ক্রীড়া ডেস্ক
এ বছরের ৩ জানুয়ারি ২৩ বছর পূর্ণ করেছেন নিকো গনজালেস। আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক হয়নি স্প্যানিশ এই ফুটবলারের। তবে বার্সেলোনা, পোর্তোর মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২৩ বছর বয়সী স্প্যানিশ তরুণকে মোটা অঙ্কের টাকায় কিনল ম্যানচেস্টার সিটি।
প্রিমিয়ার লিগসহ ইউরোপীয় ফুটবলে দলবদলের শেষ দিন ছিল ৩ ফেব্রুয়ারী। নির্ধারিত সময়ের মধ্যেই ৫ কোটি পাউন্ডে গনজালেজকে নিল ম্যান সিটি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭৫২ কোটি ৩৪ লাখ টাকা। পেপ গার্দিওলার দল তাঁকে পর্তুগালের পোর্তো থেকে উড়িয়ে এনেছে। টাকা ডি পর্তুগাল, সুপারটাকা ক্যান্ডিডো ডি অলিভিয়েরা—পোর্তোর জার্সিতে এই দুই মেজর শিরোপা জয় তাঁর পুরো ক্লাব ক্যারিয়ারের অর্জন।
ম্যান সিটিতে যোগ দেওয়ার পর গনজালেজ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ক্লাবটির ওয়েবসাইটে স্প্যানিশ এই তরুণ ফুটবলার বলেন, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে আমার জন্য এটা দারুণ এক সুযোগ। আমার বয়স ২৩ ও নিজেকে ইংল্যান্ডে পরীক্ষা করে দেখতে চাই। ম্যানচেস্টার সিটির চেয়ে ভালো আর কোনো ক্লাব হতে পারে না। তাদের দল দেখুন। সত্যিই অবিশ্বাস্য। তারকা ফুটবলারে ভর্তি। এমন কোনো ফুটবলার নেই যে এই দলের অংশ হতে চায় না। পেপের খ্যাতি সম্পর্কে আমি জানি ও তাঁর সঙ্গে কাজ করতে তর সইছে না।’
এবারের দলবদলে চার ফুটবলার কিনতে ম্যান সিটির খরচ হয়েছে ১৮ কোটি পাউন্ড (বাংলাদেশি ২৭০৮ কোটি ৪১ লাখ টাকা)। ওমর মারমুশ, আবদুকোদির খুশানোভ, ভিতোর রেইস—গনজালেসের আগে এই তিন ফুটবলার কেনে সিটিজেনরা।
২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে গনজালেজ ৩৭ ম্যাচ খেলেছেন। দুটি গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন দুই গোলে। এর মাঝে স্পেনের ভ্যালেন্সিয়াতেও খেলেছেন তিনি। পোর্তোর হয়ে ম্যাচও অবশ্য বেশি খেলেছেন। এখানে ৬৮ ম্যাচে ৯ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন।
এ বছরের ৩ জানুয়ারি ২৩ বছর পূর্ণ করেছেন নিকো গনজালেস। আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক হয়নি স্প্যানিশ এই ফুটবলারের। তবে বার্সেলোনা, পোর্তোর মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২৩ বছর বয়সী স্প্যানিশ তরুণকে মোটা অঙ্কের টাকায় কিনল ম্যানচেস্টার সিটি।
প্রিমিয়ার লিগসহ ইউরোপীয় ফুটবলে দলবদলের শেষ দিন ছিল ৩ ফেব্রুয়ারী। নির্ধারিত সময়ের মধ্যেই ৫ কোটি পাউন্ডে গনজালেজকে নিল ম্যান সিটি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭৫২ কোটি ৩৪ লাখ টাকা। পেপ গার্দিওলার দল তাঁকে পর্তুগালের পোর্তো থেকে উড়িয়ে এনেছে। টাকা ডি পর্তুগাল, সুপারটাকা ক্যান্ডিডো ডি অলিভিয়েরা—পোর্তোর জার্সিতে এই দুই মেজর শিরোপা জয় তাঁর পুরো ক্লাব ক্যারিয়ারের অর্জন।
ম্যান সিটিতে যোগ দেওয়ার পর গনজালেজ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ক্লাবটির ওয়েবসাইটে স্প্যানিশ এই তরুণ ফুটবলার বলেন, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে আমার জন্য এটা দারুণ এক সুযোগ। আমার বয়স ২৩ ও নিজেকে ইংল্যান্ডে পরীক্ষা করে দেখতে চাই। ম্যানচেস্টার সিটির চেয়ে ভালো আর কোনো ক্লাব হতে পারে না। তাদের দল দেখুন। সত্যিই অবিশ্বাস্য। তারকা ফুটবলারে ভর্তি। এমন কোনো ফুটবলার নেই যে এই দলের অংশ হতে চায় না। পেপের খ্যাতি সম্পর্কে আমি জানি ও তাঁর সঙ্গে কাজ করতে তর সইছে না।’
এবারের দলবদলে চার ফুটবলার কিনতে ম্যান সিটির খরচ হয়েছে ১৮ কোটি পাউন্ড (বাংলাদেশি ২৭০৮ কোটি ৪১ লাখ টাকা)। ওমর মারমুশ, আবদুকোদির খুশানোভ, ভিতোর রেইস—গনজালেসের আগে এই তিন ফুটবলার কেনে সিটিজেনরা।
২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে গনজালেজ ৩৭ ম্যাচ খেলেছেন। দুটি গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন দুই গোলে। এর মাঝে স্পেনের ভ্যালেন্সিয়াতেও খেলেছেন তিনি। পোর্তোর হয়ে ম্যাচও অবশ্য বেশি খেলেছেন। এখানে ৬৮ ম্যাচে ৯ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন।
দুর্বার রাজশাহীর পারিশ্রমিক বিতর্ক এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত বিষয়। ফ্র্যাঞ্চাইজিটির মালিক শফিকুর রহমানকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়ার কথাও জানা গেছে। রাজশাহীর মতো চিটাগং কিংসের অবস্থা শোচনীয় না হলেও চিটাগং একাধিকবার নেতিবাচক খবরের শিরোনাম হয়েছে।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরেই রানখরায় ভুগছেন দিমুথ করুনারত্নে। গত বছরের শুরু থেকে রান করেছেন কেবল ২৭.০৫ গড়ে। বয়সের ছাপও স্পষ্ট। তা ছাড়া আগামী দেড় বছরে কেবলমাত্র দুটি টেস্টই খেলবে শ্রীলঙ্কা।
২ ঘণ্টা আগেউপমহাদেশের ভক্ত-সমর্থকদের ক্রিকেট নিয়ে উন্মাদনা তো নতুন কিছু নয়। শারজায় ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরাম, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীদের সেই সময়ের ঐতিহাসিক লড়াই থেকে শুরু। পরবর্তীতে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে। যার ফলে আইসিসি ইভেন্টে
৩ ঘণ্টা আগে৬৩১ উইকেট নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় যৌথভাবে শীর্ষে রশিদ খান ও ডোয়াইন ব্রাভো। সেই রেকর্ডটা নিজের করে নেওয়ার সুযোগ আজ রশিদের। বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হচ্ছে এসএ টোয়েন্টির প্রথম কোয়ালিফায়ারের এম আই কেপটাউন-পার্ল রয়্যালস ম্যাচ। রশিদ এম আই কেপটাউনের অধিনায়ক। এক ন
৫ ঘণ্টা আগে