Ajker Patrika

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় যৌতুকের টাকা না দেওয়ায় সুফিয়া খাতুন (৩২) নামের এক নারীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত সুফিয়া খাতুন দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের রাজমিস্ত্রি জাকিরুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, প্রায় ১৮ বছর আগে জুড়ানপুর গ্রামের মাদ্রাসাপাড়ার নিজাম উদ্দিনের ছেলে জাকিরুল ইসলামের সঙ্গে একই গ্রামের মসজিদ পাড়ার ইসলাম আলীর মেয়ে সুফিয়া খাতুনের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়েও রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের দাবি করে আসছে জাকিরুল। কয়েকবার টাকা দেওয়ার পরও বারবার আরও টাকা দাবি করছিলেন তিনি। 

নিহতের বড় ভাই আব্দুর রশিদ বলেন, ‘জাকিরুল যৌতুকের টাকা চেয়ে প্রায়ই আমার বোনকে মারধর করত। গত ২৮ ডিসেম্বর সুফিয়াকে মারধর করে একটি দাঁত ভেঙে দিয়েছে জাকিরুল। গতকাল বৃহস্পতিবার রাতে তাকে আবারও মারধর করে সে। রাত আড়াইটার দিকে সুফিয়ার চিকিৎসার জন্য কবিরাজ নিয়ে আসে জাকিরুল। আজ সকালে জানতে পারি আমার বোন মারা গেছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।’

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটিতে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত