ফুটবলের প্রথম বিলিয়নিয়ার ক্লাব রিয়াল, কোথায় বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ প্রথম ফুটবল ক্লাব যারা বার্ষিক ১ বিলিয়ন ইউরোর বেশি আয় করেছে। আর্থিক কনসালটিং ফার্ম ডেলয়েটের প্রকাশিত ২৮ তম ‘ফুটবল মানি লিগ’ রিপোর্টে বলা হয়েছে, ২০২৩-২৪ মৌসুমে ১.০৪৬ বিলিয়ন বা প্রায় ১০৪ কোটি ইউরো আয় করেছে রিয়াল। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার ৩২০ কোটি টাকা। এই মৌসুমে তারা জিতেছিল লা লিগা