ক্রীড়া ডেস্ক
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর নেইমারের সান্তোসে ফেরা যেন সময়ের ব্যাপার। কারণ, সান্তোস যে নেইমারের স্বদেশি ক্লাব। ঘরের ছেলে ঘরে ফেরার মতো আনন্দের আর কী হতে পারে! এমন মুহূর্তে সান্তোসের সভাপতি মার্সেলো পিরিলো তেক্সেইরা দিলেন ইঙ্গিতপূর্ণ পোস্ট।
দুই বছর পূর্ণ হওয়ার আগেই পরশু রাতে আল হিলাল নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে নেইমারের চুক্তি শেষ হওয়ার কথা জানায়। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো এরপর পোস্ট দিয়েছেন ব্যাপারটি নিয়ে। সামাজিক মাধ্যমে রোমানোর দেওয়া এক পোস্টে নেইমারের সান্তোসে ফেরার ইঙ্গিত পাওয়া গেছে। পরবর্তীতে নেইমারকে নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তেক্সেইরা। ক্লাব সভাপতি লেখেন, ‘এটাই সময় (ফিরে আসার) নেইমার। তোমার নিজের লোকদের কাছে ফেরার এটাই সময়। এটা আমাদের বাড়ি। ক্লাব আমাদের হৃদয়ে আছে। স্বাগত নেই (নেইমার)।’
২০০৯ সালে সান্তোসের হয়ে নেইমারের ক্লাব ক্যারিয়ারের শুরু। ২০১৩ পর্যন্ত ব্রাজিলের ক্লাবটিতে খেলেছিলেন। সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোর সঙ্গে জড়িয়ে আছে তাঁর অনেক স্মৃতি। তেক্সেইরার পোস্টেও সেটা বোঝা গেছে। সান্তোস সভাপতি বলেন, ‘ভিলার (সান্তোসের মাঠ ভিলা বেলমিরো) ছেলে তুমি। সাদা-কালো জার্সিতে ফিরে তোমার ভালো লাগবে। সান্তোস তোমাকে দুই হাত ভরে বরণ করার অপেক্ষায় আছি।’
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। চোট কাটিয়ে গত বছরের অক্টোবর-নভেম্বরে আবার ফিরেছিলেন আল হিলালে। তবে সৌদি ক্লাবটির হয়ে সেই সময় দুই ম্যাচ খেলতে পেরেছিলেন। মাঠে নেমেছিলেন অল্প সময়ের জন্য।
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের আগেই মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার কথা চাউর হয়েছিল। লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ—বার্সেলোনার সেই এমএসএন জুটি ইন্টার মায়ামিতে দেখার আশা করছিলেন অসংখ্য ভক্ত-সমর্থক। যদিও পরে এ ব্যাপারে আলাপ-আলোচনা শোনা যায়নি তেমন একটা।
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর নেইমারের সান্তোসে ফেরা যেন সময়ের ব্যাপার। কারণ, সান্তোস যে নেইমারের স্বদেশি ক্লাব। ঘরের ছেলে ঘরে ফেরার মতো আনন্দের আর কী হতে পারে! এমন মুহূর্তে সান্তোসের সভাপতি মার্সেলো পিরিলো তেক্সেইরা দিলেন ইঙ্গিতপূর্ণ পোস্ট।
দুই বছর পূর্ণ হওয়ার আগেই পরশু রাতে আল হিলাল নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে নেইমারের চুক্তি শেষ হওয়ার কথা জানায়। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো এরপর পোস্ট দিয়েছেন ব্যাপারটি নিয়ে। সামাজিক মাধ্যমে রোমানোর দেওয়া এক পোস্টে নেইমারের সান্তোসে ফেরার ইঙ্গিত পাওয়া গেছে। পরবর্তীতে নেইমারকে নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তেক্সেইরা। ক্লাব সভাপতি লেখেন, ‘এটাই সময় (ফিরে আসার) নেইমার। তোমার নিজের লোকদের কাছে ফেরার এটাই সময়। এটা আমাদের বাড়ি। ক্লাব আমাদের হৃদয়ে আছে। স্বাগত নেই (নেইমার)।’
২০০৯ সালে সান্তোসের হয়ে নেইমারের ক্লাব ক্যারিয়ারের শুরু। ২০১৩ পর্যন্ত ব্রাজিলের ক্লাবটিতে খেলেছিলেন। সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোর সঙ্গে জড়িয়ে আছে তাঁর অনেক স্মৃতি। তেক্সেইরার পোস্টেও সেটা বোঝা গেছে। সান্তোস সভাপতি বলেন, ‘ভিলার (সান্তোসের মাঠ ভিলা বেলমিরো) ছেলে তুমি। সাদা-কালো জার্সিতে ফিরে তোমার ভালো লাগবে। সান্তোস তোমাকে দুই হাত ভরে বরণ করার অপেক্ষায় আছি।’
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। চোট কাটিয়ে গত বছরের অক্টোবর-নভেম্বরে আবার ফিরেছিলেন আল হিলালে। তবে সৌদি ক্লাবটির হয়ে সেই সময় দুই ম্যাচ খেলতে পেরেছিলেন। মাঠে নেমেছিলেন অল্প সময়ের জন্য।
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের আগেই মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার কথা চাউর হয়েছিল। লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ—বার্সেলোনার সেই এমএসএন জুটি ইন্টার মায়ামিতে দেখার আশা করছিলেন অসংখ্য ভক্ত-সমর্থক। যদিও পরে এ ব্যাপারে আলাপ-আলোচনা শোনা যায়নি তেমন একটা।
বাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের খেলা নিয়ে আলোচনা এখন বেশি চলছে। হামজা চৌধুরী এরই মধ্যে বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলেছেন। কানাডাপ্রবাসী সমিত সোমও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বলে শোনা গেছে।
৩৫ মিনিট আগেহারার আগে হারে না রিয়াল মাদ্রিদ। রেফারির শেষ বাঁশি না বাজা পর্যন্ত বলার উপায় নেই যে তারা জিতবে নাকি হারবে। তবে এবার তাদের পাড়ি দিতে হবে অনেক কঠিন পথ। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হারে রিয়াল। সেমিফাইনালে উঠতে হলে কমপক্ষে ৪-০ গোলে জিততে হবে।
২ ঘণ্টা আগেমুল্লানপুরের যাদবিন্দ্র ক্রিকেট স্টেডিয়ামে তখন পাঞ্জাব কিংসের বাঁধভাঙা উদযাপন। ক্রিকেটার, সত্ত্বাধিকারী প্রীতি জিনতা, দর্শক—সবাইকে দেখে মনে হচ্ছিল যেন তাঁরা যুদ্ধ জয় করেছেন। মার্কো ইয়ানসেনকে ঘিরে যখন সবাই উদযাপনে ব্যস্ত, তখন আন্দ্রে রাসেলকে ঘিরে ধরে হতাশা।
২ ঘণ্টা আগেআর্সেনালের কাছে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে ৩-০ গোলে হেরে অনেকটাই পিছিয়ে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগে আজ অসম্ভবকে সম্ভব করতে নামবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু হবে রিয়াল মাদ্রিদ-আর্সেনাল ম্যাচ। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের অপর ম্যাচে ইন্টার মিলান খেলবে বায়ার্ন
৩ ঘণ্টা আগে