শীতের বাজারে উত্তাপ ছড়াল গার্দিওয়ালার সিটি
শীতকালীন দলবদলে বাজার তেমন সরগরম হয় না বললে চলে। কিন্তু এবার যেন আটঘাট বেঁধেই নেমেছে ম্যানচেস্টার সিটি। এতে অবশ্য বিস্মিত হওয়ার কারণ নেই। মৌসুমের মাঝপথে যে নাজেহাল পরিস্থিতির মধ্য দিয়ে গেছে তারা, এভাবে হামলে পড়া অনুমিত ছিল। দলবদলের বাজারে সিটির থাবা মানেই অর্থের ঝনঝনানি। এর ব্যতিক্রম হয়নি এবারও।