শিক্ষা ডেস্ক
লেখাপড়ায় ভালো করতে হলে সবচেয়ে জরুরি হলো মনোযোগ ধরে রাখা। কিন্তু নানা কারণে পড়ার সময় অনেকের মন বসে না। নিচে কিছু কার্যকর উপায় দেওয়া হলো, যা অনুসরণ করলে লেখাপড়ায় মনোযোগ বাড়বে।
বিষয়ের প্রতি আগ্রহ গড়ে তোলো
যে বিষয়টি ভালো লাগবে না, সেটিতে মনোযোগ দেওয়া কঠিন। তাই পড়ার আগে বিষয়টি নিজের কাছে আকর্ষণীয় করে তোলার চেষ্টা কোরো।
নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলো
মনের মধ্যে যদি রাগ, ক্ষোভ, ঈর্ষা বা হতাশা বাসা বাঁধে, তাহলে মনোযোগ ধরে রাখা কঠিন। ইতিবাচক ভাবনায় নিজেকে ব্যস্ত রাখো।
শ্রোতা হও, শুধু বক্তা নয়
শুধু নিজে বলতে চাইলে হবে না, অন্যের কথাও মনোযোগ দিয়ে শুনতে হবে। ক্লাসে শিক্ষকের কথা ভালোভাবে কান দাও, বুঝে শুনে পড়ো—তাহলেই শিখতে সুবিধা হবে।
নিজের ওপর বিশ্বাস রাখো
নিজেকে কখনো ছোট মনে কোরো না। হীনম্মন্যতা নয়, আত্মবিশ্বাসই মনোযোগ ও আগ্রহ বাড়ায়।
মন অন্যদিকে গেলে ফিরিয়ে আনো
পড়ার সময় অন্য চিন্তা এলে তা দূর করার চেষ্টা করো। মনোযোগ হারালে একটু বিরতি নিয়ে আবার শুরু করো।
নিজের পছন্দের সময় কাজে লাগাও
যে সময়টাতে পড়তে ভালো লাগে, তখনই গা ছড়িয়ে গভীর মনোযোগে পড়ো।
শান্ত পরিবেশে পড়ো
শব্দ, হইচই বা অসুবিধাজনক জায়গায় মনোযোগ ধরে রাখা কঠিন। তাই পড়ার জন্য আরামদায়ক ও নিরিবিলি জায়গা বেছে নাও।
বিরক্তিকর জিনিস এড়িয়ে চলো
যে জিনিস বা শব্দ মনোযোগ নষ্ট করে, তা যতটা সম্ভব এড়িয়ে চলো।
শরীর সুস্থ রাখো
শরীর অসুস্থ থাকলে মনোযোগ ধরে রাখা কঠিন। তাই নিয়মিত ঘুম, ব্যায়াম ও পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলো।
লেখাপড়াকে ভালোবাসো
যে কাজকে ভালোবাসা যায়, সেটাতেই মন বসে। লেখাপড়াকে ভালোবাসো —তবেই তা সহজ লাগবে।
গবেষণায় দেখা গেছে, মনোযোগ দিয়ে শোনা, দেখা, অনুশীলন ও অধ্যয়নের মাধ্যমে যেকোনো বিষয়ের প্রায় ৯৫ শতাংশ মনে রাখা সম্ভব। তাই মনোযোগ দিয়েই শেখো—এই চর্চাই তোমাকে জীবনের প্রতিটি পরীক্ষায় সফল করবে।
লেখাপড়ায় ভালো করতে হলে সবচেয়ে জরুরি হলো মনোযোগ ধরে রাখা। কিন্তু নানা কারণে পড়ার সময় অনেকের মন বসে না। নিচে কিছু কার্যকর উপায় দেওয়া হলো, যা অনুসরণ করলে লেখাপড়ায় মনোযোগ বাড়বে।
বিষয়ের প্রতি আগ্রহ গড়ে তোলো
যে বিষয়টি ভালো লাগবে না, সেটিতে মনোযোগ দেওয়া কঠিন। তাই পড়ার আগে বিষয়টি নিজের কাছে আকর্ষণীয় করে তোলার চেষ্টা কোরো।
নেতিবাচক চিন্তা ঝেড়ে ফেলো
মনের মধ্যে যদি রাগ, ক্ষোভ, ঈর্ষা বা হতাশা বাসা বাঁধে, তাহলে মনোযোগ ধরে রাখা কঠিন। ইতিবাচক ভাবনায় নিজেকে ব্যস্ত রাখো।
শ্রোতা হও, শুধু বক্তা নয়
শুধু নিজে বলতে চাইলে হবে না, অন্যের কথাও মনোযোগ দিয়ে শুনতে হবে। ক্লাসে শিক্ষকের কথা ভালোভাবে কান দাও, বুঝে শুনে পড়ো—তাহলেই শিখতে সুবিধা হবে।
নিজের ওপর বিশ্বাস রাখো
নিজেকে কখনো ছোট মনে কোরো না। হীনম্মন্যতা নয়, আত্মবিশ্বাসই মনোযোগ ও আগ্রহ বাড়ায়।
মন অন্যদিকে গেলে ফিরিয়ে আনো
পড়ার সময় অন্য চিন্তা এলে তা দূর করার চেষ্টা করো। মনোযোগ হারালে একটু বিরতি নিয়ে আবার শুরু করো।
নিজের পছন্দের সময় কাজে লাগাও
যে সময়টাতে পড়তে ভালো লাগে, তখনই গা ছড়িয়ে গভীর মনোযোগে পড়ো।
শান্ত পরিবেশে পড়ো
শব্দ, হইচই বা অসুবিধাজনক জায়গায় মনোযোগ ধরে রাখা কঠিন। তাই পড়ার জন্য আরামদায়ক ও নিরিবিলি জায়গা বেছে নাও।
বিরক্তিকর জিনিস এড়িয়ে চলো
যে জিনিস বা শব্দ মনোযোগ নষ্ট করে, তা যতটা সম্ভব এড়িয়ে চলো।
শরীর সুস্থ রাখো
শরীর অসুস্থ থাকলে মনোযোগ ধরে রাখা কঠিন। তাই নিয়মিত ঘুম, ব্যায়াম ও পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলো।
লেখাপড়াকে ভালোবাসো
যে কাজকে ভালোবাসা যায়, সেটাতেই মন বসে। লেখাপড়াকে ভালোবাসো —তবেই তা সহজ লাগবে।
গবেষণায় দেখা গেছে, মনোযোগ দিয়ে শোনা, দেখা, অনুশীলন ও অধ্যয়নের মাধ্যমে যেকোনো বিষয়ের প্রায় ৯৫ শতাংশ মনে রাখা সম্ভব। তাই মনোযোগ দিয়েই শেখো—এই চর্চাই তোমাকে জীবনের প্রতিটি পরীক্ষায় সফল করবে।
ডেনমার্কে ডেনিশ ডেটা সায়েন্স একাডেমি (ডিডিএসএ) ভিজিট গ্রান্ট স্কলারশিপ-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। অর্থায়িত এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
৫ ঘণ্টা আগেইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক যুগ পূর্ণ হতে চলেছে। এই বিশ্ববিদ্যালয় শুধু একটি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নয়; বরং বাংলাদেশের দীর্ঘদিনের মাদ্রাসা শিক্ষাব্যবস্থাকে একটি কেন্দ্রীয় কাঠামোয় এনে নৈতিকতা, জ্ঞান ও গবেষণার পথে এগিয়ে নেওয়ার প্রয়াস।
৫ ঘণ্টা আগেহাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে প্রথমবারের মতো দুই দিনব্যাপী (১৮ ও ১৯ জুলাই) ‘আইইইই সিএস বিডিসি সামার সিম্পোজিয়াম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
৫ ঘণ্টা আগেনতুন ভাবনার দীপ্তি নিয়ে যাত্রা শুরু করল একদল উদ্যমী তরুণ। নিজেদের চিন্তা, মেধা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার অঙ্গীকার তাদের। এই প্রত্যয় নিয়ে অনুষ্ঠিত হলো পাঠকবন্ধু গ্রিন ইউনিভার্সিটি শাখার ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটির বিশেষ ওরিয়েন্টেশন।
৫ ঘণ্টা আগে