Ajker Patrika

মোমবাতি জ্বেলে আনুশকা হত্যার বিচার চাইল সহপাঠীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৫: ০৭
মোমবাতি জ্বেলে আনুশকা হত্যার বিচার চাইল সহপাঠীরা

পরীক্ষা শেষে মাকে নিয়ে কক্সবাজার যাওয়ার কথা ছিল ধানমন্ডির মাস্টার মাইন্ড স্কুলের ‘ও লেভেল’ শিক্ষার্থী আনুশকা নুর আমিনের। কিন্তু তার আগেই সে চলে গেল। এখন ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া কিছুই চাওয়ার নেই মা শাহ নূরী আমিনের। গতকাল শুক্রবার আনুশকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির মাস্টার মাইন্ড স্কুলের শিক্ষার্থী ও সহপাঠীদের পথযাত্রা ও মোমবাতি প্রজ্বালন শেষে এ কথা বলেন তিনি।

এ দিন সন্ধ্যায় আনুশকা স্মরণে ধানমন্ডি মাস্টার মাইন্ড স্কুলের সামনে মোমবাতি প্রজ্বালন শেষে একটি পথযাত্রা ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে গিয়ে শেষ হয়। পথযাত্রায় অংশ নেন আনুশকার মা শাহ নূরী আমিন, মহিলা পরিষদের সদস্য, মাস্টার মাইন্ড স্কুলের শিক্ষার্থীরা।

পরে আনুশকার মা শাহ নূরী আমিন বলেন, ‘প্রথমে থানা-পুলিশ যে প্রতিবেদন দিয়েছিল তাতে আমরা সন্তুষ্ট ছিলাম না। কিন্তু পরবর্তী সময়ে পিবিআই যে প্রতিবেদন দিয়েছে, তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট। আমি ঘাতকের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য বহ্নি শিখা দাস পুরকায়স্থ বলেন, আনুশকা হত্যার বিচার বাস্তবায়নের মাধ্যমে দেশে বিচারহীনতার সংস্কৃতি দূর করতে হবে।

মহিলা পরিষদের আইনজীবী দীপ্তি রানী সরকার বলেন, আনুশকা হত্যায় সঠিক বিচার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই মামলায় সব ধরনের আইনি সহযোগিতা করবে মহিলা পরিষদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত