Ajker Patrika

বিপিএলে চলছে ক্যাচ হাতছাড়ার প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১০: ৩৫
বিপিএলে চলছে ক্যাচ হাতছাড়ার প্রতিযোগিতা

ক্যাচ মিস তো ম্যাচ মিস! ক্রিকেটের বহুল ব্যবহৃত প্রবাদটা নতুন করে বলার নেই। কিন্তু সেটিই নতুন করে আবার সামনে আসছে বিপিএলে ফিল্ডারদের পিচ্ছিল হাত দেখে। টুর্নামেন্টে ক্যাচ ফসকানোর দৃশ্য যেন নিয়মিত হয়ে উঠেছে। গতকাল পর্যন্ত টুর্নামেন্টের আট ম্যাচে অন্তত ২২টি ক্যাচ পড়েছে। আর এটিই অনেক সময় ভাগ্য গড়ে দিচ্ছে।

ঢাকা পর্বের আট ম্যাচের শুধু দুটিতে ক্যাচ মিসের উদাহরণ নেই। ক্যাচ মিস অবশ্যই খেলার অংশ। কিন্তু এবারের আসরে বাজে ফিল্ডিংয়ের কারণে এমন একজনই শীর্ষে যা দেখে চক্ষু চড়কগাছ! আন্দ্রে রাসেল এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩টি ক্যাচ ছেড়েছেন। যার দুটিই ছিল সহজ বা ‘ডলি’। তামিম ইকবালের হাতও যথেষ্ট পিচ্ছিল দেখা গেল। টানা দুই ম্যাচে দুটি ক্যাচ ছেড়েছেন ঢাকার বাঁহাতি ওপেনার। ক্যাচ মিসের তালিকায় নাম আছে থিসারা পেরেরা, বেনি হাওয়েলের মতো ফিল্ডারদেরও।

ক্যাচ তোলায় সবচেয়ে এগিয়ে চট্টগ্রাম। মেহেদী হাসান মিরাজের দল সর্বশেষ দুই ম্যাচেই ৫টি করে ক্যাচ তুলেছে। ঢাকা ও খুলনা ৩টি করে ক্যাচ ছেড়েছে। চট্টগ্রাম যে ছাড়েনি, তা নয়। দুটি ম্যাচেই দুবার করে ক্যাচ হাতছাড়া করেছে মিরাজের দল। তবে প্রতিপক্ষের ক্যাচ মিসের সুফলটা ভালোই পাচ্ছে তারা। বাজে ফিল্ডিংয়ের ম্যাচ দুটিতে খুলনা এবং ঢাকাকে হারিয়েছে তারা।

দল হিসেবে সবচেয়ে বেশি ৬টি ক্যাচ ছেড়েছে ঢাকা। বিব্রতকর এই পরিসংখ্যানে দলকে নেতৃত্ব দিচ্ছেন রাসেল। সন্ধ্যার ম্যাচে শিশিরের একটা প্রভাব থাকে সেটা মানা যতটা সহজ, দুপুরের ম্যাচের ক্যাচ মিস মেনে নেওয়া ততটাই কঠিন! গত পরশু ক্যাচ মিসের মহড়ার ম্যাচে ৭ উইকেটে ১৯০ রান করে চট্টগ্রাম। যা এবারের টুর্নামেন্টের যেকোনো দলের সর্বোচ্চ।

চট্টগ্রামের বিপক্ষে রান তাড়ায় ২৫ রানে হারে খুলনা। হারের পর সতীর্থ ফিল্ডারদের ওপর যেন কিছুটা বিরক্ত দলের অধিনায়ক মুশফিকুর রহিম। অকপটেই তিনি বলেছেন, ‘যদি ৩-৪টা ক্যাচ মিস করেন, এটা আপনাকে (ম্যাচ জিততে) সহায়তা করবে না। বোলাররা পরিকল্পনা কাজে লাগাতে পারেনি এবং ফিল্ডাররাও রান বাঁচাতে পারেনি।’

শুধু মুশফিক কেন, টুর্নামেন্টে সব অধিনায়কেরই হতাশা আর চিন্তা বাড়াচ্ছে ফিল্ডারদের পিচ্ছিল হাত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত