Ajker Patrika

নাসা হেডকোয়ার্টার পরিদর্শনে ড্যাফোডিল ইউনিভার্সিটির ‘টিম ডায়মন্ডস’

বিজ্ঞপ্তি
আপডেট : ০৯ জুন ২০২৪, ১১: ৫৩
নাসা হেডকোয়ার্টার পরিদর্শনে ড্যাফোডিল ইউনিভার্সিটির ‘টিম ডায়মন্ডস’

নাসা হেডকোয়ার্টার পরিদর্শন করেছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২২ চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘টিম ডায়মন্ডস’ দল। গত ৪ থেকে ৬ জুন এই দল নাসার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে। 

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২২ প্রতিযোগিতায় ‘মোস্ট ইন্সপিরেশনাল’ প্রোজেক্ট হিসেবে চ্যাম্পিয়ন হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের দল ‘টিম ডায়মন্ডস’। এই দলের সদস্যরা এখন ইউএসএতে অবস্থান করছেন। টিম ডায়মন্ডসের সদস্যরা হলেন টিসা খন্দকার (টিম লিডার), মুনিম আহমেদ (সিস্টেম ডিজাইনার), ইঞ্জামামুল হক সনেট (সিস্টেম আর্কিটেক্ট), আবু নিয়াজ (সিস্টেম ডেভেলপার) ও জারিন চৌধুরী (রিসার্চার)। 

 ৪, ৫ ও ৬ জুন টিম ডায়মন্ডস নাসার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে। ৫ জুন নাসার হেডকোয়ার্টার ওয়াশিংটনে দলের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাঁদের প্রেজেন্টেশন দেওয়ারও সুযোগ দেওয়া হয়। ৬ জুন তাঁদের মেরিল্যান্ডে অবস্থিত নাসার একটি উড্ডয়নকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সারা দিন তাঁরা সেখানে অবস্থান করেন। এরপর তাঁরা নাসার স্পেস মিউজিয়াম ঘুরে দেখেন। 

যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন অ্যাম্বাসি ও এনআরবি গ্লোবালের পক্ষ থেকে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটি তাঁদের সংবর্ধনা দিয়েছে। বিশেষ সংবর্ধনা থাকে এনআরবি গ্লোবলের পক্ষ থেকে। 

এ ছাড়া ৮ জুন টিম ডায়মন্ডসের সদস্যরা বাংলাদেশ কনস্যুলেট অফিস নিউইয়র্কে এবং অ্যাম্বাসেডরদের সঙ্গে বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করেন। তাঁরা বিভিন্ন ইউনিভার্সিটিতে যান এবং দেশের জন্য তাঁরা কী করতে পারেন সেগুলো নিয়ে বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করেন। এ ছাড়া বেশ কিছু প্রফেশনাল ও ইনস্টিটিউশনের সঙ্গে তাঁরা মিটিং করেন। 

বিজয়ী দলের প্রজেক্ট ‘ডায়মন্ড ইন দা স্কাই’ একটি ইন্টারেকটিভ গেম ভিত্তিক স্পেস লার্নিং সিস্টেম, যার মাধ্যমে শিশুরা নক্ষত্রগুলোর পরিবর্তনের (রঙের পরিবর্তন, উজ্জ্বলতা, ভরের পরিবর্তন) পেছনে লুকিয়ে থাকা কারণগুলো সম্পর্কে জানতে পারবে। গেমটি খেলার মাধ্যমে শিশুরা নিজস্ব নক্ষত্র তৈরি থেকে শুরু করে নক্ষত্রগুলোর ধরন, রঙের পরিবর্তন, উজ্জ্বলতা, ভরের পরিবর্তন সম্পর্কে আগাম বলতে পারবে। 

শিক্ষার্থীদের এই সাফল্যে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান ও উপাচার্য প্রফেসর এম লুৎফর রহমান দলের সদস্যদের অভিনন্দন জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

খেজুরে অতি মুনাফা, হতাশ ক্রেতা

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

কলাবাগানে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেলের মরদেহ উদ্ধার

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত