বিনোদন প্রতিবেদক, ঢাকা
শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধূলিবেলায়’। গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। নিউইয়র্কের পর এবার দেশের মঞ্চে আসছে নতুন এই নাটক। ৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গোধূলিবেলায়।
গোধূলিবেলায় নাটকে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। নাটকটি লিখেছেনও তিনি। এটি তাঁর লেখা দ্বিতীয় মঞ্চনাটক। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। নাটকের গল্পে দেখা যাবে, ৫০তম বিবাহবার্ষিকীর দিন এক মা স্মৃতির জগতে ফিরে যান। ধরা পড়ে তার জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ ফুটে ওঠে পুরো নাটকে।
মোমেনা চৌধুরী বলেন, ‘নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন ও অপমান—এগুলোকে সামনে এনে এই নাটক আমাদের সামনে প্রশ্ন ছুড়ে দেয়। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য।’ নির্দেশক শামীম সাগর বলেন, ‘এতে শুধু এক নারীর কাহিনি বলা হয়নি, বরং ন্যায়ের অভাব আর সমাজের নীরবতার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ তুলে ধরা হয়েছে।’
মোমেনা চৌধুরী আরও বলেন, ‘গোধূলিবেলায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় যুক্তরাষ্ট্রে। সেখানে দুটি প্রদর্শনী হয়েছে। সেখানকার দর্শক নাটকটি বেশ উপভোগ করেছেন। নাটকটি ঢাকার দর্শকদেরও ভালো লাগবে বলে আশা করছি। শুধু ঢাকার শিল্পকলা একাডেমি নয়, মিরপুর-উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নাটকটি মঞ্চায়নের পরিকল্পনা আছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় গোধূলিবেলায় নাটকের আলো ছড়িয়ে দিতে চাই।’
শূন্যন রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধূলিবেলায়’। গত জুনে নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে উদ্বোধনী মঞ্চায়ন হয়েছিল নাটকটির। নিউইয়র্কের পর এবার দেশের মঞ্চে আসছে নতুন এই নাটক। ৮ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গোধূলিবেলায়।
গোধূলিবেলায় নাটকে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। নাটকটি লিখেছেনও তিনি। এটি তাঁর লেখা দ্বিতীয় মঞ্চনাটক। নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। নাটকের গল্পে দেখা যাবে, ৫০তম বিবাহবার্ষিকীর দিন এক মা স্মৃতির জগতে ফিরে যান। ধরা পড়ে তার জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ ফুটে ওঠে পুরো নাটকে।
মোমেনা চৌধুরী বলেন, ‘নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন ও অপমান—এগুলোকে সামনে এনে এই নাটক আমাদের সামনে প্রশ্ন ছুড়ে দেয়। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটাই আমার সবচেয়ে বড় সাফল্য।’ নির্দেশক শামীম সাগর বলেন, ‘এতে শুধু এক নারীর কাহিনি বলা হয়নি, বরং ন্যায়ের অভাব আর সমাজের নীরবতার বিরুদ্ধে এক প্রতীকী প্রতিবাদ তুলে ধরা হয়েছে।’
মোমেনা চৌধুরী আরও বলেন, ‘গোধূলিবেলায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় যুক্তরাষ্ট্রে। সেখানে দুটি প্রদর্শনী হয়েছে। সেখানকার দর্শক নাটকটি বেশ উপভোগ করেছেন। নাটকটি ঢাকার দর্শকদেরও ভালো লাগবে বলে আশা করছি। শুধু ঢাকার শিল্পকলা একাডেমি নয়, মিরপুর-উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নাটকটি মঞ্চায়নের পরিকল্পনা আছে। পর্যায়ক্রমে দেশের ৬৪টি জেলায় গোধূলিবেলায় নাটকের আলো ছড়িয়ে দিতে চাই।’
১৮ অক্টোবর ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকী। অন্যদিকে ২০ অক্টোবর সালমান শাহ হত্যা মামলার রায় ঘোষণা করবেন আদালত। এই দুই তারকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল মডেল আদিল হোসেন নোবেলের। আইয়ুব বাচ্চু ও সালমান শাহকে নিয়ে স্মৃতিচারণা করেছেন তিনি।
৯ ঘণ্টা আগেব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা চলছে লন্ডনে। সেখানে অপারেশনের পর এখন চলছে কেমোথেরাপি। গত সোমবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইলিয়াস কাঞ্চনের বর্তমান শারীরিক অবস্থার কথা জানালেন দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা।
৯ ঘণ্টা আগেঅভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। স
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের র্যাডফোর্ড স্টুডিও সেন্টারে ১২ অক্টোবর (স্থানীয়) অনুষ্ঠিত হলো এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড। এ বছর সেরা স্টুডেন্ট ফিল্মের পুরস্কার জিতেছে বাংলাদেশের ‘নিশি’। এবারই প্রথম কোনো বাংলাদেশি চলচ্চিত্র এই মর্যাদাপূর্ণ পুরস্কার পেল।
৯ ঘণ্টা আগে