বিনোদন প্রতিবেদক, ঢাকা
শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধূলিবেলায়’। গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। নিউইয়র্কের পর এবার দেশের মঞ্চে আসছে নতুন এই নাটক। ৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গোধূলিবেলায়।
গোধূলিবেলায় নাটকে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। নাটকটি লিখেছেনও তিনি। এটি তাঁর লেখা দ্বিতীয় মঞ্চনাটক। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। নাটকের গল্পে দেখা যাবে, ৫০তম বিবাহবার্ষিকীর দিন এক মা স্মৃতির জগতে ফিরে যান। ধরা পড়ে তার জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ ফুটে ওঠে পুরো নাটকে।
মোমেনা চৌধুরী বলেন, ‘নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন ও অপমান—এগুলোকে সামনে এনে এই নাটক আমাদের সামনে প্রশ্ন ছুড়ে দেয়। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য।’ নির্দেশক শামীম সাগর বলেন, ‘এতে শুধু এক নারীর কাহিনি বলা হয়নি, বরং ন্যায়ের অভাব আর সমাজের নীরবতার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ তুলে ধরা হয়েছে।’
মোমেনা চৌধুরী আরও বলেন, ‘গোধূলিবেলায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় যুক্তরাষ্ট্রে। সেখানে দুটি প্রদর্শনী হয়েছে। সেখানকার দর্শক নাটকটি বেশ উপভোগ করেছেন। নাটকটি ঢাকার দর্শকদেরও ভালো লাগবে বলে আশা করছি। শুধু ঢাকার শিল্পকলা একাডেমি নয়, মিরপুর-উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নাটকটি মঞ্চায়নের পরিকল্পনা আছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় গোধূলিবেলায় নাটকের আলো ছড়িয়ে দিতে চাই।’
শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধূলিবেলায়’। গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। নিউইয়র্কের পর এবার দেশের মঞ্চে আসছে নতুন এই নাটক। ৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গোধূলিবেলায়।
গোধূলিবেলায় নাটকে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। নাটকটি লিখেছেনও তিনি। এটি তাঁর লেখা দ্বিতীয় মঞ্চনাটক। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। নাটকের গল্পে দেখা যাবে, ৫০তম বিবাহবার্ষিকীর দিন এক মা স্মৃতির জগতে ফিরে যান। ধরা পড়ে তার জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ ফুটে ওঠে পুরো নাটকে।
মোমেনা চৌধুরী বলেন, ‘নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন ও অপমান—এগুলোকে সামনে এনে এই নাটক আমাদের সামনে প্রশ্ন ছুড়ে দেয়। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য।’ নির্দেশক শামীম সাগর বলেন, ‘এতে শুধু এক নারীর কাহিনি বলা হয়নি, বরং ন্যায়ের অভাব আর সমাজের নীরবতার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ তুলে ধরা হয়েছে।’
মোমেনা চৌধুরী আরও বলেন, ‘গোধূলিবেলায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় যুক্তরাষ্ট্রে। সেখানে দুটি প্রদর্শনী হয়েছে। সেখানকার দর্শক নাটকটি বেশ উপভোগ করেছেন। নাটকটি ঢাকার দর্শকদেরও ভালো লাগবে বলে আশা করছি। শুধু ঢাকার শিল্পকলা একাডেমি নয়, মিরপুর-উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নাটকটি মঞ্চায়নের পরিকল্পনা আছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় গোধূলিবেলায় নাটকের আলো ছড়িয়ে দিতে চাই।’
দক্ষিণ কোরিয়ার মিউজিক ইন্ডাস্ট্রিতে এ মুহূর্তে সবচেয়ে বড় নাম লি জি উন। সারা বিশ্ব যাঁকে চেনে আই ইউ নামে। ২০০৮ সালে মাত্র ১৫ বছর বয়সে সংগীতের দুনিয়ায় পা রাখেন। গত দেড় যুগে তিনি হয়ে উঠেছেন দক্ষিণ কোরিয়ার সবচেয়ে ধনী সংগীতশিল্পী।
২ ঘণ্টা আগেঅভিনয়ের পাশাপাশি অনেক তারকা বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত হন। কারও রয়েছে রেস্তোরাঁ, কেউ যুক্ত স্যালন ও পারলারের সঙ্গে, কারও রয়েছে ফ্যাশন ব্র্যান্ড। অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও যুক্ত হয়েছেন ব্যবসার সঙ্গে।
১৩ ঘণ্টা আগেঅপু বিশ্বাসের পর এবার শবনম বুবলী ও ছেলে বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ঘুরছেন শাকিব। আজ দুপুরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কয়েকটি ছবি। এরপর বিষয়টি আর গোপন রাখেননি বুবলী। তিনজনের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘লাইফ ইন ইউএসএ’।
১৪ ঘণ্টা আগেনাট্যদল বাতিঘর থিয়েটারের আলোচিত নাটক ‘র্যাডক্লিফ লাইন’ আবার ফিরছে মঞ্চে। সর্বশেষ ২০২৩ সালের আগস্টে মঞ্চস্থ হয়েছিল নাটকটি। দুই বছর পর ১৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে আবার দেখা যাবে র্যাডক্লিফ লাইন।
১ দিন আগে