ক্রীড়া ডেস্ক
এ বছরের ৩ জানুয়ারি ২৩ বছর পূর্ণ করেছেন নিকো গনজালেস। আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক হয়নি স্প্যানিশ এই ফুটবলারের। তবে বার্সেলোনা, পোর্তোর মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২৩ বছর বয়সী স্প্যানিশ তরুণকে মোটা অঙ্কের টাকায় কিনল ম্যানচেস্টার সিটি।
প্রিমিয়ার লিগসহ ইউরোপীয় ফুটবলে দলবদলের শেষ দিন ছিল ৩ ফেব্রুয়ারী। নির্ধারিত সময়ের মধ্যেই ৫ কোটি পাউন্ডে গনজালেজকে নিল ম্যান সিটি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭৫২ কোটি ৩৪ লাখ টাকা। পেপ গার্দিওলার দল তাঁকে পর্তুগালের পোর্তো থেকে উড়িয়ে এনেছে। টাকা ডি পর্তুগাল, সুপারটাকা ক্যান্ডিডো ডি অলিভিয়েরা—পোর্তোর জার্সিতে এই দুই মেজর শিরোপা জয় তাঁর পুরো ক্লাব ক্যারিয়ারের অর্জন।
ম্যান সিটিতে যোগ দেওয়ার পর গনজালেজ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ক্লাবটির ওয়েবসাইটে স্প্যানিশ এই তরুণ ফুটবলার বলেন, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে আমার জন্য এটা দারুণ এক সুযোগ। আমার বয়স ২৩ ও নিজেকে ইংল্যান্ডে পরীক্ষা করে দেখতে চাই। ম্যানচেস্টার সিটির চেয়ে ভালো আর কোনো ক্লাব হতে পারে না। তাদের দল দেখুন। সত্যিই অবিশ্বাস্য। তারকা ফুটবলারে ভর্তি। এমন কোনো ফুটবলার নেই যে এই দলের অংশ হতে চায় না। পেপের খ্যাতি সম্পর্কে আমি জানি ও তাঁর সঙ্গে কাজ করতে তর সইছে না।’
এবারের দলবদলে চার ফুটবলার কিনতে ম্যান সিটির খরচ হয়েছে ১৮ কোটি পাউন্ড (বাংলাদেশি ২৭০৮ কোটি ৪১ লাখ টাকা)। ওমর মারমুশ, আবদুকোদির খুশানোভ, ভিতোর রেইস—গনজালেসের আগে এই তিন ফুটবলার কেনে সিটিজেনরা।
২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে গনজালেজ ৩৭ ম্যাচ খেলেছেন। দুটি গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন দুই গোলে। এর মাঝে স্পেনের ভ্যালেন্সিয়াতেও খেলেছেন তিনি। পোর্তোর হয়ে ম্যাচও অবশ্য বেশি খেলেছেন। এখানে ৬৮ ম্যাচে ৯ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন।
এ বছরের ৩ জানুয়ারি ২৩ বছর পূর্ণ করেছেন নিকো গনজালেস। আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক হয়নি স্প্যানিশ এই ফুটবলারের। তবে বার্সেলোনা, পোর্তোর মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২৩ বছর বয়সী স্প্যানিশ তরুণকে মোটা অঙ্কের টাকায় কিনল ম্যানচেস্টার সিটি।
প্রিমিয়ার লিগসহ ইউরোপীয় ফুটবলে দলবদলের শেষ দিন ছিল ৩ ফেব্রুয়ারী। নির্ধারিত সময়ের মধ্যেই ৫ কোটি পাউন্ডে গনজালেজকে নিল ম্যান সিটি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭৫২ কোটি ৩৪ লাখ টাকা। পেপ গার্দিওলার দল তাঁকে পর্তুগালের পোর্তো থেকে উড়িয়ে এনেছে। টাকা ডি পর্তুগাল, সুপারটাকা ক্যান্ডিডো ডি অলিভিয়েরা—পোর্তোর জার্সিতে এই দুই মেজর শিরোপা জয় তাঁর পুরো ক্লাব ক্যারিয়ারের অর্জন।
ম্যান সিটিতে যোগ দেওয়ার পর গনজালেজ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ক্লাবটির ওয়েবসাইটে স্প্যানিশ এই তরুণ ফুটবলার বলেন, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে আমার জন্য এটা দারুণ এক সুযোগ। আমার বয়স ২৩ ও নিজেকে ইংল্যান্ডে পরীক্ষা করে দেখতে চাই। ম্যানচেস্টার সিটির চেয়ে ভালো আর কোনো ক্লাব হতে পারে না। তাদের দল দেখুন। সত্যিই অবিশ্বাস্য। তারকা ফুটবলারে ভর্তি। এমন কোনো ফুটবলার নেই যে এই দলের অংশ হতে চায় না। পেপের খ্যাতি সম্পর্কে আমি জানি ও তাঁর সঙ্গে কাজ করতে তর সইছে না।’
এবারের দলবদলে চার ফুটবলার কিনতে ম্যান সিটির খরচ হয়েছে ১৮ কোটি পাউন্ড (বাংলাদেশি ২৭০৮ কোটি ৪১ লাখ টাকা)। ওমর মারমুশ, আবদুকোদির খুশানোভ, ভিতোর রেইস—গনজালেসের আগে এই তিন ফুটবলার কেনে সিটিজেনরা।
২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে গনজালেজ ৩৭ ম্যাচ খেলেছেন। দুটি গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন দুই গোলে। এর মাঝে স্পেনের ভ্যালেন্সিয়াতেও খেলেছেন তিনি। পোর্তোর হয়ে ম্যাচও অবশ্য বেশি খেলেছেন। এখানে ৬৮ ম্যাচে ৯ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন।
স্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
১ ঘণ্টা আগেএশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
২ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
৪ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
৪ ঘণ্টা আগে