Ajker Patrika

হাতিয়ায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১২: ৪৮
হাতিয়ায় ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

নোয়াখালীর হাতিয়ায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৮৮ হাজার মিটার কারেন্ট জাল ও ৪০টি বিহিন্দি জাল জব্দ করেন।

গতকাল রোববার সকালে উপজেলার হরনী ইউনিয়নের চতলার খাল এলাকা থেকে এসব জাল জব্দ করা হয়। পরে উপজেলার নলচিরা ঘাটে এনে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা অনীল চন্দ্র দাসসহ কোস্টগার্ডের কর্মকর্তারা।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালায় কোস্টগার্ডের একটি দল। চেয়ারম্যান ঘাটের পাশে চতলার খাল এলাকা থেকে জেলেদের নৌকায় এসব জাল পাওয়া যায়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে গেলে জালগুলো জব্দ করে নিয়ে আসা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা অনীল চন্দ্র দাস জানান, সব সময়ের জন্য নদীতে কারেন্ট জাল ও বিহিন্দি জাল ব্যবহার নিষিদ্ধ। কোস্টগার্ডের জব্দ করা জালগুলোর মূল্য প্রায় ২৫ লাখ টাকা হবে।

এ ব্যাপারে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলম বলেন, নদীতে নিষিদ্ধ জাল ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলবে। তিনি জানান, জব্দ জালগুলো পরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত