Ajker Patrika

ইবির খালেদা জিয়া হলের ৯ কক্ষে চুরি

প্রতিনিধি, ইবি
ইবির খালেদা জিয়া হলের ৯ কক্ষে চুরি

বন্ধ ক্যাম্পাসে একের পর এক চুরির মহোৎসব চলছে। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বেগম খালেদা জিয়া ছাত্রী হলের অন্তত ৯টি কক্ষে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে চুরির ঘটনাটি জানাজানি হয়। তবে চুরির ঘটনা কবে নাগাদ ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি হল প্রশাসন।

জানা যায়, হলের দক্ষিণ ব্লকের ৯টি কক্ষের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলার কক্ষের সামনে ভাঙা তালা পরে থাকতে দেখেন আনসার সদস্যরা। কক্ষগুলো হলো- ২০৫, ২০৬, ২০৭, ২০৮, ২০৯, ২১২, ২১৩, ৩১০ ও ৪১১।

দায়িত্বরত আনসার সদস্যদের ধারণা, প্রাচীর টপকে গ্রিল ভেঙে হলের ডাইনিংয়ে ঢোকে চোর। ডাইনিং থেকে ৬/৭টি বেসিনের স্টিল ট্যাপ চুরি হয়েছে। যেগুলো নতুন লাগানো হয়েছিল। পরে ডাইনিং থেকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলার কক্ষগুলোতে তালা ভেঙে কক্ষে প্রবেশ করা হয়েছে। কক্ষগুলোর সামনে তালাগুলো পড়ে থাকতে দেখা যায়। কক্ষের ভেতরে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। তবে হল বন্ধ থাকায় কক্ষ থেকে কী কী চুরি হয়েছে সে বিষয়ে জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, ঘটনাটি শুনেছি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এটি অপ্রত্যাশিত ঘটনা। আশা করি তদন্তে ঘটনার আদ্যোপান্ত প্রকাশ পাবে।

উল্লেখ্য, করোনা মহামারিতে ক্যাম্পাস বন্ধ হওয়ার পর আরও চারটি চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। চুরি ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

যুবককে ধর্ষণের প্রত্যয়নপত্র দিলেন ইউপি চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত