ক্রীড়া ডেস্ক
চলতি মৌসুম শেষেই লিভারপুল ছাড়ার ঘোষণা কয়েক দিন আগে দিয়েছেন মোহামেদ সালাহ। অলরেডদের জার্সিতে শেষটা তিনি রাঙাচ্ছেন নিজের মতো করে। পুরোদস্তুর গোলমেশিন হয়ে উঠেছেন তিনি। আর্জেন্টিনার সার্জিও আগুয়েরোর রেকর্ডও এখন হুমকির মুখে পড়ে গেছে।
অ্যানফিল্ডে গত রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ইপসুইচ টাউনকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল। ৩৫ মিনিটে কোডি গাকপোর অ্যাসিস্টে দারুণ এক গোল করেন সালাহ। মিসরীয় ফরোয়ার্ডের গোল করতে বলে এক পা স্পর্শ করতে হয়েছে কেবল। তাতে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সাতে উঠে এসেছেন সালাহ। তাঁর গোল এখন ১৭৬। এই তালিকায় পাঁচে থাকা সার্জিও আগুয়েরোর গোল ১৮৪। প্রিমিয়ার লিগে আগুয়েরো সব গোল করেছেন ম্যানচেস্টার সিটির হয়েই।
মেজর শিরোপা লিভারপুল দীর্ঘদিন জিততে পারছে না তা নয়। গত বছরের ২৫ ফেব্রুয়ারি চেলসিকে ১-০ গোলে ২০২৩-২৪ মৌসুমের ইএফএল কাপ জিতেছিল লিভারপুল। তবে ইংলিশ প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নস লিগের মতো শিরোপার অভাব অলরেডদের দীর্ঘদিনের। ২০১৯-২০ মৌসুমে সবশেষ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে তারা। চ্যাম্পিয়নস লিগে সবশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০১৮-১৯ মৌসুমে।
সালাহ যখন শেষ মৌসুম খেলেছেন লিভারপুলে, তিনিও শিরোপায় রাঙিয়ে শেষ করতে চান ক্লাবটির সঙ্গে তাঁর দীর্ঘ ৮ বছরের পথচলা। মিসরীয় এই ফরোয়ার্ড বলেন, ‘আমি মনে করি, দলটির আরেকটা শিরোপা জেতা জরুরি। কারণ যখন আমরা জিতেছিলাম, তাদের অর্ধেকই চলে গেছে। এখনো লিভারপুলে আমি, ভার্জিল (ফন ডাইক), ট্রেন্ট, আলি (আলিসন বেকার), জো (গোমেজ) এবং রোব্বো (রবার্টসন) আছে। ছয় বা সাতজন খেলোয়াড় এরই মধ্যে চলে গেছে। আমার মনে হয় আমরা সবাই চলে যাওয়ার আগে আরেকটি শিরোপা জেতা জরুরি।’
২০২১ সালে হৃদরোগের সমস্যার কারণে পেশাদার ফুটবল থেকেই অবসরের ঘোষণা দেন আগুয়েরো। আর্জেন্টাইন তারকাকে টপকে যাওয়া সালাহর জন্য তেমন একটা কঠিন হবে না। তবে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিতে সালাহকে পাড়ি দিতে হবে বহু দূরের পথ। ২৬০ গোল করে এই তালিকায় সবার ওপরে আছেন অ্যালান শিয়ারার। সালাহর ইংল্যান্ডের ফুটবল ছাড়ার কথা শোনা যাচ্ছে। এমনকি মিসরীয় ফরোয়ার্ড ইউরোপ ছেড়ে পাড়ি জমাতে পারেন ভিন্ন মুলুকেও। সালাহর প্রিমিয়ার লিগে ১৭৬ গোলের ১৭৪টিই লিভারপুলের হয়ে। চেলসির জার্সিতে করেছেন বাকি ২ গোল।
ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ১০ গোলদাতা
গোল
অ্যালান শিয়ারার ২৬০
হ্যারি কেইন ২১৩
ওয়েইন রুনি ২০৮
অ্যান্ডি কোলে ১৮৭
সার্জিও অ্যাগুয়েরো ১৮৪
ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ১৭৭
মোহামেদ সালাহ ১৭৬
থিয়েরি অঁরি ১৭৫
রবি ফাউলার ১৬৩
জার্মেইন ডেফো ১৬২
*২০২৫-এর ২৫ জানুয়ারি ম্যানচেস্টার সিটি-চেলসি ম্যাচ পর্যন্ত
চলতি মৌসুম শেষেই লিভারপুল ছাড়ার ঘোষণা কয়েক দিন আগে দিয়েছেন মোহামেদ সালাহ। অলরেডদের জার্সিতে শেষটা তিনি রাঙাচ্ছেন নিজের মতো করে। পুরোদস্তুর গোলমেশিন হয়ে উঠেছেন তিনি। আর্জেন্টিনার সার্জিও আগুয়েরোর রেকর্ডও এখন হুমকির মুখে পড়ে গেছে।
অ্যানফিল্ডে গত রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে ইপসুইচ টাউনকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল। ৩৫ মিনিটে কোডি গাকপোর অ্যাসিস্টে দারুণ এক গোল করেন সালাহ। মিসরীয় ফরোয়ার্ডের গোল করতে বলে এক পা স্পর্শ করতে হয়েছে কেবল। তাতে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সাতে উঠে এসেছেন সালাহ। তাঁর গোল এখন ১৭৬। এই তালিকায় পাঁচে থাকা সার্জিও আগুয়েরোর গোল ১৮৪। প্রিমিয়ার লিগে আগুয়েরো সব গোল করেছেন ম্যানচেস্টার সিটির হয়েই।
মেজর শিরোপা লিভারপুল দীর্ঘদিন জিততে পারছে না তা নয়। গত বছরের ২৫ ফেব্রুয়ারি চেলসিকে ১-০ গোলে ২০২৩-২৪ মৌসুমের ইএফএল কাপ জিতেছিল লিভারপুল। তবে ইংলিশ প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নস লিগের মতো শিরোপার অভাব অলরেডদের দীর্ঘদিনের। ২০১৯-২০ মৌসুমে সবশেষ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে তারা। চ্যাম্পিয়নস লিগে সবশেষ চ্যাম্পিয়ন হয়েছে ২০১৮-১৯ মৌসুমে।
সালাহ যখন শেষ মৌসুম খেলেছেন লিভারপুলে, তিনিও শিরোপায় রাঙিয়ে শেষ করতে চান ক্লাবটির সঙ্গে তাঁর দীর্ঘ ৮ বছরের পথচলা। মিসরীয় এই ফরোয়ার্ড বলেন, ‘আমি মনে করি, দলটির আরেকটা শিরোপা জেতা জরুরি। কারণ যখন আমরা জিতেছিলাম, তাদের অর্ধেকই চলে গেছে। এখনো লিভারপুলে আমি, ভার্জিল (ফন ডাইক), ট্রেন্ট, আলি (আলিসন বেকার), জো (গোমেজ) এবং রোব্বো (রবার্টসন) আছে। ছয় বা সাতজন খেলোয়াড় এরই মধ্যে চলে গেছে। আমার মনে হয় আমরা সবাই চলে যাওয়ার আগে আরেকটি শিরোপা জেতা জরুরি।’
২০২১ সালে হৃদরোগের সমস্যার কারণে পেশাদার ফুটবল থেকেই অবসরের ঘোষণা দেন আগুয়েরো। আর্জেন্টাইন তারকাকে টপকে যাওয়া সালাহর জন্য তেমন একটা কঠিন হবে না। তবে প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিতে সালাহকে পাড়ি দিতে হবে বহু দূরের পথ। ২৬০ গোল করে এই তালিকায় সবার ওপরে আছেন অ্যালান শিয়ারার। সালাহর ইংল্যান্ডের ফুটবল ছাড়ার কথা শোনা যাচ্ছে। এমনকি মিসরীয় ফরোয়ার্ড ইউরোপ ছেড়ে পাড়ি জমাতে পারেন ভিন্ন মুলুকেও। সালাহর প্রিমিয়ার লিগে ১৭৬ গোলের ১৭৪টিই লিভারপুলের হয়ে। চেলসির জার্সিতে করেছেন বাকি ২ গোল।
ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ১০ গোলদাতা
গোল
অ্যালান শিয়ারার ২৬০
হ্যারি কেইন ২১৩
ওয়েইন রুনি ২০৮
অ্যান্ডি কোলে ১৮৭
সার্জিও অ্যাগুয়েরো ১৮৪
ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ১৭৭
মোহামেদ সালাহ ১৭৬
থিয়েরি অঁরি ১৭৫
রবি ফাউলার ১৬৩
জার্মেইন ডেফো ১৬২
*২০২৫-এর ২৫ জানুয়ারি ম্যানচেস্টার সিটি-চেলসি ম্যাচ পর্যন্ত
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৯ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১০ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১১ ঘণ্টা আগে