ক্রীড়া ডেস্ক
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর নেইমারের সান্তোসে ফেরা যেন সময়ের ব্যাপার। কারণ, সান্তোস যে নেইমারের স্বদেশি ক্লাব। ঘরের ছেলে ঘরে ফেরার মতো আনন্দের আর কী হতে পারে! এমন মুহূর্তে সান্তোসের সভাপতি মার্সেলো পিরিলো তেক্সেইরা দিলেন ইঙ্গিতপূর্ণ পোস্ট।
দুই বছর পূর্ণ হওয়ার আগেই পরশু রাতে আল হিলাল নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে নেইমারের চুক্তি শেষ হওয়ার কথা জানায়। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো এরপর পোস্ট দিয়েছেন ব্যাপারটি নিয়ে। সামাজিক মাধ্যমে রোমানোর দেওয়া এক পোস্টে নেইমারের সান্তোসে ফেরার ইঙ্গিত পাওয়া গেছে। পরবর্তীতে নেইমারকে নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তেক্সেইরা। ক্লাব সভাপতি লেখেন, ‘এটাই সময় (ফিরে আসার) নেইমার। তোমার নিজের লোকদের কাছে ফেরার এটাই সময়। এটা আমাদের বাড়ি। ক্লাব আমাদের হৃদয়ে আছে। স্বাগত নেই (নেইমার)।’
২০০৯ সালে সান্তোসের হয়ে নেইমারের ক্লাব ক্যারিয়ারের শুরু। ২০১৩ পর্যন্ত ব্রাজিলের ক্লাবটিতে খেলেছিলেন। সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোর সঙ্গে জড়িয়ে আছে তাঁর অনেক স্মৃতি। তেক্সেইরার পোস্টেও সেটা বোঝা গেছে। সান্তোস সভাপতি বলেন, ‘ভিলার (সান্তোসের মাঠ ভিলা বেলমিরো) ছেলে তুমি। সাদা-কালো জার্সিতে ফিরে তোমার ভালো লাগবে। সান্তোস তোমাকে দুই হাত ভরে বরণ করার অপেক্ষায় আছি।’
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। চোট কাটিয়ে গত বছরের অক্টোবর-নভেম্বরে আবার ফিরেছিলেন আল হিলালে। তবে সৌদি ক্লাবটির হয়ে সেই সময় দুই ম্যাচ খেলতে পেরেছিলেন। মাঠে নেমেছিলেন অল্প সময়ের জন্য।
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের আগেই মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার কথা চাউর হয়েছিল। লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ—বার্সেলোনার সেই এমএসএন জুটি ইন্টার মায়ামিতে দেখার আশা করছিলেন অসংখ্য ভক্ত-সমর্থক। যদিও পরে এ ব্যাপারে আলাপ-আলোচনা শোনা যায়নি তেমন একটা।
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল হওয়ার পর নেইমারের সান্তোসে ফেরা যেন সময়ের ব্যাপার। কারণ, সান্তোস যে নেইমারের স্বদেশি ক্লাব। ঘরের ছেলে ঘরে ফেরার মতো আনন্দের আর কী হতে পারে! এমন মুহূর্তে সান্তোসের সভাপতি মার্সেলো পিরিলো তেক্সেইরা দিলেন ইঙ্গিতপূর্ণ পোস্ট।
দুই বছর পূর্ণ হওয়ার আগেই পরশু রাতে আল হিলাল নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে নেইমারের চুক্তি শেষ হওয়ার কথা জানায়। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিও রোমানো এরপর পোস্ট দিয়েছেন ব্যাপারটি নিয়ে। সামাজিক মাধ্যমে রোমানোর দেওয়া এক পোস্টে নেইমারের সান্তোসে ফেরার ইঙ্গিত পাওয়া গেছে। পরবর্তীতে নেইমারকে নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন তেক্সেইরা। ক্লাব সভাপতি লেখেন, ‘এটাই সময় (ফিরে আসার) নেইমার। তোমার নিজের লোকদের কাছে ফেরার এটাই সময়। এটা আমাদের বাড়ি। ক্লাব আমাদের হৃদয়ে আছে। স্বাগত নেই (নেইমার)।’
২০০৯ সালে সান্তোসের হয়ে নেইমারের ক্লাব ক্যারিয়ারের শুরু। ২০১৩ পর্যন্ত ব্রাজিলের ক্লাবটিতে খেলেছিলেন। সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোর সঙ্গে জড়িয়ে আছে তাঁর অনেক স্মৃতি। তেক্সেইরার পোস্টেও সেটা বোঝা গেছে। সান্তোস সভাপতি বলেন, ‘ভিলার (সান্তোসের মাঠ ভিলা বেলমিরো) ছেলে তুমি। সাদা-কালো জার্সিতে ফিরে তোমার ভালো লাগবে। সান্তোস তোমাকে দুই হাত ভরে বরণ করার অপেক্ষায় আছি।’
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। চোট কাটিয়ে গত বছরের অক্টোবর-নভেম্বরে আবার ফিরেছিলেন আল হিলালে। তবে সৌদি ক্লাবটির হয়ে সেই সময় দুই ম্যাচ খেলতে পেরেছিলেন। মাঠে নেমেছিলেন অল্প সময়ের জন্য।
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের আগেই মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার কথা চাউর হয়েছিল। লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ—বার্সেলোনার সেই এমএসএন জুটি ইন্টার মায়ামিতে দেখার আশা করছিলেন অসংখ্য ভক্ত-সমর্থক। যদিও পরে এ ব্যাপারে আলাপ-আলোচনা শোনা যায়নি তেমন একটা।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে আজ ভারত ও পাকিস্তানের ম্যাচ রয়েছে। পাকিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ।
১ মিনিট আগেম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ড্রয়ের পরও রেশটা থেকে গেছে। ম্যাচের শেষভাগে এসে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস যে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে চেয়েছিলেন, সেটা নিয়ে চলছে নানা কথাবার্তা। ইংল্যান্ডের কিংবদন্তি জিওফ্রে বয়কট এ ঘটনায় অভিযোগের আঙুল তুললেন স্টোকসদের দিকে।
২৬ মিনিট আগেবিশ্বকাপ, কোপা আমেরিকা, প্রীতি ম্যাচ—যে কোনো ম্যাচেই ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হলে সেটা ভিন্ন একটা মাত্রা পায়। ভক্ত-সমর্থকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই দুই দলের ম্যাচ দেখতে। কিন্তু এবার সব কিছুতে পানি ঢেলে দিল কলম্বিয়া।
১ ঘণ্টা আগেখেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
২ ঘণ্টা আগে