অভিনয় দিয়ে নজর কাড়তে না পারলেও ব্যক্তিজীবনের নানা ঘটনা দিয়ে বারবার এসেছেন আলোচনায়। পোশাক থেকে অঙ্গভঙ্গি—বিভিন্ন কারণে বারবার তিনি উঠে এসেছেন শিরোনামে। তবে গত ১ ফেব্রুয়ারি থেকে সবকিছুই এখন অতীত। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই তাঁর মৃত্যুর খবর ছড়ায়। পুনমের সোশ্যাল মিডিয়ায় খবরটা পোস্ট করেছিলেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা।
এদিকে পুনমের মৃত্যুর ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আর তাই পুনমের মৃত্যু নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। অফিশিয়াল এক বিবৃতিতে পুনমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা। তিনি জানান, পুনম সার্ভিকাল ক্যানসারে (জরায়ুমুখের ক্যানসার) ভুগছিলেন।
এদিকে এরই মাঝে সংবাদমাধ্যমের কাছ থেকে পুনমের মৃত্যুর খবর পেয়ে হতবাক তাঁর দেহরক্ষী আমিন খান, যিনি দীর্ঘ ১১ বছর ধরে পুনমের সঙ্গে কাজ করছিলেন।
ই-টাইমসকে আমিন খান বলেন, ‘আমি এই খবরটা একদমই বিশ্বাস করতে পারছি না। আমি চেষ্টা করছি তাঁর বোনের সঙ্গে যোগাযোগ করার।’
আমিন আরও বলেন, ‘পুনম গত ৩১ জানুয়ারি মুম্বাইয়ের ফিনিক্স মিলে রোহিত ভার্মার একটা ফটোশুটের জন্য গিয়েছিলেন, তার সঙ্গে আমিও ছিলাম। ওকে ফিট-ই মনে হচ্ছিল। উনি স্বাস্থ্য নিয়ে কখনো কোনো কথা বলেননি। আমিনের কথায়, ‘উনি সব সময় ফিট ও ভালো থাকতেন। নিজের স্বাস্থ্য সম্পর্কে কখনো কিছু শেয়ার করেননি বা আমিও তার অসুস্থতার কোনো লক্ষণই খুঁজে পাইনি। আমি ওর বোনের উত্তরের অপেক্ষা রয়েছি। তার পরই সত্যিটা জানতে পারব।’
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে পুনমের দেহরক্ষী হিসেবে কাজ করছেন আমিন খান। তাঁর কথায়, পুনম শরীর-স্বাস্থ্য নিয়ে ভীষণই সচেতন ছিলেন। সম্প্রতি মদ্যপান করাও ছেড়ে দিয়েছিলেন। পুনমের ব্যক্তিগত ট্রেনারও ছিল। দেহরক্ষী আমিনের কথায়, সেদিন পুনমের বাড়ি গিয়েও তাঁর অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। আর তাই পুনমের মৃত্যুর খবর কিছুতেই বিশ্বাস করতে পারছেন না আমিন।
অভিনয় দিয়ে নজর কাড়তে না পারলেও ব্যক্তিজীবনের নানা ঘটনা দিয়ে বারবার এসেছেন আলোচনায়। পোশাক থেকে অঙ্গভঙ্গি—বিভিন্ন কারণে বারবার তিনি উঠে এসেছেন শিরোনামে। তবে গত ১ ফেব্রুয়ারি থেকে সবকিছুই এখন অতীত। বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই তাঁর মৃত্যুর খবর ছড়ায়। পুনমের সোশ্যাল মিডিয়ায় খবরটা পোস্ট করেছিলেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা।
এদিকে পুনমের মৃত্যুর ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। আর তাই পুনমের মৃত্যু নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। অফিশিয়াল এক বিবৃতিতে পুনমের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর ম্যানেজার নিকিতা শর্মা। তিনি জানান, পুনম সার্ভিকাল ক্যানসারে (জরায়ুমুখের ক্যানসার) ভুগছিলেন।
এদিকে এরই মাঝে সংবাদমাধ্যমের কাছ থেকে পুনমের মৃত্যুর খবর পেয়ে হতবাক তাঁর দেহরক্ষী আমিন খান, যিনি দীর্ঘ ১১ বছর ধরে পুনমের সঙ্গে কাজ করছিলেন।
ই-টাইমসকে আমিন খান বলেন, ‘আমি এই খবরটা একদমই বিশ্বাস করতে পারছি না। আমি চেষ্টা করছি তাঁর বোনের সঙ্গে যোগাযোগ করার।’
আমিন আরও বলেন, ‘পুনম গত ৩১ জানুয়ারি মুম্বাইয়ের ফিনিক্স মিলে রোহিত ভার্মার একটা ফটোশুটের জন্য গিয়েছিলেন, তার সঙ্গে আমিও ছিলাম। ওকে ফিট-ই মনে হচ্ছিল। উনি স্বাস্থ্য নিয়ে কখনো কোনো কথা বলেননি। আমিনের কথায়, ‘উনি সব সময় ফিট ও ভালো থাকতেন। নিজের স্বাস্থ্য সম্পর্কে কখনো কিছু শেয়ার করেননি বা আমিও তার অসুস্থতার কোনো লক্ষণই খুঁজে পাইনি। আমি ওর বোনের উত্তরের অপেক্ষা রয়েছি। তার পরই সত্যিটা জানতে পারব।’
প্রসঙ্গত, ২০১১ সাল থেকে পুনমের দেহরক্ষী হিসেবে কাজ করছেন আমিন খান। তাঁর কথায়, পুনম শরীর-স্বাস্থ্য নিয়ে ভীষণই সচেতন ছিলেন। সম্প্রতি মদ্যপান করাও ছেড়ে দিয়েছিলেন। পুনমের ব্যক্তিগত ট্রেনারও ছিল। দেহরক্ষী আমিনের কথায়, সেদিন পুনমের বাড়ি গিয়েও তাঁর অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। আর তাই পুনমের মৃত্যুর খবর কিছুতেই বিশ্বাস করতে পারছেন না আমিন।
চঞ্চল চৌধুরীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন ব্রাত্য বসু। সব ঠিক থাকলে দুর্গাপূজার পরই ‘টান’ নামের এই সিনেমার শুটিং শুরু হবে। টান সিনেমাটি নির্মিত হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্পের ওপর ভিত্তি করে।
২ ঘণ্টা আগেমেঘের কপাট এবার এল ওটিটিতে। ৩ আগস্ট বন্ধু দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। টফির অ্যাপ ও ওয়েবসাইটে বিনামূল্যে দেখা যাচ্ছে মেঘের কপাট।
৩ ঘণ্টা আগেশূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধূলিবেলায়’। গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। নিউইয়র্কের পর এবার দেশের মঞ্চে আসছে নতুন এই নাটক। ৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গোধূলিবেলায়।
৭ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার মিউজিক ইন্ডাস্ট্রিতে এ মুহূর্তে সবচেয়ে বড় নাম লি জি উন। সারা বিশ্ব যাঁকে চেনে আই ইউ নামে। ২০০৮ সালে মাত্র ১৫ বছর বয়সে সংগীতের দুনিয়ায় পা রাখেন। গত দেড় যুগে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী সংগীতশিল্পী।
৭ ঘণ্টা আগে