হোটেলের লবিতে ঢুকতেই চোখে পড়ল বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে কোথাও বেরিয়ে পড়ছেন নারী দলের কোচ পিটার বাটলার। সাংবাদিকদের দেখে মাঝখানে অবশ্য দাঁড়িয়েছিলেন। কিন্তু কুশল বিনিময়ের পর আর কোনো দেরি করেননি।
কীর্তিমানের মৃত্যু নাই—ডিয়েগো ম্যারাডোনার প্রসঙ্গ এলে বহুল প্রচলিত এই কথাটা চলে আসে আপনাআপনি। ২০২০-এর নভেম্বরে ম্যারাডোনা না ফেরার দেশে চলে গেলেও তিনি যা করেছেন, তা ভক্ত-সমর্থকেরা এখনো স্মরণ করেন। এবার জানা গেল তাঁর ঐতিহাসিক ম্যাচের একটি জার্সির দাম প্রায় ৫ কোটি টাকা হতে যাচ্ছে।
এটা লাহোর নয়, মিরপুর—পরশু সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে সে বার্তাই যেন দিয়ে রেখেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে গতকাল বাংলাদেশ দিনটা কাটিয়েছে ছুটির মেজাজে। ছুটির দুপুরে ধেয়ে এসেছে এক দুঃসংবাদ।
শিরোপা জিততেই হবে, এমন দর্শন লালন করেন না বাংলাদেশ নারী ফুটবলের কোচ পিটার বাটলার। ঢাকায় অনুষ্ঠিত মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর মুখে ছিল একই কথা—খেলোয়াড়দের পর্যাপ্ত ‘গেম টাইম’ দিতে চাই। বাটলার তাঁর কথা রেখেছেন। প্রতি ম্যাচেই খেলিয়েছেন ভিন্ন ভিন্ন একাদশ। পরীক্ষা-নি