Ajker Patrika

বন্ধু দিবসে ওটিটিতে মুক্তি পেল ‘মেঘের কপাট’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘মেঘের কপাট’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত
‘মেঘের কপাট’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

২০২৩ সালের ৩ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মেঘের কপাট’। আফরোজা মোমেনের গল্পে চিত্রনাট্য, গীত রচনার পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন ওয়ালিদ আহমেদ। বর্তমান প্রেক্ষাপটের ভালোবাসার গল্পে এক ঝাঁক নতুন অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

মেঘের কপাট এবার এল ওটিটিতে। ৩ আগস্ট বন্ধু দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম টফিতে মুক্তি পেয়েছে সিনেমাটি। টফির অ্যাপ ও ওয়েবসাইটে বিনামূল্যে দেখা যাচ্ছে মেঘের কপাট।

সিনেমার কেন্দ্রীয় চরিত্র ইভন প্রেমের সম্পর্কে জড়ায় তন্বীর সঙ্গে। এই প্রেমের মাঝে ঘটনাক্রমে চলে আসে সিন্ডি। ত্রিভুজ প্রেমের থেকে নানা ঘটনা ও রহস্যে মোড় নেয় সিনেমাটি।

মেঘের কপাট সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, রাজু আহসানসহ অনেকে।

শ্রীমঙ্গলে চিত্রায়িত এ সিনেমায় রয়েছে ৫টি গান। গানগুলো লিখেছেন ওয়ালিদ আহমেদ। মেলোডিয়াস ঘরানার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জাভেদ আলী, অর্ঘ্য, রূপঙ্কর, আফরোজা মোমেন, দিলরুবা কামাল ও অনিন্দ্য চ্যাটার্জি। সংগীত পরিচালনা করেছেন নাসিফ অনী, রূপঙ্কর, ওয়ালিদ আহমেদ ও অভিষেক সাহা।

ইতিমধ্যে মেঘের কপাট বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য নিউইয়র্কে অনুষ্ঠিত সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র, ভারতের গ্লোবাল ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩-এ সেরা বিদেশি চলচ্চিত্র, সেরা পরিচালক (বিদেশি চলচ্চিত্র) ও রাজকাপুর পুরস্কার প্রভৃতি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত