Ajker Patrika

বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় পাকা ধান

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১: ২৭
বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় পাকা ধান

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন কৃষকেরা। ক্ষতির আশঙ্কায় কৃষকের পাকা আমন ধান ও সবজিখেত।

অনেক কৃষকই এখনো আমন ধান ঘরে তুলতে পারেননি। বৃষ্টিতে অনেকের শুকনো ধান ভিজে গেছে। শেষ সময়ে কষ্টের ফলানো ধান ঘরে তোলা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁরা।

উপজেলার রাওথা গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে অনেকেই ধান বাড়িতে তুলেছেন। তবে কেউ কেউ কাটা ধান শুকানোর জন্য রেখে দিয়েছেন খেতে, কেউ কেউ শুকনো ধানের মুঠো বেঁধে গাদা করে রেখেছেন। এই অবস্থায় শনি ও রোববারের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে দেখা দিয়েছে বিপত্তি। বৃষ্টিতে ভিজেই ধান কাটা, বাঁধা ও নেওয়ার কাজ করছেন কিষানিরা। এতে বেশ বেগ পেতে হচ্ছে। সময় লাগছে বেশি। বৃষ্টিতে ভিজে যাওয়ায় সেসব নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে।

উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ বলেন, উপজেলায় এবার ৫ হাজার ২০০ হেক্টর জমিতে আমনের আবাদ করা হয়েছে। এর প্রায় ৭০ ভাগ ধান কাটা হয়ে গেছে। বাড়ি তোলা হয়েছে ৫৫-৬০ ভাগ ধান। যাঁরা দেরিতে আবাদ করেছিলেন, তাঁদের কিছু ধান এখনো মাঠে থেকে গেছে। তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সেই ধান নিয়ে ভোগান্তিতে পড়েছেন কৃষকেরা।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত শনিবার সকাল থেকেই জেলায় থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। রোববার ও সোমবার পরিস্থিতির আরও অবনতি হয়। সকাল থেকেই কখনো মাঝারি, কখনোবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত ছিল। এই অবস্থা আজ মঙ্গলবারও অব্যাহত থাকতে পারে।

রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, সমুদ্রে ঘূর্ণিঝড় ‘জাওয়াদের’ প্রভাবে সারা দেশেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। রাজশাহীতে তিন দিন ধরে এ পরিস্থিতি বিরাজমান। তবে মঙ্গলবারের পর থেকে আবহাওয়া অনেকটা স্বাভাবিক হতে পারে। মেঘ কেটে গেলে শীতের আগমনও ঘটতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত