মারুফা মাহজাবীন মম
টাইমস হায়ার এডুকেশনের মতে, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় প্রথম হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ইংল্যান্ডে অবস্থিত শিক্ষা ও গবেষণায় সেরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১০৯৬ সালে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘রোডস স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তির পরিমাণ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তির আওতায় মাসে ১ হাজার ৫৯১ পাউন্ড বা বছরে ১৯ হাজার ৯২ পাউন্ড তহবিল হিসেবে দেওয়া হবে।
সুযোগ-সুবিধা
⬤ সম্পূর্ণ কোর্স ফি মওকুফ করা হবে।
⬤ বার্ষিক উপবৃত্তি দেওয়া হবে।
⬤ বাসস্থান খরচ দেওয়া হবে।
⬤ জীবনযাত্রার খরচ হিসেবে তহবিল দেওয়া হবে।
⬤ ভিসা ফি বাবদ খরচ দেওয়া হবে।
⬤ স্বাস্থ্যবিমার সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা
⬤ স্নাতকে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪-এর মধ্যে ৩.৭০ পেতে হবে।
⬤ স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের বয়স ১ অক্টোবর, ২০২৪-এ ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। দেরিতে স্নাতক সম্পন্ন করেছেন এমন শিক্ষার্থীর বয়স ১ অক্টোবর, ২০২৪-এ ২৭ বছরের কম এবং ১ অক্টোবর, ২০২৩-এ বা এরপরে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে।
⬤ ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ দিতে হবে।
প্রয়োজনীয় নথি
⬤ জীবনবৃত্তান্ত
⬤ জন্মনিবন্ধন
⬤ জাতীয় পরিচয়পত্র
⬤ পাসপোর্ট
⬤ একাডেমিক ট্রান্সক্রিপ্ট
⬤ একাডেমিক বিবৃতি
⬤ ব্যক্তিগত বিবৃতি
⬤ টোয়েফল/আইইএলটিএস সনদ
⬤ রেফারেন্স লেটার
আবেদনের শেষ সময়: ১ আগস্ট, ২০২৪।
আবেদনের প্রক্রিয়া
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে রোডস বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়া এবং বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে পারবেন এই ওয়েবসাইটে।
সূত্র: রোডস ট্রাস্ট ওয়েবসাইট।
টাইমস হায়ার এডুকেশনের মতে, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় প্রথম হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ইংল্যান্ডে অবস্থিত শিক্ষা ও গবেষণায় সেরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১০৯৬ সালে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ‘রোডস স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বৃত্তির পরিমাণ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের এই বৃত্তির আওতায় মাসে ১ হাজার ৫৯১ পাউন্ড বা বছরে ১৯ হাজার ৯২ পাউন্ড তহবিল হিসেবে দেওয়া হবে।
সুযোগ-সুবিধা
⬤ সম্পূর্ণ কোর্স ফি মওকুফ করা হবে।
⬤ বার্ষিক উপবৃত্তি দেওয়া হবে।
⬤ বাসস্থান খরচ দেওয়া হবে।
⬤ জীবনযাত্রার খরচ হিসেবে তহবিল দেওয়া হবে।
⬤ ভিসা ফি বাবদ খরচ দেওয়া হবে।
⬤ স্বাস্থ্যবিমার সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা
⬤ স্নাতকে প্রথম শ্রেণি অথবা সিজিপিএ ৪-এর মধ্যে ৩.৭০ পেতে হবে।
⬤ স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের বয়স ১ অক্টোবর, ২০২৪-এ ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। দেরিতে স্নাতক সম্পন্ন করেছেন এমন শিক্ষার্থীর বয়স ১ অক্টোবর, ২০২৪-এ ২৭ বছরের কম এবং ১ অক্টোবর, ২০২৩-এ বা এরপরে স্নাতক ডিগ্রি সম্পন্ন করতে হবে।
⬤ ইংরেজি ভাষা দক্ষতার প্রমাণ দিতে হবে।
প্রয়োজনীয় নথি
⬤ জীবনবৃত্তান্ত
⬤ জন্মনিবন্ধন
⬤ জাতীয় পরিচয়পত্র
⬤ পাসপোর্ট
⬤ একাডেমিক ট্রান্সক্রিপ্ট
⬤ একাডেমিক বিবৃতি
⬤ ব্যক্তিগত বিবৃতি
⬤ টোয়েফল/আইইএলটিএস সনদ
⬤ রেফারেন্স লেটার
আবেদনের শেষ সময়: ১ আগস্ট, ২০২৪।
আবেদনের প্রক্রিয়া
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে রোডস বৃত্তি নিয়ে পড়াশোনার জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের প্রক্রিয়া এবং বিস্তারিত তথ্য সম্পর্কে জানতে পারবেন এই ওয়েবসাইটে।
সূত্র: রোডস ট্রাস্ট ওয়েবসাইট।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা অভিযোগ করে বলেছেন, নিয়ম ছিল প্রার্থীরা যেতে পারবে, তারা (বিএনপি ও শিবিরের প্রার্থী) গিয়েছে, কিন্তু আমাদের যেতে দেওয়া হয়নি। কেন আমাদের যেতে দেওয়া হলো না? কারণ, এই নির্বাচনে বিএনপিপন্থী ও জামায়াতপন্থী শিক্ষকদের অনেকে...
৩৯ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের আইন ভাঙার অভিযোগ তুলেছেন প্রতিরোধ পর্ষদের ভিপি প্রার্থী শেখ তাসনিম আফরোজ ইমি। তিনি বলেছেন, ‘এমন ঘটনাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না।’
৪১ মিনিট আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেছেন, ‘কিছু কেন্দ্রের গণনা এগিয়েছে, কিছু কিছু পিছিয়ে আছে।’
৪৪ মিনিট আগেভিপি না হলে কাল থেকে আবার পড়ার টেবিলে ফিরে যাবেন বলে জানিয়েছেন ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন। আজ মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি এমনটি জানান।
১ ঘণ্টা আগে