতীকে ভোট দিয়ে মীর মো. সাজ্জাদ আলীকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করায় জনগণকে ধন্যবাদ জানান সাংসদ ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বিরেন শিকদার।

এ সময় তিনি বলেন, ‘প্রথমবার নির্বাচিত হওয়া অনেকটা সহজ কিন্তু দ্বিতীয়বার কঠিন। কেননা প্রথমবার প্রার্থীর দোষ-ত্রুটি থাকে না। দ্বিতীয়বার ভোট চাইতে গেলে তার অতীতের সবকিছু বিচার করে ভোটাররা। বিগত পাঁচ বছরের কাজের মূল্যায়ন করে জনগণ সাজ্জাদ আলীকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত