অনলাইন ডেস্ক
আপনি যদি মনে করে থাকেন, আঙুলের ছাপ একদম নিরাপদ। কোনোভাবেই এর জালিয়াতি সম্ভব নয়, তাহলে আপনি ভুল। ভারতের তেলেঙ্গানায় ২৫ হাজার টাকায় আঙুলের ছাপ বদল করায় যায় মাত্র ২৫ হাজার টাকায়। সম্প্রতি এমনই এক চক্রের দুই সদস্যসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সার্জারির মাধ্যমে অনেকে আঙুলের ছাপ বদল করে কুয়েতে যাওয়ার আবেদনও করেছেন। সম্প্রতি সার্জারি করে আঙুলের ছাপ বদলাতে কাডাপা থেকে হায়দরাবাদে এসেছিলেন বেশ কয়েকজন। উঠেছিলেন একটি হোটেলে। তবে পুলিশ তাদের সার্জারি করার মূল হোতাকে গ্রেপ্তার করায় তা আর হয়ে ওঠেনি। গ্রেপ্তারকৃত দুজন হলেন—গজ্জলকোগারি নাগা মুনেশ্বর রেড্ডি ও সাগাবালা ভেঙ্কাট রামানা।
গত সোমবার ঘাটকেশর পুলিশের সঙ্গে মালকাজগিরি জোন পুলিশের একটি বিশেষ দল একটি যৌথ অভিযান পরিচালনা করে গজ্জলকোগারি নাগা মুনেশ্বর রেড্ডি, সাগাবালা ভেঙ্কট রমনা, বোভিল্লা শিব শংকর রেড্ডি এবং রেন্ডলা রমা কৃষ্ণ রেড্ডি নামে চারজনকে গ্রেপ্তার করে। বোভিল্লা শিব শংকর ও রেন্ডলা রামা কৃষ্ণ কুয়েতে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করেছিলেন। তাদের কর্মকাণ্ডের কারণে তাদের দেশটি থেকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি তাঁরা আঙুলের ছাপ বদলে কুয়েতে ফেরার লক্ষ্যেই সার্জারি করতে এসেছিলেন।
পুলিশ জানিয়েছে—৩৬ বছর বয়েসি গজ্জলকোগারি নাগা মুনেশ্বর রেড্ডি পেশায় এক রেডিওলজিস্ট এবং এক্স–রে টেকনিশিয়ান। বাড়ি কাডাপা জেলায়। তাঁর সহযোগী ৩৯ বছর বয়সী সাগাবালা ভেঙ্কাট রামানা পেশায় অ্যানেসথেসিয়া টেকনিশিয়ান। কাজ করেন তিরুপাথির ডিবিআর হাসপাতালে।
পুলিশ আরও জানিয়েছে, এই দুজন ভারতের রাজস্থান, কেরালাসহ বিভিন্ন রাজ্যে এ ধরনের অন্তত ১১টি সার্জারি করেছেন। যারা এরই মধ্যে সার্জারি করে ফেলেছে, পুলিশ তাদের সন্ধানে তল্লাশি শুরু করে।
আপনি যদি মনে করে থাকেন, আঙুলের ছাপ একদম নিরাপদ। কোনোভাবেই এর জালিয়াতি সম্ভব নয়, তাহলে আপনি ভুল। ভারতের তেলেঙ্গানায় ২৫ হাজার টাকায় আঙুলের ছাপ বদল করায় যায় মাত্র ২৫ হাজার টাকায়। সম্প্রতি এমনই এক চক্রের দুই সদস্যসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সার্জারির মাধ্যমে অনেকে আঙুলের ছাপ বদল করে কুয়েতে যাওয়ার আবেদনও করেছেন। সম্প্রতি সার্জারি করে আঙুলের ছাপ বদলাতে কাডাপা থেকে হায়দরাবাদে এসেছিলেন বেশ কয়েকজন। উঠেছিলেন একটি হোটেলে। তবে পুলিশ তাদের সার্জারি করার মূল হোতাকে গ্রেপ্তার করায় তা আর হয়ে ওঠেনি। গ্রেপ্তারকৃত দুজন হলেন—গজ্জলকোগারি নাগা মুনেশ্বর রেড্ডি ও সাগাবালা ভেঙ্কাট রামানা।
গত সোমবার ঘাটকেশর পুলিশের সঙ্গে মালকাজগিরি জোন পুলিশের একটি বিশেষ দল একটি যৌথ অভিযান পরিচালনা করে গজ্জলকোগারি নাগা মুনেশ্বর রেড্ডি, সাগাবালা ভেঙ্কট রমনা, বোভিল্লা শিব শংকর রেড্ডি এবং রেন্ডলা রমা কৃষ্ণ রেড্ডি নামে চারজনকে গ্রেপ্তার করে। বোভিল্লা শিব শংকর ও রেন্ডলা রামা কৃষ্ণ কুয়েতে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করেছিলেন। তাদের কর্মকাণ্ডের কারণে তাদের দেশটি থেকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি তাঁরা আঙুলের ছাপ বদলে কুয়েতে ফেরার লক্ষ্যেই সার্জারি করতে এসেছিলেন।
পুলিশ জানিয়েছে—৩৬ বছর বয়েসি গজ্জলকোগারি নাগা মুনেশ্বর রেড্ডি পেশায় এক রেডিওলজিস্ট এবং এক্স–রে টেকনিশিয়ান। বাড়ি কাডাপা জেলায়। তাঁর সহযোগী ৩৯ বছর বয়সী সাগাবালা ভেঙ্কাট রামানা পেশায় অ্যানেসথেসিয়া টেকনিশিয়ান। কাজ করেন তিরুপাথির ডিবিআর হাসপাতালে।
পুলিশ আরও জানিয়েছে, এই দুজন ভারতের রাজস্থান, কেরালাসহ বিভিন্ন রাজ্যে এ ধরনের অন্তত ১১টি সার্জারি করেছেন। যারা এরই মধ্যে সার্জারি করে ফেলেছে, পুলিশ তাদের সন্ধানে তল্লাশি শুরু করে।
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর মতলব উত্তর মোহনপুরের চড় আব্দুল্লাহপুর নাছিরার চরে নদীতে এ ঘটনা ঘটে।
১ দিন আগেরাজধানীর মোহাম্মদপুরে আবারও অস্ত্রের মুখে একটি পরিবারকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোররাতে মোহাম্মদপুরের বছিলাসংলগ্ন লাউতলা এলাকার ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী তত্ত্বাবধায়ক নাসিমা বেগম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
২৮ নভেম্বর ২০২৪রাজধানীর বিমানবন্দরে শরীরে বিশেষ কৌশলে গাঁজা নিয়ে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তিনজন কিশোর। তাঁরা বর্তমানে কিশোর সংশোধনাগারের রয়েছে।
০৮ নভেম্বর ২০২৪পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সিঙ্গাপুরে যান দুই ভাই উজ্জ্বল মিয়া ও মো. ঝন্টু। সেখানে থাকা অবস্থায় মুঠোফোনে ভাবির সঙ্গে পরকীয়ায় জড়ান ছোট ভাই মো. ঝন্টু। পরে দেশে ফিরে ভাবিকে বিয়ে করার জন্য আপন বড় ভাই উজ্জ্বল মিয়াকে খুন করে ছোট ভাই।
০৭ নভেম্বর ২০২৪