ক্রীড়া ডেস্ক
হারের সংজ্ঞা যেন ভুলেই গেছে বার্সেলোনা। প্রতিযোগিতামূলক ফুটবলে সব মিলে বার্সা সবশেষ ১০ ম্যাচের ১০টিতেই অপরাজিত। পিছিয়ে পড়ে কখনো ম্যাচ জিতছে বা ড্র করছে। কখনোবা কাতালানদের সামনে প্রতিপক্ষ উড়ে যাচ্ছে খড়কুটোর মতো।
মেস্তাদায় কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গত রাতে বার্সেলোনা খেলেছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। একপেশে লড়াইয়ে বার্সা উঠে গেছে সেমিফাইনালে। ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সা। শিষ্যদের এমন পারফরম্যান্সে প্রশংসা ঝরেছে ফ্লিকের কণ্ঠে। বার্সা কোচ বলেন, ‘এটা অসাধারণ এবং এভাবেই আমরা খেলতে চাই। একটা গোলের পর আরেকটা গোল করতে এই দলের ক্ষুধাটা থাকে এবং সত্যিই এটা অবিশ্বাস্য। এই তরুণ দলটা শিখেছে কীভাবে ছন্দ ধরে রাখতে হয় ও গোলে তারা মনোযোগী।’
৩ মিনিটেই ফেরান তরেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। নিয়মিত বিরতিতে গোল করতে থাকা বার্সা প্রথম ৩০ মিনিটেই ৪-০ ব্যবধান করে ফেলে। পঞ্চম গোলটি বার্সা পায় ৫৯ মিনিটে লামিনে ইয়ামালের পা থেকে। শুরুতে গোল করাটা ও আক্রমণাত্মক থাকা দলকে অনেক এগিয়ে দিয়েছে বলে মনে করেন ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘এই ফলটা দারুণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। শুরু থেকেই তারা মনোযোগী ছিল, সুযোগ তৈরি করেছে এবং আক্রমণাত্মক ছিল। শুরুতে গোল পাওয়াটা আমাদের জন্য ভালো ছিল। আমাদের অনেক সহায়তা করেছে এটা।’
৩ মিনিটে শুরু। এরপর ১৭ ও ৩০ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তরেস। অপর দুই গোল করেন ফারমিন লোপেজ ও ইয়ামাল। হ্যাটট্রিক করার পর তরেস বললেন, ‘বার্সেলোনায় আমার দ্বিতীয় হ্যাটট্রিকে আমি খুশি। এটা অবশ্যই থেমে যাওয়া উচিত নয়। অনেক নিয়মশৃঙ্খলা মেনে এখানে এসেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
হারের সংজ্ঞা যেন ভুলেই গেছে বার্সেলোনা। প্রতিযোগিতামূলক ফুটবলে সব মিলে বার্সা সবশেষ ১০ ম্যাচের ১০টিতেই অপরাজিত। পিছিয়ে পড়ে কখনো ম্যাচ জিতছে বা ড্র করছে। কখনোবা কাতালানদের সামনে প্রতিপক্ষ উড়ে যাচ্ছে খড়কুটোর মতো।
মেস্তাদায় কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গত রাতে বার্সেলোনা খেলেছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে। একপেশে লড়াইয়ে বার্সা উঠে গেছে সেমিফাইনালে। ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের বার্সা। শিষ্যদের এমন পারফরম্যান্সে প্রশংসা ঝরেছে ফ্লিকের কণ্ঠে। বার্সা কোচ বলেন, ‘এটা অসাধারণ এবং এভাবেই আমরা খেলতে চাই। একটা গোলের পর আরেকটা গোল করতে এই দলের ক্ষুধাটা থাকে এবং সত্যিই এটা অবিশ্বাস্য। এই তরুণ দলটা শিখেছে কীভাবে ছন্দ ধরে রাখতে হয় ও গোলে তারা মনোযোগী।’
৩ মিনিটেই ফেরান তরেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। নিয়মিত বিরতিতে গোল করতে থাকা বার্সা প্রথম ৩০ মিনিটেই ৪-০ ব্যবধান করে ফেলে। পঞ্চম গোলটি বার্সা পায় ৫৯ মিনিটে লামিনে ইয়ামালের পা থেকে। শুরুতে গোল করাটা ও আক্রমণাত্মক থাকা দলকে অনেক এগিয়ে দিয়েছে বলে মনে করেন ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘এই ফলটা দারুণ। আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। শুরু থেকেই তারা মনোযোগী ছিল, সুযোগ তৈরি করেছে এবং আক্রমণাত্মক ছিল। শুরুতে গোল পাওয়াটা আমাদের জন্য ভালো ছিল। আমাদের অনেক সহায়তা করেছে এটা।’
৩ মিনিটে শুরু। এরপর ১৭ ও ৩০ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তরেস। অপর দুই গোল করেন ফারমিন লোপেজ ও ইয়ামাল। হ্যাটট্রিক করার পর তরেস বললেন, ‘বার্সেলোনায় আমার দ্বিতীয় হ্যাটট্রিকে আমি খুশি। এটা অবশ্যই থেমে যাওয়া উচিত নয়। অনেক নিয়মশৃঙ্খলা মেনে এখানে এসেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
২ ঘণ্টা আগেনেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
৫ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
৭ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
৮ ঘণ্টা আগে