Ajker Patrika

সৌদি ক্লাবের সঙ্গে সম্পর্ক শেষ নেইমারের, এখন যাবেন কোথায়

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ১৪: ০৮
আল হিলালের সঙ্গে চুক্তি শেষ নেইমারের। ছবি: এএফপি
আল হিলালের সঙ্গে চুক্তি শেষ নেইমারের। ছবি: এএফপি

নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি শেষ হচ্ছে—এমনটা নিয়ে কানাঘুষা চলছিল কদিন ধরেই। সেই গুঞ্জনটাই অবশেষে সত্যি হয়েছে। সৌদি ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।

নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আল হিলাল গত রাতে নিশ্চিত করেছে নেইমারের সঙ্গে তাদের সম্পর্ক শেষ হওয়ার কথা। সৌদি ক্লাবটি লিখেছে, ‘পারস্পরিক সম্মতির ভিত্তিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করেছে আল হিলাল। আল হিলালের জার্সিতে তিনি যা করেছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। তাঁর জন্য আমাদের শুভকামনা।’ এর আগে সূত্রের বরাতে গতকাল ইএসপিএনের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে নেইমারের। যদি চুক্তি বাতিল হয়ে যায়, তাহলে নেইমার ছয় মাসের চুক্তিতে সান্তোসে আসতে পারেন। সেই ঘোষণার ঠিক পরদিনই আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি বাতিলের কথা জানা গেছে।

২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। চোট কাটিয়ে গত বছরের অক্টোবর-নভেম্বরে আবার ফিরেছিলেন আল হিলালে। তবে সৌদি ক্লাবটির হয়ে সেই সময় দুই ম্যাচ খেলতে পেরেছিলেন। মাঠে নেমেছিলেন অল্প সময়ের জন্য।

কয়েক দিন আগে শেষ হওয়া ২০২৪ সালে আল হিলালের হয়ে নেইমার খেলেছিলেন কেবল দুই ম্যাচ। মাঠে থাকতে পেরেছিলেন ৪২ মিনিট। তবু ব্রাজিলের তারকা ফুটবলারকে বেতন দেওয়া বন্ধ করেনি আল হিলাল। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। বাংলাদেশি হিসেবে ১২৬৯ কোটি ২৭ লাখ টাকা। প্রতি সেকেন্ডের হিসেব করলে সেটা প্রায় ৫০ লাখ ৩৭ হাজার টাকা।

আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের আগেই মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার কথা চাউর হয়েছিল। লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ—বার্সেলোনার সেই এমএসএন জুটি ইন্টার মায়ামিতে দেখার আশা করছিলেন অসংখ্য ভক্ত-সমর্থক। যদিও পরে এ ব্যাপারে আলাপ-আলোচনা শোনা যায়নি তেমন একটা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক

৭ কোটির খরচ ২৫ কোটি দেখিয়েছে বিসিবি

ক্রসফায়ারের হুমকি দিয়ে ৪ কোটি টাকা নেন সিআইডি কর্মকর্তা: সংবাদ সম্মেলনে অভিযোগ

বাংলাদেশিদের জীবন ধ্বংসকারী সমস্যা মোকাবিলায় গণতন্ত্র-নির্বাচন গুরুত্বপূর্ণ: যুক্তরাষ্ট্র

জাতিসংঘে চিঠি লিখলেন মুঘল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত