Ajker Patrika

চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ, ২ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ, ২ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় র‍্যাব ও প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুর ১টায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোলাম মোস্তফা নামে এক গুদাম মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, শহরের বাগানপাড়ায় পুলিশ সদস্য মবিরুল ইসলামের বাড়িতে দীর্ঘদিন থেকে ভাড়া থাকেন গোলাম মোস্তফা (৩৮)। তিনি আলমডাঙ্গা উপজেলার নওলামারী গ্রামের রিকাত আলীর ছেলে। ওই ভাড়া বাড়িতে নকল প্রসাধনী মজুত করে ব্যবসা করে আসছেন তিনি। আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার বড় বাজারে অবস্থিত তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান অভি-অনিক এন্টারপ্রাইজে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে কিছু নকল প্রসাধনী জব্দ করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গোলাম মোস্তফার বাড়িতে অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গায় র‍্যাব ও প্রশাসনের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নকল প্রসাধনী জব্দ করা হয়েছেপ্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে শহরের বাগানপাড়ার তাঁর বসতবাড়ি থেকে নামীদামি ব্র্যান্ডের নকল প্রসাধনীগুলো জব্দ করা হয়। অভিযান শেষে ওই বাড়ির গুদামটি সিলগালা করা হয়। এ ছাড়া নকল প্রসাধনী মজুত রাখার অপরাধে গুদাম মালিক গোলাম মোস্তফাকে ২ লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান বলেন, নকল প্রসাধনী মজুত রাখার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারায় গুদাম মালিক গোলাম মোস্তফাকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন-ঝিনাইদহ র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা জেলা কর্মকর্তা মিলন মিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত