Ajker Patrika

খোলা ম্যানহোলে দুর্ঘটনার ঝুঁকি

আয়নাল হোসেন, ঢাকা
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ১২: ২৪
খোলা ম্যানহোলে দুর্ঘটনার ঝুঁকি

ভোগান্তির অপর নাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পলাশী মোড় থেকে বকশীবাজার পর্যন্ত সড়কটি। সড়কটি বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ হলেও কর্তৃপক্ষের নজরদারির অভাবে বেহাল হয়ে পড়েছে। ফলে এ সড়কে চলাচলকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

চানখাঁরপুল, চকবাজার, বাবুবাজারসহ আশপাশের এলাকা থেকে নিউমার্কেট, আজিমপুর, লালবাগ, পিলখানা, এলিফ্যান্ট রোডসহ আশপাশের এলাকায় সহজে যাতায়াত করতে সবাই এ সড়কটি ব্যবহার করেন।

এ সড়ক দিয়ে আজিমপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। এ ছাড়া ঢাকা মেডিকেলে কলেজ ও হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা যাতায়াত করেন। সড়কটির বকশীবাজার এলাকায় সব সময়ই থাকে মাদকসেবীদের আড্ডা। তারা ফুটপাতে জটলা করে বসে থাকে। তাই ফুটপাত দিয়ে কেউ চলেন না। এই সড়কে বেশ কয়েকটি ম্যানহোলের ঢাকনা মাদকসেবীরাই বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসবাসকারী অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল ওয়াহাব বলেন, বুয়েটের ভেতরের সড়কটির কোনো অভিভাবক নেই। অব্যবস্থাপনায় পথচারী ছাড়াও ক্যাম্পাসে বসবাসকারীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে। সড়কটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন তিনি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মদ রতন আজকের পত্রিকাকে বলেন, ম্যানহোলের ঢাকনা যাতে দ্রুত লাগানো হয়, সে জন্য সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত