আপনি যদি মনে করে থাকেন, আঙুলের ছাপ একদম নিরাপদ। কোনোভাবেই এর জালিয়াতি সম্ভব নয়, তাহলে আপনি ভুল। ভারতের তেলেঙ্গানায় ২৫ হাজার টাকায় আঙুলের ছাপ বদল করায় যায় মাত্র ২৫ হাজার টাকায়। সম্প্রতি এমনই এক চক্রের দুই সদস্যসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সার্জারির মাধ্যমে অনেকে আঙুলের ছাপ বদল করে কুয়েতে যাওয়ার আবেদনও করেছেন। সম্প্রতি সার্জারি করে আঙুলের ছাপ বদলাতে কাডাপা থেকে হায়দরাবাদে এসেছিলেন বেশ কয়েকজন। উঠেছিলেন একটি হোটেলে। তবে পুলিশ তাদের সার্জারি করার মূল হোতাকে গ্রেপ্তার করায় তা আর হয়ে ওঠেনি। গ্রেপ্তারকৃত দুজন হলেন—গজ্জলকোগারি নাগা মুনেশ্বর রেড্ডি ও সাগাবালা ভেঙ্কাট রামানা।
গত সোমবার ঘাটকেশর পুলিশের সঙ্গে মালকাজগিরি জোন পুলিশের একটি বিশেষ দল একটি যৌথ অভিযান পরিচালনা করে গজ্জলকোগারি নাগা মুনেশ্বর রেড্ডি, সাগাবালা ভেঙ্কট রমনা, বোভিল্লা শিব শংকর রেড্ডি এবং রেন্ডলা রমা কৃষ্ণ রেড্ডি নামে চারজনকে গ্রেপ্তার করে। বোভিল্লা শিব শংকর ও রেন্ডলা রামা কৃষ্ণ কুয়েতে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করেছিলেন। তাদের কর্মকাণ্ডের কারণে তাদের দেশটি থেকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি তাঁরা আঙুলের ছাপ বদলে কুয়েতে ফেরার লক্ষ্যেই সার্জারি করতে এসেছিলেন।
পুলিশ জানিয়েছে—৩৬ বছর বয়েসি গজ্জলকোগারি নাগা মুনেশ্বর রেড্ডি পেশায় এক রেডিওলজিস্ট এবং এক্স–রে টেকনিশিয়ান। বাড়ি কাডাপা জেলায়। তাঁর সহযোগী ৩৯ বছর বয়সী সাগাবালা ভেঙ্কাট রামানা পেশায় অ্যানেসথেসিয়া টেকনিশিয়ান। কাজ করেন তিরুপাথির ডিবিআর হাসপাতালে।
পুলিশ আরও জানিয়েছে, এই দুজন ভারতের রাজস্থান, কেরালাসহ বিভিন্ন রাজ্যে এ ধরনের অন্তত ১১টি সার্জারি করেছেন। যারা এরই মধ্যে সার্জারি করে ফেলেছে, পুলিশ তাদের সন্ধানে তল্লাশি শুরু করে।
আপনি যদি মনে করে থাকেন, আঙুলের ছাপ একদম নিরাপদ। কোনোভাবেই এর জালিয়াতি সম্ভব নয়, তাহলে আপনি ভুল। ভারতের তেলেঙ্গানায় ২৫ হাজার টাকায় আঙুলের ছাপ বদল করায় যায় মাত্র ২৫ হাজার টাকায়। সম্প্রতি এমনই এক চক্রের দুই সদস্যসহ মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সার্জারির মাধ্যমে অনেকে আঙুলের ছাপ বদল করে কুয়েতে যাওয়ার আবেদনও করেছেন। সম্প্রতি সার্জারি করে আঙুলের ছাপ বদলাতে কাডাপা থেকে হায়দরাবাদে এসেছিলেন বেশ কয়েকজন। উঠেছিলেন একটি হোটেলে। তবে পুলিশ তাদের সার্জারি করার মূল হোতাকে গ্রেপ্তার করায় তা আর হয়ে ওঠেনি। গ্রেপ্তারকৃত দুজন হলেন—গজ্জলকোগারি নাগা মুনেশ্বর রেড্ডি ও সাগাবালা ভেঙ্কাট রামানা।
গত সোমবার ঘাটকেশর পুলিশের সঙ্গে মালকাজগিরি জোন পুলিশের একটি বিশেষ দল একটি যৌথ অভিযান পরিচালনা করে গজ্জলকোগারি নাগা মুনেশ্বর রেড্ডি, সাগাবালা ভেঙ্কট রমনা, বোভিল্লা শিব শংকর রেড্ডি এবং রেন্ডলা রমা কৃষ্ণ রেড্ডি নামে চারজনকে গ্রেপ্তার করে। বোভিল্লা শিব শংকর ও রেন্ডলা রামা কৃষ্ণ কুয়েতে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করেছিলেন। তাদের কর্মকাণ্ডের কারণে তাদের দেশটি থেকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি তাঁরা আঙুলের ছাপ বদলে কুয়েতে ফেরার লক্ষ্যেই সার্জারি করতে এসেছিলেন।
পুলিশ জানিয়েছে—৩৬ বছর বয়েসি গজ্জলকোগারি নাগা মুনেশ্বর রেড্ডি পেশায় এক রেডিওলজিস্ট এবং এক্স–রে টেকনিশিয়ান। বাড়ি কাডাপা জেলায়। তাঁর সহযোগী ৩৯ বছর বয়সী সাগাবালা ভেঙ্কাট রামানা পেশায় অ্যানেসথেসিয়া টেকনিশিয়ান। কাজ করেন তিরুপাথির ডিবিআর হাসপাতালে।
পুলিশ আরও জানিয়েছে, এই দুজন ভারতের রাজস্থান, কেরালাসহ বিভিন্ন রাজ্যে এ ধরনের অন্তত ১১টি সার্জারি করেছেন। যারা এরই মধ্যে সার্জারি করে ফেলেছে, পুলিশ তাদের সন্ধানে তল্লাশি শুরু করে।
সবার সামনে পিটিয়ে হত্যা, পাথরে শরীর থেঁতলে দেওয়া, নিজের বাড়ির সামনে গুলি করে পায়ের রগ কেটে হত্যা, অস্ত্র দেখিয়ে সর্বস্ব ছিনতাই, চাঁদা না পেয়ে গুলি—এ ধরনের বেশ কয়েকটি ঘটনা কয়েক দিন ধরে বেশ আলোচিত। কিন্তু পুলিশ অনেকটাই নির্বিকার। প্রতিটি ঘটনার সিটিটিভি ফুটেজ থাকলেও সব অপরাধীকে গ্রেপ্তার করেনি পুলিশ।
৮ দিন আগেএবার রাজধানীর শ্যামলীতে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে, মানিব্যাগ, কাঁধের ব্যাগ ও মোবাইল ফোন নেওয়ার পর ছিনতাইকারীরা এক যুবকের পোশাক ও জুতা খুলে নিয়ে গেছে।
১০ দিন আগেমোবাইল চুরির ঘটনায় বোরহান নামের এক তরুণকে বেধড়ক মারধর করা হয়। ছেলেকে বাঁচাতে বোরহানের বাবা রুবির পরিবারের সাহায্য চান। বসে এক গ্রাম্য সালিস। তবে সেই সালিসে কোনো মীমাংসা হয় না। এরই মধ্য নিখোঁজ হয়ে যান বোরহান। এতে এলাকায় রব পড়ে বোরহানকে হত্যা ও লাশ গুম করে ফেলা হয়েছে। তখন বোরহানের বাবা থানায় অভিযোগ দা
১৭ দিন আগেমালয়েশিয়ায় জঙ্গিসংশ্লিষ্টতার অভিযোগে আটক করে বাংলাদেশে ফেরত পাঠানোর পর তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১৭ দিন আগে