অনলাইন ডেস্ক
রিসাইক্লিং লোগোটি এখন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। বহু পণ্যের মোড়কের গায়েই এখন এটি থাকে। ফলে মুখোমুখি চক্রাকারে তিনটি তির চিহ্ন দখলেই যে এর অর্থ বুঝতে পারেন। প্রখ্যাত ডিজাইনার মার্ক উইলসন কোকাকোলা এবং নাইকির সঙ্গে এই লোগোর স্থান দিয়েছেন।
এই লোগো ডিজাইনের পেছনে আছেন গ্যারি অ্যান্ডারসন। সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসে এই লোগো ডিজাইন নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা লিখেছেন।
ঘটনাটি ১৯৭০ সালের। তখন তাঁর বয়স মাত্র ২৩। কনটেইনার করপোরেশন অব আমেরিকার রিসাইকেল করা কাগজের জন্য একটি প্রতীক খুঁজছিল। তারা এ জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করে।
অ্যান্ডারসন তখন ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ায় প্রকৌশলে পড়ছিলেন। গ্রাফিক ডিজাইনে মোটেও দক্ষ ছিলেন না।
অ্যান্ডারসন লিখেছেন, ওই ডিজাইনটা করতে আমি খুব বেশি সময় নিইনি: এক বা দুই দিন। এখন এসে এটা স্বীকার করতেই সংকোচ হয়। অবশ্য আমি এর আগেই বর্জ্য পানি রিসাইক্লিং নিয়ে একটি প্রেজেন্টেশন দিয়ে ফেলেছিলেন। এ ছাড়া রিজার্ভার থেকে পান পর্যন্ত পানির প্রবাহের একটি গ্রাফিক বর্ণনাও দিয়েছিলাম। ফলে তির, বৃত্তচাপ, কোণ এসব আমার ধারণায় আগে থেকেই ছিল।
অ্যান্ডারসন সেই প্রতিযোগিতা জেতেন। পুরস্কার ছিল প্রায় ২ হাজার ডলার। অবশ্য অ্যান্ডারসন এখন আর সঠিকভাবে সেই পরিমাণটা মনে করতে পারেন না। বিজয়ী প্রতীকটি পরে উন্মুক্ত করা হয়। সেটিই এখন পণ্যের মোড়কে শোভা যাচ্ছে।
এই কাজের প্রভাব কতখানি সেটি অ্যান্ডারসন টের পান আমস্টারডামে গিয়ে। তিনি বলেন, আমি এটা কখনো ভুলব না: আমি প্লেন থেকে নেমেই আমার প্রতীকটি দেখতে পাই। বিশাল ইগলুর মতো করে একটি রিসাইক্লিং বিন রাখা আছে। বিচ বলের চেয়েও বড় ছিল সেটি। আমি সত্যিই বড় ধাক্কা খেয়েছিলেন। এই প্রতীকটা নিয়ে আমি বহু বছর ভাবিইনি। হঠাৎ চোখের সমানে এসে যেন আমাকের কষে একটা চড় বসিয়ে দিল!
অ্যান্ডারসনের সেই লোগো দুনিয়ার সব খানে।
রিসাইক্লিং লোগোটি এখন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। বহু পণ্যের মোড়কের গায়েই এখন এটি থাকে। ফলে মুখোমুখি চক্রাকারে তিনটি তির চিহ্ন দখলেই যে এর অর্থ বুঝতে পারেন। প্রখ্যাত ডিজাইনার মার্ক উইলসন কোকাকোলা এবং নাইকির সঙ্গে এই লোগোর স্থান দিয়েছেন।
এই লোগো ডিজাইনের পেছনে আছেন গ্যারি অ্যান্ডারসন। সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমসে এই লোগো ডিজাইন নিয়ে তাঁর অভিজ্ঞতার কথা লিখেছেন।
ঘটনাটি ১৯৭০ সালের। তখন তাঁর বয়স মাত্র ২৩। কনটেইনার করপোরেশন অব আমেরিকার রিসাইকেল করা কাগজের জন্য একটি প্রতীক খুঁজছিল। তারা এ জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করে।
অ্যান্ডারসন তখন ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ায় প্রকৌশলে পড়ছিলেন। গ্রাফিক ডিজাইনে মোটেও দক্ষ ছিলেন না।
অ্যান্ডারসন লিখেছেন, ওই ডিজাইনটা করতে আমি খুব বেশি সময় নিইনি: এক বা দুই দিন। এখন এসে এটা স্বীকার করতেই সংকোচ হয়। অবশ্য আমি এর আগেই বর্জ্য পানি রিসাইক্লিং নিয়ে একটি প্রেজেন্টেশন দিয়ে ফেলেছিলেন। এ ছাড়া রিজার্ভার থেকে পান পর্যন্ত পানির প্রবাহের একটি গ্রাফিক বর্ণনাও দিয়েছিলাম। ফলে তির, বৃত্তচাপ, কোণ এসব আমার ধারণায় আগে থেকেই ছিল।
অ্যান্ডারসন সেই প্রতিযোগিতা জেতেন। পুরস্কার ছিল প্রায় ২ হাজার ডলার। অবশ্য অ্যান্ডারসন এখন আর সঠিকভাবে সেই পরিমাণটা মনে করতে পারেন না। বিজয়ী প্রতীকটি পরে উন্মুক্ত করা হয়। সেটিই এখন পণ্যের মোড়কে শোভা যাচ্ছে।
এই কাজের প্রভাব কতখানি সেটি অ্যান্ডারসন টের পান আমস্টারডামে গিয়ে। তিনি বলেন, আমি এটা কখনো ভুলব না: আমি প্লেন থেকে নেমেই আমার প্রতীকটি দেখতে পাই। বিশাল ইগলুর মতো করে একটি রিসাইক্লিং বিন রাখা আছে। বিচ বলের চেয়েও বড় ছিল সেটি। আমি সত্যিই বড় ধাক্কা খেয়েছিলেন। এই প্রতীকটা নিয়ে আমি বহু বছর ভাবিইনি। হঠাৎ চোখের সমানে এসে যেন আমাকের কষে একটা চড় বসিয়ে দিল!
অ্যান্ডারসনের সেই লোগো দুনিয়ার সব খানে।
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১২৫টি দেশের মধ্যে প্রথম দিকেই আছে বাংলাদেশের রাজধানী। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার রেকর্ড অনুযায়ী, ১৫৯ বায়ুমান নিয়ে ৭ম স্থানে রয়েছে ঢাকা। গতকাল সোমবার সকাল ৮টার রেকর্ড অনুযায়ী বায়ুমান ২৫৮ নিয়ে শীর্ষে ছিল ঢাকা।
১৭ ঘণ্টা আগেবাংলাদেশের বন থেকে ৩১ প্রজাতির বন্য প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্তির পথে রয়েছে আরও ৩৯০ প্রজাতির প্রাণী। বিলুপ্তির পথে থাকা প্রাণী রক্ষা এবং বিলুপ্ত হওয়া প্রাণী বনে ফেরানোর উদ্যোগ নিচ্ছে সরকার। ময়ূর দিয়ে বিলুপ্ত প্রাণী বনে ফেরাতে চায় সরকার
১ দিন আগেশব্দদূষণ রোধ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শ্রবণক্ষমতা হারানোর ঝুঁকি কমানো সম্ভব। এ জন্য আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে এবং অপ্রয়োজনীয় শব্দ সৃষ্টি থেকে বিরত থাকতে হবে...
১ দিন আগেঢাকার বাতাস বর্তমানে ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ১২৫টি দেশের মধ্যে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী শহরটি। গতকাল তালিকায় সপ্তম স্থানে থাকলেও আজ সোমবার সকাল সাড়ে ৮টার রেকর্ড অনুযায়ী, ২৫৮ বায়ুমান নিয়ে ঢাকা প্রথম স্থানে রয়েছে। গতকাল এই সময়ে ঢাকার বায়ুমান
২ দিন আগে