ক্রীড়া ডেস্ক
সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। এই জয়, তো এই হার। দুঃসময়ের মধ্যে থাকা ক্লাবটি এবার খেতে যাচ্ছে বড়সড় এক ধাক্কা। এই শাস্তি পেতে যাচ্ছে আদালত থেকে।
সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের মালিকানাধীন ম্যান সিটির বিরুদ্ধে আর্থিক নীতিমালা (এফএফপি) ভঙ্গের ১১৫টি অভিযোগ গঠন করেছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এ অভিযোগের ব্যাপারে একটি স্বাধীন প্যানেলের শুনানির কাজ শেষ। ধারণা করা হচ্ছে, দোষী সাব্যস্ত হলে ৫০ পয়েন্টের মতো কাটা যেতে পারে। ম্যান সিটির কপালে কী আছে, সে ব্যাপারে ইংল্যান্ডের শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রব উইলসনের মতামত জানতে চেয়েছে ‘স্লিঙ্গো’ নামে একটি ওয়েবসাইট। উইলসন বলেন, ‘তারা (ম্যানচেস্টার সিটি) অবনমিত হবে, এমনটা মনে হচ্ছে না। তাদের প্রায় ৫০ পয়েন্ট কাটা যেতে পারে বলে আমার অনুমান ছিল। তবে এমন ধারণা হয়েছিল, তখন তারা প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। এখন সম্ভবত ২০ থেকে ৪০ পয়েন্টের মধ্যে কিছু একটা হবে।’
সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ২০১৮ সালে তদন্ত শুরু করে। ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ পর্যন্ত বিষয়গুলো তখন হিসেব করা হয়। তদন্তে এরপর অসহযোগিতার অভিযোগও ওঠে। যদি আনীত অভিযোগ সঠিক প্রমাণিত হয়, তাহলে বোঝা যাবে সিটি ভঙ্গ করেছে নিয়মনীতি। অনেকে ধারণা করছেন, দোষী হলে সে সময়ের মধ্যে ম্যান সিটির জেতা শিরোপাগুলো কেড়ে নেওয়া হবে। সেক্ষেত্রে ওই প্রতিযোগিতাগুলোয় দ্বিতীয় অবস্থানে থাকা দল হতে পারে চ্যাম্পিয়ন। এমনকি প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে (দ্বিতীয় স্তরে) নামানোর পাশাপাশি নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে।
শীতকালীন দলবদলে ম্যান সিটি এবার কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। এমনকি আর্লিং হালান্ডের সঙ্গে ২০৩৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ক্লাবটি। সেক্ষেত্রে সিটিকে দ্রুতি দ্বিতীয় স্তরে নামানো হয়তো হচ্ছে না। অনেক পয়েন্ট কাটা যেতে পারে। তাতে করে আগামী মৌসুমে উয়েফার প্রতিযোগিতাগুলোতে খেলতে পারবে না সিটিজেনরা। ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় ম্যান সিটি আছে চার নম্বরে। ২৩ ম্যাচে ১২ জয়, ৫ ড্র ও ৬ হারে ৪১ পয়েন্ট এখন সিটির।
বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যান সিটি-ক্লাব ব্রুগে ম্যাচ। ইতিহাদে হতে যাওয়া ম্যাচটি গুরুত্বপূর্ণ সিটির কাছে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে আছে পেপ গার্দিওলার দল। যদি সেরা ২৪ নম্বরে না থাকতে পারে, সেক্ষেত্রে প্লে-অফও খেলা হবে না হালান্ডদের।
সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। এই জয়, তো এই হার। দুঃসময়ের মধ্যে থাকা ক্লাবটি এবার খেতে যাচ্ছে বড়সড় এক ধাক্কা। এই শাস্তি পেতে যাচ্ছে আদালত থেকে।
সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবারের মালিকানাধীন ম্যান সিটির বিরুদ্ধে আর্থিক নীতিমালা (এফএফপি) ভঙ্গের ১১৫টি অভিযোগ গঠন করেছিল প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। এ অভিযোগের ব্যাপারে একটি স্বাধীন প্যানেলের শুনানির কাজ শেষ। ধারণা করা হচ্ছে, দোষী সাব্যস্ত হলে ৫০ পয়েন্টের মতো কাটা যেতে পারে। ম্যান সিটির কপালে কী আছে, সে ব্যাপারে ইংল্যান্ডের শেফিল্ড হ্যালাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রব উইলসনের মতামত জানতে চেয়েছে ‘স্লিঙ্গো’ নামে একটি ওয়েবসাইট। উইলসন বলেন, ‘তারা (ম্যানচেস্টার সিটি) অবনমিত হবে, এমনটা মনে হচ্ছে না। তাদের প্রায় ৫০ পয়েন্ট কাটা যেতে পারে বলে আমার অনুমান ছিল। তবে এমন ধারণা হয়েছিল, তখন তারা প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল। এখন সম্ভবত ২০ থেকে ৪০ পয়েন্টের মধ্যে কিছু একটা হবে।’
সিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ ২০১৮ সালে তদন্ত শুরু করে। ২০০৯-১০ থেকে ২০১৭-১৮ পর্যন্ত বিষয়গুলো তখন হিসেব করা হয়। তদন্তে এরপর অসহযোগিতার অভিযোগও ওঠে। যদি আনীত অভিযোগ সঠিক প্রমাণিত হয়, তাহলে বোঝা যাবে সিটি ভঙ্গ করেছে নিয়মনীতি। অনেকে ধারণা করছেন, দোষী হলে সে সময়ের মধ্যে ম্যান সিটির জেতা শিরোপাগুলো কেড়ে নেওয়া হবে। সেক্ষেত্রে ওই প্রতিযোগিতাগুলোয় দ্বিতীয় অবস্থানে থাকা দল হতে পারে চ্যাম্পিয়ন। এমনকি প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে (দ্বিতীয় স্তরে) নামানোর পাশাপাশি নিষেধাজ্ঞাও দেওয়া হতে পারে।
শীতকালীন দলবদলে ম্যান সিটি এবার কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। এমনকি আর্লিং হালান্ডের সঙ্গে ২০৩৪ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে ক্লাবটি। সেক্ষেত্রে সিটিকে দ্রুতি দ্বিতীয় স্তরে নামানো হয়তো হচ্ছে না। অনেক পয়েন্ট কাটা যেতে পারে। তাতে করে আগামী মৌসুমে উয়েফার প্রতিযোগিতাগুলোতে খেলতে পারবে না সিটিজেনরা। ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় ম্যান সিটি আছে চার নম্বরে। ২৩ ম্যাচে ১২ জয়, ৫ ড্র ও ৬ হারে ৪১ পয়েন্ট এখন সিটির।
বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যান সিটি-ক্লাব ব্রুগে ম্যাচ। ইতিহাদে হতে যাওয়া ম্যাচটি গুরুত্বপূর্ণ সিটির কাছে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে আছে পেপ গার্দিওলার দল। যদি সেরা ২৪ নম্বরে না থাকতে পারে, সেক্ষেত্রে প্লে-অফও খেলা হবে না হালান্ডদের।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৫ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১১ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১১ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১২ ঘণ্টা আগে