Ajker Patrika

সাবিনাদের কোচিং করাবেন না বাটলার, যদি...

অনলাইন ডেস্ক
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮: ১০
সাবিনা খাতুনদের কোচিং করাতে চান না পিটার বাটলার। ছবি: সংগৃহীত
সাবিনা খাতুনদের কোচিং করাতে চান না পিটার বাটলার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দলের সমস্যার সমাধান যেন হচ্ছেই না। কোচ পিটার বাটলারের অধীনে ১৮ নারী ফুটবলার অনুশীলন তো করবেনই না। এমনকি গণ-অবসরের হুমকিও দিয়েছেন ফুটবলাররা। এবার বাটলারও কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

কদিন ধরে শোনা যাচ্ছিল বিদ্রোহ করা ফুটবলারদের বাদ দিতে চান বাটলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) আজ সাংবাদিকেরাও বাটলারকে প্রশ্ন করেছেন ব্যাপারে। গণমাধ্যমকে নারী ফুটবল দলের কোচ বলেন, ‘কয়েক ফুটবলারের নাম দিয়েছি আমি। তারা থাকলে কোচিং করাব না। অনুশীলনে যাচ্ছে না কয়েক ফুটবলার এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে। এটা বাজে এবং এগুলো বন্ধ হওয়া উচিত।’

সাবিনাদের গণ-অবসরের হুমকির পর বাফুফে বিশেষ কমিটি করেছিল গত সপ্তাহে। বাটলার গতকাল বাফুফের বিশেষ কমিটির মুখোমুখি হয়েছিলেন। সেই ব্যাপারে আজ সংবাদমাধ্যমকে নারী ফুটবল দলের কোচ বলেন, ‘ভালো পরিবেশে আলাপ-আলোচনা হয়েছে। তারা জানতে চেয়েছে। আমিও ব্যাখ্যা দিয়েছি। বেশ স্পষ্টভাবে বলেছি যে যারা বাফুফে ভবনে থেকে ও বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই উল্টোপাল্টা কথা বলে, তাদের কোচিং করাব না।’

২০২২, ২০২৪—টানা দুইবার নারী সাফ জিতেছে বাংলাদেশ। বাটলার যাঁদের বাদ দিতে চাচ্ছেন, তাঁদের অনেকেই সাফজয়ী দলে ছিলেন। তবু শৃঙ্খলার ব্যাপারে কোনো আপোস করতে চান না তিনি। বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ বলেন, ‘সমঝোতার কিছু নেই এখানে। তারা থাকলে আমি থাকছি না। এটা স্পষ্ট। বাংলাদেশ দুইবার নারী সাফ জিতেছে। নারী বিদেশি লিগে কয়জন নারী ফুটবলার খেলে? শৃঙ্খলাজনিত কারণেই বিদেশি লিগে নেই তারা। ইংলিশ ও ফুটবল সংস্কৃতি সম্পর্কে জানা আছে আমার। যা চলছে, মোটেই গ্রহণযোগ্য নয়।’

এ বছরের ১৬ জানুয়ারি বাটলার ও হাবিয়ের কাবরেরার সঙ্গে চুক্তি নবায়ন করেছে। নতুন চুক্তি অনুযায়ী ছেলেদের প্রধান কোচ হিসেবে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন কাবরেরা। আর বাটলার থাকবেন ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত