সাব্বির হোসেন
বুদ্ধিমত্তার বিকাশ এবং শেখার গতি বাড়াতে প্রযুক্তির অবদান দিন দিন বেড়েই চলছে। এআই টুল এমন এক মাধ্যম, যা শেখার দক্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এআই টুল শেখার পদ্ধতিকে পুরোপুরি বদলে দিতে সক্ষম। যদি আপনি এই টুলগুলো সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনি আরও কার্যকরভাবে তথ্য সংগ্রহ করতে পারবেন এবং দ্রুত শিখতে সক্ষম হবেন।
পারপ্লেক্সিটি এআই
পারপ্লেক্সিটি এআই একটি উন্নত এআই-চালিত সার্চ ইঞ্জিন। এই টুল যেকোনো প্রকার প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এটি প্রাকৃতিক ভাষা বুঝতে পারে এবং অনলাইনে পাওয়া তথ্যের ভিত্তিতে তার উৎসসহ সঠিক উত্তর করতে পারে। এটি গবেষণা এবং তথ্য খোঁজার ক্ষেত্রে অমূল্য একটি টুল।
ফিডলি এআই
ফিডলি এআই হলো একটি ব্যক্তিগত কাজ করা নিউজ ফিড, যা আপনার পছন্দের নিউজ চ্যানেল, ব্লগ, আরএসএস ফিড এবং ইউটিউব সাবস্ক্রিপশনের খবরগুলোকে একত্র করে। এটি আপনার পড়ার পছন্দ অনুযায়ী নিউজ ফিড তৈরি করে দেবে, যা আপনাকে সহজে এবং দ্রুততার সঙ্গে তথ্য পেতে সাহায্য করে।
টিএলডিআর দিস
টিএলডিআর দিস একটি অনলাইন টেক্সট সামারি টুল, যা দীর্ঘ প্রবন্ধ, নথি, প্রবন্ধ বা পেপারগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সংক্ষিপ্ত করে দেয়। এর মাধ্যমে আপনি পুরো টেক্সট না পড়েও প্রধান বিষয়গুলো সহজে বুঝতে পারেন।
চ্যাটজিপিটি
চ্যাটজিপিটি একটি জনপ্রিয় এআই টুল, যা বিভিন্ন বিষয়ে গভীরভাবে বুঝতে এবং সহজভাবে ব্যাখ্যা করতে সাহায্য করে। এটা উদাহরণ, রূপকথা, গল্প ইত্যাদির মাধ্যমে জটিল বিষয়গুলো ব্যাখ্যা করে। যদি কোনো বিষয়ে দ্রুত এবং গভীরভাবে বুঝতে চান, চ্যাটজিপিটি হতে পারে আপনার সেরা সহকারী।
টিউটরএআই.মি
টিউটরএআই.মি হলো একটি এআই-চালিত লার্নিং প্ল্যাটফর্ম, যা আপনার শেখার পদ্ধতি অনুযায়ী বিষয়বস্তু তৈরি করে। এখানে আপনার শেখার স্তর নির্ধারণ করতে পারেন এবং বিষয় শেখার অগ্রগতি ট্র্যাকও করতে পারেন।
মাই মাইন্ড
মাই মাইন্ড হলো একটি এআই-চালিত প্ল্যাটফর্ম যা নোট, ছবি, উদ্ধৃতি, পিডিএফ, ভিডিও এবং হাইলাইট সংরক্ষণ করে। এটি ম্যানুয়াল সংগঠনের ঝামেলা ছাড়াই অটো-ট্যাগিংয়ের মাধ্যমে সহজেই সার্চ করা যায়।
গ্লাস্প এআই
গ্লাস্প এআই একটি ক্রোম এক্সটেনশন যা ইউটিউব ভিডিওর টেক্সট সামারি প্রদান করে। এটি ভিডিও সামগ্রীকে সময় নির্ধারণ করে ট্রান্সক্রিপ্টে পরিণত করে। আপনি এটাকে চ্যাট জিপিটির সঙ্গে ব্যবহার করে আরও সহজভাবে বিশ্লেষণ করতে পারেন।
হারপা এআই
হারপা এআই একটি ওয়েবপেজ সারাংশ এবং বিশ্লেষণ টুল। এটি ওয়েবসার্চ, কনটেন্ট জেনারেশন, সামারি তৈরি, ডেটা এক্সট্র্যাকশন, মূল্য ট্র্যাকিং এবং প্রতিদ্বন্দ্বী মনিটরিংয়ের জন্য ব্যবহৃত হয়। আপনি যেকোনো ওয়েবপেজের সামগ্রীকে দ্রুততার সঙ্গে বুঝতে এবং শিখতে হারপা এআই ব্যবহার করতে পারেন।
বুদ্ধিমত্তার বিকাশ এবং শেখার গতি বাড়াতে প্রযুক্তির অবদান দিন দিন বেড়েই চলছে। এআই টুল এমন এক মাধ্যম, যা শেখার দক্ষতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। এআই টুল শেখার পদ্ধতিকে পুরোপুরি বদলে দিতে সক্ষম। যদি আপনি এই টুলগুলো সঠিকভাবে ব্যবহার করেন, তাহলে আপনি আরও কার্যকরভাবে তথ্য সংগ্রহ করতে পারবেন এবং দ্রুত শিখতে সক্ষম হবেন।
পারপ্লেক্সিটি এআই
পারপ্লেক্সিটি এআই একটি উন্নত এআই-চালিত সার্চ ইঞ্জিন। এই টুল যেকোনো প্রকার প্রশ্নের উত্তর দিতে সক্ষম। এটি প্রাকৃতিক ভাষা বুঝতে পারে এবং অনলাইনে পাওয়া তথ্যের ভিত্তিতে তার উৎসসহ সঠিক উত্তর করতে পারে। এটি গবেষণা এবং তথ্য খোঁজার ক্ষেত্রে অমূল্য একটি টুল।
ফিডলি এআই
ফিডলি এআই হলো একটি ব্যক্তিগত কাজ করা নিউজ ফিড, যা আপনার পছন্দের নিউজ চ্যানেল, ব্লগ, আরএসএস ফিড এবং ইউটিউব সাবস্ক্রিপশনের খবরগুলোকে একত্র করে। এটি আপনার পড়ার পছন্দ অনুযায়ী নিউজ ফিড তৈরি করে দেবে, যা আপনাকে সহজে এবং দ্রুততার সঙ্গে তথ্য পেতে সাহায্য করে।
টিএলডিআর দিস
টিএলডিআর দিস একটি অনলাইন টেক্সট সামারি টুল, যা দীর্ঘ প্রবন্ধ, নথি, প্রবন্ধ বা পেপারগুলোকে স্বয়ংক্রিয়ভাবে সংক্ষিপ্ত করে দেয়। এর মাধ্যমে আপনি পুরো টেক্সট না পড়েও প্রধান বিষয়গুলো সহজে বুঝতে পারেন।
চ্যাটজিপিটি
চ্যাটজিপিটি একটি জনপ্রিয় এআই টুল, যা বিভিন্ন বিষয়ে গভীরভাবে বুঝতে এবং সহজভাবে ব্যাখ্যা করতে সাহায্য করে। এটা উদাহরণ, রূপকথা, গল্প ইত্যাদির মাধ্যমে জটিল বিষয়গুলো ব্যাখ্যা করে। যদি কোনো বিষয়ে দ্রুত এবং গভীরভাবে বুঝতে চান, চ্যাটজিপিটি হতে পারে আপনার সেরা সহকারী।
টিউটরএআই.মি
টিউটরএআই.মি হলো একটি এআই-চালিত লার্নিং প্ল্যাটফর্ম, যা আপনার শেখার পদ্ধতি অনুযায়ী বিষয়বস্তু তৈরি করে। এখানে আপনার শেখার স্তর নির্ধারণ করতে পারেন এবং বিষয় শেখার অগ্রগতি ট্র্যাকও করতে পারেন।
মাই মাইন্ড
মাই মাইন্ড হলো একটি এআই-চালিত প্ল্যাটফর্ম যা নোট, ছবি, উদ্ধৃতি, পিডিএফ, ভিডিও এবং হাইলাইট সংরক্ষণ করে। এটি ম্যানুয়াল সংগঠনের ঝামেলা ছাড়াই অটো-ট্যাগিংয়ের মাধ্যমে সহজেই সার্চ করা যায়।
গ্লাস্প এআই
গ্লাস্প এআই একটি ক্রোম এক্সটেনশন যা ইউটিউব ভিডিওর টেক্সট সামারি প্রদান করে। এটি ভিডিও সামগ্রীকে সময় নির্ধারণ করে ট্রান্সক্রিপ্টে পরিণত করে। আপনি এটাকে চ্যাট জিপিটির সঙ্গে ব্যবহার করে আরও সহজভাবে বিশ্লেষণ করতে পারেন।
হারপা এআই
হারপা এআই একটি ওয়েবপেজ সারাংশ এবং বিশ্লেষণ টুল। এটি ওয়েবসার্চ, কনটেন্ট জেনারেশন, সামারি তৈরি, ডেটা এক্সট্র্যাকশন, মূল্য ট্র্যাকিং এবং প্রতিদ্বন্দ্বী মনিটরিংয়ের জন্য ব্যবহৃত হয়। আপনি যেকোনো ওয়েবপেজের সামগ্রীকে দ্রুততার সঙ্গে বুঝতে এবং শিখতে হারপা এআই ব্যবহার করতে পারেন।
রাজধানীর সরকারি সাত কলেজ পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়/সমকক্ষ হওয়ার আগপর্যন্ত এর সার্বিক কার্যক্রম পরিচালিত হবে অধিভুক্ত কলেজের একজন অধ্যক্ষের নেতৃত্বে। আর পুরো কার্যক্রমের নজরদারিতে থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সদস্য।
৯ ঘণ্টা আগেবিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের কাছে কানাডা অন্যতম একটি গন্তব্য। প্রতিবছর বাংলাদেশ থেকেও অনেক শিক্ষার্থী দেশটিতে পড়তে আসেন। উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত ইউরোপের এই দেশটি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে থাকে।
২ দিন আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
২ দিন আগে২০২৪–২০২৫ শিক্ষাবর্ষে সরকারি–বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রাথমিকভাবে মোট ৫১৮ জন ভর্তিচ্ছুক প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
২ দিন আগে