Ajker Patrika

মোহামেডানকে থামাল ইয়ংমেন্স

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ২০: ১৩
মোহামেডানকে হারানো ইয়ংমেন্স খেলোয়াড়দের উদ্‌যাপন। ছবি: বাফুফে
মোহামেডানকে হারানো ইয়ংমেন্স খেলোয়াড়দের উদ্‌যাপন। ছবি: বাফুফে

প্রথম লেগে নিজেদের শেষ ম্যাচটা জিততে পারলে পরিপূর্ণ তৃপ্তি নিয়েই মাঠ ছাড়তে পারত মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু ফকিরেরপুল ইয়ংমেন্স সেটা হতে দিলে তো! আজ নিজেদের হোম ভেন্যু কুমিল্লায় ইয়ংমেন্স ম্যাচটা ১-০ গোলে জিতে থামিয়ে দিল উড়তে থাকা সাদা কালোদের। ৬৬ মিনিটে দলটির উজবেক মিডফিল্ডার সারদর জাহানভের গোলে স্তব্ধতা নামে গ্যালারিতে। বাকি সময় একাধিক আক্রমণ করেও গোলটি আর শোধ করতে পারেনি মোহামেডান। শেষ পর্যন্ত ভাঙল তাদের অজেয় যাত্রা। চলমান মৌসুমে প্রিমিয়ার লিগের নবম ম্যাচে এসে দেখল প্রথম হার।

যদিও গত মৌসুমে এতটা আগে হারের খাতা খোলেনি মোহামেডান। শুরু থেকে জয়ের ধারা অব্যাহত রাখা দলটি ২০২৩-২৪ মৌসুমে নিজেদের ১৫ তম ম্যাচে গিয়ে হেরেছিল। সেটা বসুন্ধরা কিংসের বিপক্ষে ২-১ গোলে। অবশ্য তার আগের তিন মৌসুমের ফলাফল বিবেচনায় এবার প্রথম লেগ ভালোই কেটেছে আলফাজ আহমেদের শিষ্যদের। ২০২২-২৩ মৌসুমে লিগের চতুর্থ ম্যাচে শেখ রাসেলের কাছে হেরে বসে মোহামেডান। তার আগের মৌসুমে পঞ্চম রাউন্ডে আবাহনীর কাছে ১-০ গোলে হেরেছিল দলটি। আর ২০২০-২১ মৌসুমে প্রিমিয়ার লিগে মোহামেডানকে প্রথম হারের পথ দেখিয়েছিল সাইফ স্পোর্টিং ক্লাব। সেবার মৌসুম শুরু হওয়ার পর নিজেদের দ্বিতীয় ম্যাচেই হেরে যায় মতিঝিলের ক্লাবটি।

প্রিমিয়ার লিগে গত কয়েকটা মৌসুম মোটেও ভালো যায়নি মোহামেডানের। বসুন্ধরা কিংসের একক আধিপত্যে লিগে সুবিধা করতে পারছে না তারা। গত মৌসুমে দারুণ ছন্দে এগিয়ে যাওয়ার পরও শিরোপাটা যায় কিংসের ঘরে। আর মোহামেডান হয় রানার্সআপ। তার আগের পাঁচ মৌসুমে তো সেরা তিনেও জায়গা হয়নি ঐতিহ্যবাহী ক্লাবটির। সর্বশেষ তারা ২০০২ সালে প্রিমিয়ার লিগ জিতেছিল। দীর্ঘদিন পর এবার আবার সেই স্বপ্ন বুনেছে। এখন দ্বিতীয় লেগে এমন ধারাবাহিকতা বজায় রাখতে পারলে হয়তো সুদিন ফিরে পেতে পারে দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না, সনদে ‘নোট অব ডিসেন্ট’ দেওয়ার সুযোগ

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত