Ajker Patrika

কুয়েত যেতে ২৫ হাজার রুপিতে আঙুলের ছাপ বদল, গ্রেপ্তার ৪ 

কুয়েত যেতে ২৫ হাজার রুপিতে আঙুলের ছাপ বদল, গ্রেপ্তার ৪ 

আপনি যদি মনে করে থাকেন, আঙুলের ছাপ একদম নিরাপদ। কোনোভাবেই এর জালিয়াতি সম্ভব নয়, তাহলে আপনি ভুল। ভারতের তেলেঙ্গানায় ২৫ হাজার টাকায় আঙুলের ছাপ বদল করায় যায় মাত্র ২৫ হাজার টাকায়। সম্প্রতি এমনই এক চক্রের দুই সদস্যসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, সার্জারির মাধ্যমে অনেকে আঙুলের ছাপ বদল করে কুয়েতে যাওয়ার আবেদনও করেছেন। সম্প্রতি সার্জারি করে আঙুলের ছাপ বদলাতে কাডাপা থেকে হায়দরাবাদে এসেছিলেন বেশ কয়েকজন। উঠেছিলেন একটি হোটেলে। তবে পুলিশ তাদের সার্জারি করার মূল হোতাকে গ্রেপ্তার করায় তা আর হয়ে ওঠেনি। গ্রেপ্তারকৃত দুজন হলেন—গজ্জলকোগারি নাগা মুনেশ্বর রেড্ডি ও সাগাবালা ভেঙ্কাট রামানা।

গত সোমবার ঘাটকেশর পুলিশের সঙ্গে মালকাজগিরি জোন পুলিশের একটি বিশেষ দল একটি যৌথ অভিযান পরিচালনা করে গজ্জলকোগারি নাগা মুনেশ্বর রেড্ডি, সাগাবালা ভেঙ্কট রমনা, বোভিল্লা শিব শংকর রেড্ডি এবং রেন্ডলা রমা কৃষ্ণ রেড্ডি নামে চারজনকে গ্রেপ্তার করে। বোভিল্লা শিব শংকর ও রেন্ডলা রামা কৃষ্ণ কুয়েতে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করেছিলেন। তাদের কর্মকাণ্ডের কারণে তাদের দেশটি থেকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি তাঁরা আঙুলের ছাপ বদলে কুয়েতে ফেরার লক্ষ্যেই সার্জারি করতে এসেছিলেন। 

পুলিশ জানিয়েছে—৩৬ বছর বয়েসি গজ্জলকোগারি নাগা মুনেশ্বর রেড্ডি পেশায় এক রেডিওলজিস্ট এবং এক্স–রে টেকনিশিয়ান। বাড়ি কাডাপা জেলায়। তাঁর সহযোগী ৩৯ বছর বয়সী সাগাবালা ভেঙ্কাট রামানা পেশায় অ্যানেসথেসিয়া টেকনিশিয়ান। কাজ করেন তিরুপাথির ডিবিআর হাসপাতালে। 

পুলিশ আরও জানিয়েছে, এই দুজন ভারতের রাজস্থান, কেরালাসহ বিভিন্ন রাজ্যে এ ধরনের অন্তত ১১টি সার্জারি করেছেন। যারা এরই মধ্যে সার্জারি করে ফেলেছে, পুলিশ তাদের সন্ধানে তল্লাশি শুরু করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত