ক্রীড়া ডেস্ক
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচটা ড্র হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু বয়সভিত্তিক ফুটবল হোক বা আন্তর্জাতিক ম্যাচ, আর্জেন্টিনার ম্যাচে চমক না থেকে কি পারে! শেষ মুহূর্তের গোলে এবার জিতল আলবিসেলেস্তেরা।
এস্তাদিও মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনা-বলিভিয়া অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ম্যাচটি হয়েছে গত রাতে। প্রথম ৮৫ মিনিট কোনো দলই গোল করতে পারেনি। শেষ মুহূর্তে এসে বদলে যায় ম্যাচের মোড়। ৮৬ মিনিটে তিও রদ্রিগেজ প্যাগানো এগিয়ে দেন আর্জেন্টিনাকে। তাঁকে অ্যাসিস্ট করেন মিলটন দেলগাদো। শেষ পর্যন্ত বলিভিয়াকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।
বলিভিয়া-আর্জেন্টিনা ম্যাচেও দেখা গেছে কার্ডের বন্যা। এই ম্যাচে ৭টি হলুদ কার্ড বের করতে হয়েছে রেফারিকে। বলিভিয়া পেয়েছে ৪ হলুদ কার্ড ও ব্রাজিল আর্জেন্টিনা দেখেছে ৩টি। ৩ ম্যাচের তিনটিতে হেরে ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলে পাঁচ দলের মধ্যে পাঁচেই আছে বলিভিয়া।
১-০ গোলের জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে থাকা পোক্ত করল আর্জেন্টিনা। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৭। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ৪। তারা একটি করে ম্যাচ জিতেছে ও ড্র করেছে। ইকুয়েডর অনূর্ধ্ব-২০ দলকে গত রাতে কলম্বিয়া হারিয়েছে ১-০ গোলে।
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও পড়েছে ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে। ৩ পয়েন্ট নিয়ে ব্রাজিল পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে। তিনে থাকা ইকুয়েডরের পয়েন্টও ৩। ব্রাজিল, ইকুয়েডর দুটি দলই দুটি করে ম্যাচ খেলেছে। উভয় দলই একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে।
দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচটা ড্র হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু বয়সভিত্তিক ফুটবল হোক বা আন্তর্জাতিক ম্যাচ, আর্জেন্টিনার ম্যাচে চমক না থেকে কি পারে! শেষ মুহূর্তের গোলে এবার জিতল আলবিসেলেস্তেরা।
এস্তাদিও মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনা-বলিভিয়া অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ম্যাচটি হয়েছে গত রাতে। প্রথম ৮৫ মিনিট কোনো দলই গোল করতে পারেনি। শেষ মুহূর্তে এসে বদলে যায় ম্যাচের মোড়। ৮৬ মিনিটে তিও রদ্রিগেজ প্যাগানো এগিয়ে দেন আর্জেন্টিনাকে। তাঁকে অ্যাসিস্ট করেন মিলটন দেলগাদো। শেষ পর্যন্ত বলিভিয়াকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা।
বলিভিয়া-আর্জেন্টিনা ম্যাচেও দেখা গেছে কার্ডের বন্যা। এই ম্যাচে ৭টি হলুদ কার্ড বের করতে হয়েছে রেফারিকে। বলিভিয়া পেয়েছে ৪ হলুদ কার্ড ও ব্রাজিল আর্জেন্টিনা দেখেছে ৩টি। ৩ ম্যাচের তিনটিতে হেরে ‘বি’ গ্রুপে পয়েন্ট টেবিলে পাঁচ দলের মধ্যে পাঁচেই আছে বলিভিয়া।
১-০ গোলের জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে থাকা পোক্ত করল আর্জেন্টিনা। ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৭। দুইয়ে থাকা কলম্বিয়ার পয়েন্ট ৪। তারা একটি করে ম্যাচ জিতেছে ও ড্র করেছে। ইকুয়েডর অনূর্ধ্ব-২০ দলকে গত রাতে কলম্বিয়া হারিয়েছে ১-০ গোলে।
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলও পড়েছে ‘বি’ গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে। ৩ পয়েন্ট নিয়ে ব্রাজিল পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে। তিনে থাকা ইকুয়েডরের পয়েন্টও ৩। ব্রাজিল, ইকুয়েডর দুটি দলই দুটি করে ম্যাচ খেলেছে। উভয় দলই একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৯ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১০ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
১১ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১২ ঘণ্টা আগে