নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
নেছারাবাদে সন্ধ্যা নদীতে জেলেদের জালে ইলিশ মিললেও ভালো নেই তারা। দুশ্চিন্তায় আছেন চার শতাধিক জেলে। আগামী ৪ অক্টোবর থেকে স্থানীয়ভাবে মোট ২৫ দিন নদ-নদীতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই এ সময়ে কীভাবে তারা দিন কাটাবেন তাই নিয়ে তাদের দুশ্চিন্তা।
উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের লক্ষ্মনকাঠি গ্রামের সুজন দাস (৩৮) বলেন, ‘এ বছর নদীতে মাছ পাইনি। আগামী ২৫ দিন অবরোধ। সরকার অবরোধ দিয়েছে মানতে হবে। তবে এই ২৫ দিন কীভাবে সংসার চালাব তা বুজতে পারছি না। এমনিতেই সংসার চালাতে কষ্ট হচ্ছে। এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে সংসার চালাতে হচ্ছে। তার ওপর মহাজনের দাদনের টাকাও শোধ দিতে পারছি না। দেনার ওপর দেনা জমা হচ্ছে। এখন আবার ধারদেনা করে চলতে হবে।’
উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের জেলে সজিব (৩২) বলেন, ‘আইছে ২৫ দিন অবরোধে বইয়া থাকতে অইবে।’ এই সময়ে আপনি কোনো সাহায্য পান কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সাহায্য দেবেআনে ১০ কেজি চাউল। এয়া ছাড়া আর কিছুই পাই না। মনে অয় জেলে অইয়া অপরাধ হরছি। মেম্বর চেয়ারম্যানের ধারে কিছু চাইলেই কয় তোমারতো জাইলা কার্ড আছে।’ সজীব আরও বলেন, ‘এই ২৫ দিন এহন এনজিও দিয়া টাহা উডামু। হেয়াও আবার জম্মের সুদ। ঠিকমতো না দেতে পারলে খামুআনে মামলা।’
উপজেলা মৎস্য অফিসের হিসাবরক্ষক ফিরোজ হোসেন জানান, নেছারাবাদে মোট ২ হাজার ৭২৭ জন নিবন্ধনভুক্ত জেলে রয়েছেন। আগামী ৪ অক্টোবর থেকে মোট ২৫ দিন নদনদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় নিবন্ধনভুক্ত জেলেদের জনপ্রতি মোট ২০ কেজি করে চাল দেওয়া হবে।
নেছারাবাদে সন্ধ্যা নদীতে জেলেদের জালে ইলিশ মিললেও ভালো নেই তারা। দুশ্চিন্তায় আছেন চার শতাধিক জেলে। আগামী ৪ অক্টোবর থেকে স্থানীয়ভাবে মোট ২৫ দিন নদ-নদীতে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তাই এ সময়ে কীভাবে তারা দিন কাটাবেন তাই নিয়ে তাদের দুশ্চিন্তা।
উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের লক্ষ্মনকাঠি গ্রামের সুজন দাস (৩৮) বলেন, ‘এ বছর নদীতে মাছ পাইনি। আগামী ২৫ দিন অবরোধ। সরকার অবরোধ দিয়েছে মানতে হবে। তবে এই ২৫ দিন কীভাবে সংসার চালাব তা বুজতে পারছি না। এমনিতেই সংসার চালাতে কষ্ট হচ্ছে। এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে সংসার চালাতে হচ্ছে। তার ওপর মহাজনের দাদনের টাকাও শোধ দিতে পারছি না। দেনার ওপর দেনা জমা হচ্ছে। এখন আবার ধারদেনা করে চলতে হবে।’
উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি গ্রামের জেলে সজিব (৩২) বলেন, ‘আইছে ২৫ দিন অবরোধে বইয়া থাকতে অইবে।’ এই সময়ে আপনি কোনো সাহায্য পান কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সাহায্য দেবেআনে ১০ কেজি চাউল। এয়া ছাড়া আর কিছুই পাই না। মনে অয় জেলে অইয়া অপরাধ হরছি। মেম্বর চেয়ারম্যানের ধারে কিছু চাইলেই কয় তোমারতো জাইলা কার্ড আছে।’ সজীব আরও বলেন, ‘এই ২৫ দিন এহন এনজিও দিয়া টাহা উডামু। হেয়াও আবার জম্মের সুদ। ঠিকমতো না দেতে পারলে খামুআনে মামলা।’
উপজেলা মৎস্য অফিসের হিসাবরক্ষক ফিরোজ হোসেন জানান, নেছারাবাদে মোট ২ হাজার ৭২৭ জন নিবন্ধনভুক্ত জেলে রয়েছেন। আগামী ৪ অক্টোবর থেকে মোট ২৫ দিন নদনদীতে ইলিশ ধরা বন্ধ থাকবে। এ সময় নিবন্ধনভুক্ত জেলেদের জনপ্রতি মোট ২০ কেজি করে চাল দেওয়া হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫