শাকিলা ববি, সিলেট
সিলেটের বিশ্বনাথে গোয়াহরি বিলের ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব নির্ধারিত সময়ের চার মাস আগেই উদ্যাপন করেছে গ্রামবাসী। কারণ, মাসখানেক আগে বন্যা হলেও এ বছর বর্ষাকালের শেষের দিকে শুকাতে শুরু করে গোয়াহরি বিলের পানি।
পানি কমে যাওয়ায় এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে বিলের মাছে মড়ক দেখা দিলে গত শনিবার গ্রামের মানুষ মিলে এই উৎসব উদ্যাপন করে। সাধারণত এই উৎসব উদ্যাপন করা হয় মাঘ মাসে। শীতের শুরুতে বিলের পানি শুকাতে শুরু করলে গ্রামবাসী মিলে বিলে দিনব্যাপী মাছ ধরার জন্য দিন নির্ধারণ করেন।
পরিবেশ ও আবহাওয়াবিদেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা হয়েছে। শুধু বিশ্বনাথের গোয়াহরি বিলেই নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে পুরো সিলেটের প্রকৃতিতে। এক মাস আগেও সিলেট বিভাগের ৮০ শতাংশ এলাকা পানিতে টইটম্বুর ছিল। অথচ শ্রাবণ মাসেই খাল-বিলে পানি নেই। কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, ভূমিকম্প, নদীভাঙন, টিলাধসের মতো প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। অবাধে গাছপালা কাটা, নদনদী দখল ও দূষণ, পাহাড়-টিলা কাটার কারণে প্রকৃতি স্বাভাবিক নিয়মে চলতে পারছে না। তাই মানবসৃষ্ট এই দুর্যোগ থেকে পরিত্রাণ পেতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
সিলেটের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভয়াবহতম ছিল চলতি বছর হয়ে যাওয়া বন্যা। দুই দফা বন্যায় সিলেটে মানবিক বিপর্যয় নেমে আসে। বন্যায় মারা গেছেন ৭৮ জন। ক্ষয়ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকার।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, জুন মাসে সিলেটের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৮১৮.৪ মিলিমিটার। কিন্তু চলতি বছর জুন মাসে সিলেটে ১ হাজার ৪৫৬.০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৬৩৭.৬২ মিলিমিটার বেশি। তাপমাত্রায়ও ৬৫ বছরের রেকর্ড ভেঙেছে সিলেট। ১৯৫৬ সালের পর গত বছরের অক্টোবর মাসে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। গত বছরের ১৪ অক্টোবর সিলেটে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দুই-তিন বছর ধরে সিলেটে এ রকম তাপমাত্রাই থাকছে। প্রতিবছরই সিলেটে একাধিকবার ভূমিকম্প হয়। গত বছরের ২৯ মে একই দিনে সিলেটে পাঁচবার ভূমিকম্প হয়। ৩০ মে সকালেও কেঁপে ওঠে সিলেট। পরে ৭ জুন সন্ধ্যায় মাত্র এক মিনিটের ব্যবধানে সিলেটে আবারও দুই দফা ভূমিকম্প হয়। এ ছাড়া নদীভাঙন, টিলাধসের ঘটনা তো ঘটছেই।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে কোনো কিছুই আর স্বাভাবিক নিয়মে হচ্ছে না। গ্রীষ্মকালে কুয়াশা পড়ে। হাওর-বিল যখন পানিতে থইথই থাকার কথা, তখন দেখা যায় উল্টো চিত্র। এ অবস্থায় বিশ্বনাথে পলো বাওয়া উৎসব অসময়ে হচ্ছে জেনে অবাক হইনি।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাপা জাতীয় পরিষদ সদস্য ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল বলেন, জলবায়ু পরিবর্তন এখন আমাদের গ্রামীণ সংস্কৃতি ও আচার-আচরণের প্রভাব ফেলছে ও ভবিষ্যতে পুরো সমাজ ব্যবস্থাকে বদলে দিবে। যার পরিণতি হবে ভয়াবহ।
আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, প্রকৃতির এই বিরূপ আচরণের জন্য দায়ী মানুষ। সিলেট শহর ও আশপাশের এলাকায় জলাধার নেই। প্রতিনিয়ত গাছপালা, টিলা কাটা হচ্ছে। এসবের প্রভাব পড়েছে সিলেটের প্রকৃতিতে। যেমন, এ বছর আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে ৭০ ভাগ বৃষ্টি কম হয়েছে। আগামী কয়েক দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই বৃষ্টিতে মনে হয় না এ মাসের বৃষ্টিপাতের ঘাটতি পূরণ হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এককভাবে কাজ করে জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধান করতে পারবে না।’
সিলেটের বিশ্বনাথে গোয়াহরি বিলের ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব নির্ধারিত সময়ের চার মাস আগেই উদ্যাপন করেছে গ্রামবাসী। কারণ, মাসখানেক আগে বন্যা হলেও এ বছর বর্ষাকালের শেষের দিকে শুকাতে শুরু করে গোয়াহরি বিলের পানি।
পানি কমে যাওয়ায় এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে বিলের মাছে মড়ক দেখা দিলে গত শনিবার গ্রামের মানুষ মিলে এই উৎসব উদ্যাপন করে। সাধারণত এই উৎসব উদ্যাপন করা হয় মাঘ মাসে। শীতের শুরুতে বিলের পানি শুকাতে শুরু করলে গ্রামবাসী মিলে বিলে দিনব্যাপী মাছ ধরার জন্য দিন নির্ধারণ করেন।
পরিবেশ ও আবহাওয়াবিদেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এমনটা হয়েছে। শুধু বিশ্বনাথের গোয়াহরি বিলেই নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে পুরো সিলেটের প্রকৃতিতে। এক মাস আগেও সিলেট বিভাগের ৮০ শতাংশ এলাকা পানিতে টইটম্বুর ছিল। অথচ শ্রাবণ মাসেই খাল-বিলে পানি নেই। কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, ভূমিকম্প, নদীভাঙন, টিলাধসের মতো প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে। অবাধে গাছপালা কাটা, নদনদী দখল ও দূষণ, পাহাড়-টিলা কাটার কারণে প্রকৃতি স্বাভাবিক নিয়মে চলতে পারছে না। তাই মানবসৃষ্ট এই দুর্যোগ থেকে পরিত্রাণ পেতে সম্মিলিত উদ্যোগ নিতে হবে।
সিলেটের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ভয়াবহতম ছিল চলতি বছর হয়ে যাওয়া বন্যা। দুই দফা বন্যায় সিলেটে মানবিক বিপর্যয় নেমে আসে। বন্যায় মারা গেছেন ৭৮ জন। ক্ষয়ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকার।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, জুন মাসে সিলেটের স্বাভাবিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৮১৮.৪ মিলিমিটার। কিন্তু চলতি বছর জুন মাসে সিলেটে ১ হাজার ৪৫৬.০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ৬৩৭.৬২ মিলিমিটার বেশি। তাপমাত্রায়ও ৬৫ বছরের রেকর্ড ভেঙেছে সিলেট। ১৯৫৬ সালের পর গত বছরের অক্টোবর মাসে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। গত বছরের ১৪ অক্টোবর সিলেটে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দুই-তিন বছর ধরে সিলেটে এ রকম তাপমাত্রাই থাকছে। প্রতিবছরই সিলেটে একাধিকবার ভূমিকম্প হয়। গত বছরের ২৯ মে একই দিনে সিলেটে পাঁচবার ভূমিকম্প হয়। ৩০ মে সকালেও কেঁপে ওঠে সিলেট। পরে ৭ জুন সন্ধ্যায় মাত্র এক মিনিটের ব্যবধানে সিলেটে আবারও দুই দফা ভূমিকম্প হয়। এ ছাড়া নদীভাঙন, টিলাধসের ঘটনা তো ঘটছেই।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে কোনো কিছুই আর স্বাভাবিক নিয়মে হচ্ছে না। গ্রীষ্মকালে কুয়াশা পড়ে। হাওর-বিল যখন পানিতে থইথই থাকার কথা, তখন দেখা যায় উল্টো চিত্র। এ অবস্থায় বিশ্বনাথে পলো বাওয়া উৎসব অসময়ে হচ্ছে জেনে অবাক হইনি।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাপা জাতীয় পরিষদ সদস্য ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল বলেন, জলবায়ু পরিবর্তন এখন আমাদের গ্রামীণ সংস্কৃতি ও আচার-আচরণের প্রভাব ফেলছে ও ভবিষ্যতে পুরো সমাজ ব্যবস্থাকে বদলে দিবে। যার পরিণতি হবে ভয়াবহ।
আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, প্রকৃতির এই বিরূপ আচরণের জন্য দায়ী মানুষ। সিলেট শহর ও আশপাশের এলাকায় জলাধার নেই। প্রতিনিয়ত গাছপালা, টিলা কাটা হচ্ছে। এসবের প্রভাব পড়েছে সিলেটের প্রকৃতিতে। যেমন, এ বছর আগস্ট মাসে স্বাভাবিকের চেয়ে ৭০ ভাগ বৃষ্টি কম হয়েছে। আগামী কয়েক দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই বৃষ্টিতে মনে হয় না এ মাসের বৃষ্টিপাতের ঘাটতি পূরণ হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এককভাবে কাজ করে জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধান করতে পারবে না।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪